পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] অনুগত। আমি কখনো বাপকে ভালোবাসিনি, মাকে ভালোবাসিনি, কোনো রমণীকে ভালোবাসিনি, আমি ভালোবেসেচি শুধু তোমায়—নিজের চেয়েও বেশি করে ভালবেসেচি তোমায় ! তোমার জন্তে যদি প্রাণ দিতে হয় তাও পারি—তোমার জন্তে যা করতে বল তাই করতে রাজি! তুমি এমন কাতর হয়ে থাকবে এ আমি দেখতে পারি না । চল—আমরা এখান থেকে পালিয়ে যাই— প্যারিস আছে, ভায়েনা আছে । বেশ ভায়েনাতেই চল— সে তবু অনেক দূর! না হয় আমেরিকা, সানফ্রান্সিসকো, কিম্বা অষ্ট্রেলিয়া যেখানে খুলী তোমার চল! বিপুল পৃথিবী পড়ে রয়েছে—নুতন দেশে গিয়ে নুতন করে তোমার জীবন আরম্ভ কর! বল তো আফ্রিকায়ই যাত্রা করা যাক! সে অসভ্য দেশে যেতে পেলে আমি তো খুবই আননা উপভোগ করব ; –আমি দেখতে দুৰ্ব্বল বটে কিন্তু আমার শরীরে কষ্ট সহ হয় ; আমার জন্তে ভাবনা নেই! চল আফ্রিকায়ই চল । বিশ্বব্যাপী দুর্গম বনের ভিতর দিনের পর দিন কেবলই নূতনের মধ্যে চলে যেতে সে কী আনন্ম বল দেখি ! এস, আমরা দুটিতে এই বিশ্ব প্রকৃতির মধ্যে, মুক্ত আকাশের তলে আমাদের জীবনটাকে বিস্তীর্ণ করে দিই !" ফ্র্যাঙ্ক গুমরিয়া বলিয়া উঠিলেন—“বেশ ! তাই—তাই হবে—দেশ ভ্রমণেই যাবো ! কন্তু এখন আর তেমন স্বচ্ছনে বেড়ানো হবেনা—গত বৎসর যে খরচ হয়ে গেছে ! এবার টাকার বড় টানাটানি ।” বাটি বলিল—“তাতে কী ! এবার আমরা বুঝে মুঝে খরচ করব। বেশি বাবুয়ানিতে দরকার কি ? আমি তো গরীবয়ান চালে বেশ থাকতে পারি।” ফ্র্যাঙ্ক ধীরে ধীরে বলিলেন---“বেশ, ভালো কথা ।” তার পর দুই জনেই অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া বসিয়া রছিলেন। হঠাৎ একটু নড়িতে গিয়া ফ্র্যাঙ্কের হাতখান একবার বার্টির হাতের উপর আসিয়া ঠেকিল, ফ্র্যাঙ্ক চমকাইয়া উঠিয়া আবেগের সহিত সেই হাতখানা নিজের মুঠার মধ্যে চাপিয়া ধরিলেন তারপর রুদ্ধনিশ্বাস ত্যাগ করিয়া মৃত্ত্বকণ্ঠে কহিয়া উঠিলেন—

  • বন্ধু আমার ! প্রাণের বন্ধু আমার !” (ক্রমশ)

শ্ৰীমণিলাল গঙ্গোপাধ্যায়। সংকলন ও সমালোচন-সংরুদ্ধ সন্ন্যাসী እ@ ግ AS AMMSAMSAAAAAAS AAAAA AAAA SAAA AAAAA می » ماه - همه مه ۹*۲ه ع সংরুদ্ধ সন্ন্যাসী “ffari* ¥¥¥ (Monastery of Linga ) άτέ α উপত্যকা আছে তাঙ্কারই একটি গুহায় একজন লামা গত তিন বৎসর হইতে বাস করিতেছেন, একথা শুনিয়াছিলাম। জানিতাম সন্ন্যাসীর সহিত সাক্ষাতের অনুমতি পাইব না--- তাঙ্কার ভয়াবহ বাসস্থলীর অভ্যন্তর দেখারও কোন সম্ভাবন নাই—তথাপি যতী কি ভাবে বাস করিতেছেন সে সম্বন্ধে ঈষৎ একটু আভাস পাটবার এই যে সুযোগ, ইহাকে কিছুতেই উপেক্ষা করিব না স্থির করিলাম। - ontwal è**win Stockholm) gifņxta fȘs আঠার মাস পরে, ১৯৯৭ সালের ১৬ষ্ট এপ্রিল তারিখে কনকনে হাওয়া বহিতেছিল—আকাশে মেঘের ঘনঘটার সহিত গাঢ় তুষারপাত মিলিয়া দিনটিকে শূন্ত নিরাননা করিয়া রাখিয়াছিল। প্রস্তরনিৰ্ম্মিত সুন্দর চৈত্যশ্রেণী পশ্চাতে ফেলিয়া আমরা লিঙ্গার কাছাকাছি পৰ্য্যন্ত অশ্বপৃষ্ঠে গিয়া উপনীত হইলাম । শেষ শয়নাগারশ্রেণী পশ্চাতে পড়িয়া রহিল,—সম্মুখে কে বহু পুরাতন একটি গাছের গুড়ি লোচিত ও শ্বেতবর্ণে চিত্রিত করিয়া দিয়াছে, স্ফটিকের মুত স্বচ্ছ একটি নিঝরিণী, তাহার উপরিভাগ অল্প একটু জমিয়া গিয়াছে—রাশি রাশি পাথরের স্ত,পে প্রোথিত পতাকা-দওগুলি খাড়া হইয়৷ আছে, দেখিতে দেখিতে অবশেষে সামদে-পুক মঠে গিয়া উপস্থিত হইলাম। ইহা একটি শৈলবাহুর শেষ সীমান্তে নিৰ্ম্মিত ; ইহার দুই পাশ্ব দিয়া দুইটি উপত্যক নামিয়া গেছে । ইহা "লিঙ্গ’ মঠেরই অন্তর্গত। ইহাতে চারিজন মাত্র ভ্রাতা আছেন, তাহারা সকলেই প্রবেশদ্বারে বিশেষ হৃদ্যতার সহিত আমাকে অভ্যর্থনা করিতে আসিলেন । পূৰ্ব্বে ষে সকল মঠ দেখিয়াছি ভিতর বাছির দুষ্টদিক দিয়াই ইহা তাঙ্গদেরই একটি ক্ষুদ্র সংস্করণ। ডুকাং ( Dukang) টির তিনটি মাত্র স্তম্ভ এবং চারিজন ভিক্ষুর জঙ্গ একটি মাত্র শিষ্টসভা (divan ) আছে — ইহার

  • কুপ্রসিদ্ধ পৰ্য্যটক এবং জাৰিষ্কর্তা Sven Hedin-প্রণীত নৰপ্রকাশিত Trans-Himalaya oscow Immured Monks” who

ग्रंब्रिध्हानग्न जङ्कबांन ।