পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼᏓz হইতে পারে না ; তখন মধ্য ও বর্তমান যুগের ভাব ও রুচি ঘটনা ও ব্যবহার লইয়া নানাবিধ নূতন উপকরণে Romantic School stat - sal পদ্ধতির প্রতিষ্ঠা হয় । সেন্তে বিউল যখন জন্মগ্রহণ করেন, তখন Romantic প্রথার জয়জয়কারের দিন । অবশু তখন কেহ কেহ IPreClassic আদশেও সাহিত্য-সেবায় ব্ৰতা ছিলেন । বিশ বৎসর বয়সে সেন্তে বিউব এষ্ট Romantic. আন্দোলনের মুখপত্র স্বরূপ Globe নামক পত্রিকায় লেখনী পরিচালনা আরম্ভ করেন । সম্পাদক তাহারই একজন ভূতপূৰ্ব্ব শিক্ষক ছিলেন । সেন্তে বিউবের মৃত্যুর পর গ্লোবে লিখিত র্তাহার প্রবন্ধাবলী Premiers Lundis নামে প্রকাশিত হইয়াছে। এই সমস্ত রচনায় কোনও বিশেষত্ব ছিল না, তবে উত্তর কালে তিনি একজন নিবিষ্ট পাঠক, উদার ও পক্ষপাতশূন্ত সমালোচক হইয়া দাড়াইবেন এমন আভাস যথেষ্ট ছিল । সেই সময়ে প্রসিদ্ধ মনস্বী ভিক্সর হিউগো ফরাসী দেশের সাহিত্যক্ষেত্রে শ্রেষ্ঠপদ অধিকাব করিয়া পূৰ্ত্তমান ছিলেন । ২৩ বৎসরের যুবক সেন্তে বিউব হিউগোর Odes et Balladus isfreitbal sfatii 95f: zidii উক্ত কাগজের প্রকাশ করেন। উক্ত দুই প্রবন্ধ লেপককে Romantic দলের শ্রেণীভুক্ত করিয়া সাহিত্যক্ষেত্রে তাহার গৌববের পথ পরিষ্কাৰ করিয়া দেয় । ইহার পরে তিনি ষোড়শ শতাব্দীর ফরাসী-সাহিত্য সম্বন্ধে পত্রিকায় ক্রমশঃ প্রকাশ করেন । ২৫ বৎসর বয়সে এবং ইহাব কিঞ্চিৎ পরে তিনি ২১ খানি কাব্য গ্রন্থের সংস্করণ ও প্রণয়ন কবেন । কিন্তু কবি হিউগোর প্রতিভার সংস্রবে আসিয়া তিনি বুঝিতে পারেন যে কবি-যশঃ-প্রার্থ হওয়া অপেক্ষ তাঙ্গাব পক্ষে গদ্য সাহিত্যের সেবক হওয়াই বাঞ্ছনায় । তখন তিনি সম্পূর্ণরূপে বুঝিলেন যে “যৌবনের সঙ্গে সঙ্গে মানুষেব জীবনের বার আন কপিতা উবিয়া যায়।” এই সময়ে দ্বিতীয়বার ফরাসীবিপ্লব সংঘটিত হয় । সেন্তে পিউব তখন প্যারী পরিত্যাগ পূৰ্ব্বক স্থানান্তরে চলিয়া যান । বিপ্লবের অবসান সময়ে রাজধানীতে অকুপস্থিত নিবন্ধন তাতার জীবনোপায়ের কোনও বন্দোবস্ত হয় নাই । দশবৎসর ব্যাপিয়া দারিদ্র্যের কঠোর কশাঘাতে জর্জরিত একখানি গ্রন্থ গ্লোব প্রবাসী—অগ্রহায়ণ, ১৩১৭ [ 》e ভাগ, ২য় খণ্ড ইষ্টয়া তিনি মলিন ও রুশ ইষ্টয় পড়েন। এই দুঃখ দারিদ্র্যের দিনে ত্রিশবৎসর বয়সে তিনি Volupte নামক উপন্যাস রচনা করেন । ঈশ্লষ্ট তাঙ্গর সাহিত্যিক জীবনের একমাত্র উপন্যাস-গ্রন্থ। ১৮৪০ খৃঃ অব্দে তিনি একটা সামান্ত লাইব্রেরীয়ানের পদে নিযুক্ত হন। মধ্যে ১৮৩৭ খৃঃ অব্দে কিছু দিনের জন্য তিনি সুইজালণ্ডের Lausanne বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিবার জন্ত আহুত হইয়া সাহিত সম্বন্ধে ৮১ট বক্তৃতা প্রদান করেন। পরে ১৮৪৪ খৃঃ অবে ভিক্তর হিউগোর নেতৃত্বে স্বদেশের ফরাসী একাডেমি সেন্তে বিউবকে অভিনন্দন প্রদান করেন। ১৮৪৮ খৃঃ অব্দে বেলজিয়ামের Liege বিশ্ববিদ্যালয় তাঙ্গকে বক্তৃতার জন্ত আহবান করেন । ফলে শুষ্টজলেণ্ডের ও বেলজিয়াম প্রভৃতি স্থানের বক্তৃতাব স্বযশ সমগ্র ইউরোপে ব্যাপ্ত হৃষ্টয় তাহাকে ফরাসীদেশের, এমন কি সমস্ত ইউরোপের, সৰ্ব্বশ্রেষ্ঠ সম! লোচকের পদে বরণ করে । লোকে তখন বুঝিতে পারে যে ফরাসী দিদেরো ও জাৰ্ম্মেন লেসিং এর পরে এত প্রবল সুক্ষদর্শিতা লইয়া আর কেহ জন্মগ্রহণ করেন নাই । volupte রচনা করিবার প্রায় পাঁচ বৎসর পূর্ব তস্ততেই তিনি প্যারী রিভিউ পত্রে ও অপরাপর প িএকাং Causeries ( সুদীর্ঘ নিবন্ধ ) লিখিতে আরম্ভ করিয়াছিলেন । কিন্তু বেলজিয়াম হইতে প্রত্যাবর্তন পূৰ্ব্বক র্তাহার ক্ষমর নিবন্ধাবলী রচনায় তিনি আপনার সমুস্ত শক্তি ও সামর্থ্য নিয়োজিত করিয়াছিলেন । বিশ বৎসরের অধিক কাল তিনি অক্লান্ত পরিশ্রমে যাঙ্গ লিথিয়াছিলেন, তাহ qÉNTIR “Causeries du Tundi” Nt(n, f'griffFTEJH সম্পদ বৃদ্ধি করিয়াছে। ১৮৫০ খৃঃ অব্দে তাঙ্গর মাতৃবিয়োগের পরে তিনি সমস্ত বন্ধন হইতে মুক্তি লাভ করেন । ৭ বৎসর পরে ফরাসী-কলেজে Virgil সম্বন্ধে কয়েকট বক্তৃতা প্রদান করেন । যিনি বিশ বৎসর পূর্ব হইতে বিদেশে পূজা ও প্রশংসা লাভ করিতেছিলেন, তিনি বিশ বৎসর পরেও যে আপনাদেশে সম্মান লাভ করিলেন চহাই তাহার বিশেষ সৌভাগ্য, কারণ স্বদেশে কচিৎ প্রতিভার পূজা হইয় থাকে। চারি বৎসর পরে তিনি সেনেট মহাসভার সভ্যপদে বৃত হন, ইহাই তাহার জীবনে পদগৌরবের শ্রেষ্ঠ নিদর্শন ।