পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ) ছিলেন। ইহঁারা বাল্যকাল হইতে পরস্পরের সহায়ক ( বন্ধু ) ছিলেন এবং একই আচাৰ্য্যকুলে শিল্প (arts and sciences আথে শিল্প শব্দ পালিতে প্রযুক্ত হয়) শিক্ষা করিয়া স্ব স্ব পিতার মৃত্যুর পর পিতৃরাজ্যে অধিষ্ঠিত হইয়াছিলেন। র্তাহারা দশ দশ যোজন বিস্তৃত রাজ্যের ছত্রধারী রাজা ছিলেন। তাহার। সময়ে সময়ে মিলিত হইয়া একত্রে অবস্থান উপবেশন ও শয়নাদি করিতেন। লোকসকলকে জায়মান, ক্ষীয়মাণ ও ম্ৰিয়মাণ দেখিয় তাহারা চিন্তা করিলেন যে— ‘মনুষ্যেরা যখন পরলোকে যায় তখন কিছুষ্ট সঙ্গে যায় না, আপনার শরীরকেও ত্যাগ করিয়া যাইতে হয়, অতএব গুহাবাসে আর কি হইবে ? প্রব্রজিত হওয়াই শ্রেয় ।” এইরূপ বিচার করিয়া পুত্ৰদারাদিকে রাজ্য দিয়া তাহারা ঋষি-প্রব্রজ্যায় প্রব্রজিত হইয়া হিমবান প্রদেশে বাস করিতে লাগিলেন। অনস্তর তাঙ্গারা বিচার করিলেন যে আমরা রাজ্য ত্যাগ করিয়া প্রব্রজিত হইয়াছি, কিন্তু তথাপি যদি আমরা এক স্থানে বাস করি তবে অপ্রব্রজিতের মত হইব ; অতএব আইস আমরা পৃথক পৃথক বাস করি । এইরূপ স্থির করিয়া তাহাবা উভয়ে পৃথক পৃথক পৰ্ব্বতশুঙ্গে বাস করিতে লাগিলেন ; কেবল 'অৰ্দ্ধমাসাস্তে উপোসথ-দিবসে পরম্পর মিলিত হইতেন । পরে এরূপ সঙ্গ করাও অনুচিত বিবেচনা করিয়া প্রত্যেকে অৰ্দ্ধমাসাস্তে স্বকীয় পৰ্ব্বতে অগ্নি জালাষ্টয়া পরস্পরকে নিজ নিজ জীবিত থাকার নিদর্শন জ্ঞাপন করিতে লাগিলেন । কিছুকাল পরে বেষ্টদ্বীপক তাপস লোকান্তরিত হষ্টয়া দেবরাজ শক্র হইয়া দেবলোকে জন্মাষ্টলেন । অনন্তর অৰ্দ্ধমাস পরে তাহার পর্বতে অগ্নি না দেখিয়া অপর তাপস মনে করিলেন, বোধ হয় আমাৰ সহায়ক মৃত হইয়াছেন। আর মৃত তাপস দেবলোকে উৎপন্ন হওয়া মাত্র আপনার দৈবী শ্ৰী দেখিয়া প্রত্ৰজ্যার পর হইতে আপনার পুণ্যকৰ্ম্মসকল ( ও তাঙ্কার ঐ ফলের বিষয়) অবগত হইয়া স্বীয় বন্ধুকে উহা জানাইতে ইচ্ছা করিলেন। অনন্তর তিনি দেবরূপ ত্যাগ করিয়া এক মার্গিক ( পথিক ) পুরুষের রূপ ধারণ করিয়া পথিকের মত বন্ধুর নিকট যাষ্টয়া বন্ধন পূৰ্ব্বক ו ההויזיקלי": יהלי שדל זהקה חל 14-- সংকলন ও সমালোচন—মরণ-পরিদীপিত উদেনি-বস্তু >8、S) তাপস জিজ্ঞাসিলেন ‘কোথা হইতে আসিয়াছেন ? আগন্তক । আমি মহাশয়! পথিক ; দূর হইতে আসিয়াছি । আর্য্য ! আপনি কি এই স্থানে একক থাকেন, না অন্ত কেহ আছে ? তাপস । হা, আমার এক বন্ধু ঐ পৰ্ব্বতে থাকেন। কিন্তু উপোসথ-দিবসে ( পূর্ণমায় ) অগ্নি জালেন নাই, তাষ্ট বোধ হইতেছে তিনি মৃত হইয়াছেন । আগস্তুক । ঠা, 3াগষ্ট হইয়াছে । সেক্ট । তাপস । আগ । জন্মাইয়াছি । আর্য্যকে দেখিবার জন্ত আসিয়াছি । এষ্ট স্থানে আপনি যে বাস কবেন তাঙ্গতে কি কোন উপদ্রব আছে ? ভ্রাতঃ, আমিষ্ট কোথায় জন্মাষ্টয়াছেন ? দেবলোকে মহাশক্র দেববাজ হইয়। তাপস । হুঁ, হস্তীর উপদ্রব আছে । আগ । হস্তীবা কি করে ? তাপস । তাহারা সম্মার্জিত স্থানে মলত্যাগ করে ও তাঙ্গাকে পদাঘাতে ধুলিযুক্ত করে । তাহা পরিষ্কার ও সমান করিবার জন্ত আমাকে কষ্ট পাইতে হয় । তাহা শুনিয়া দেবরাজ হস্তী নিবারণ করিবার জন্ত তাপসকে হস্তীকলন্ত বীণা এবং হস্তীকান্ত মন্ত্র দিলেন । দিবার কালে সেই বীণার তিন তন্ত্রী দেখাইয়া বলিয়া দিলেন যে “এই মন্ত্রোচ্চারণ পূৰ্ব্বক এই তন্ত্রী বাজাইলে হস্তীর পশ্চাৎদিকে না দেখিয়া একবারে পলাইয়া যাক্টবে। আর ঐরূপে অন্ত তন্ত্রী বাজাইলে হস্তীর পশ্চাৎদিকে দেখিতে দেখিতে পলাইবে। আর তৃতীয় তন্ত্রী বাজাইলে যুথপতি হস্তী পৃষ্ঠে উঠাইয়া লইবার জন্ত পৃষ্ঠ নত করিয়া আগমন করিবে । ইহা আপনি যথারুচি ব্যবহার করিবেন ।” এই বলিয়া দেবরাজ তাপসকে বন্দন! * করিয়া চলিয়া গেলেন । তাপস কেবল পলায়ন-তন্ত্রী বাজাইয়া হস্তীদের তাড়াইয়া দিতেন । • _ এই সময়ে কৌশাম্বীতে পরস্তুপ নামে রাজা ছিলেন ।

  • যদিও তপস্তাদির ফল দেবত্ব তথাপি প্রত্ৰজিত তাপসের রাজা

cनब्र भूखा बलिग्नl cमदब्राज ठां★नरक दमन कब्रिप्लम ७ त्रांर्या दणिब्र সম্বোধন করিলেন। তপস্তা ও যজ্ঞাদির ফলে যে দেৰলোকে গতি হয়