পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য। ] লঙ্কায় বৌদ্ধ বিহার শ্ৰীপাদপৰ্ব্বত বা সমস্তকূট বা মলয়পৰ্ব্বত । পৰ্ব্বতে বৃদ্ধের আবাস নির্দিষ্ট হইয়াছিল । এই কথা লঙ্কাবতারস্তাত্র নামক প্রাচীন মহাযান গ্রন্থে বর্ণিত আছে । কলম্বোতে আমাদের জন্ত একটি সুন্দর বাঙ্গল নিদিষ্ট হইয়াছিল। আমাদের বাসার নিকটেই বিদ্যোদয় সংস্কৃত কলেজ। সেইখানে আমার পূৰ্ব্বপরিচিত কয়েকজন গুজরাট বন্ধুর সহিত সাক্ষাৎ চটল। র্তাহারাও আমাদের বাসাতেই রছিলেন। স্কোয় মাছ খাওয়া ঘটিয়া উঠে নাই, কতক বা আগ্রহের অভাবে, কতকটা বা গুজরাট বন্ধুদের খাতিরে। তাহারা যে বাসায় মাছ রান্না হয় সেখানে থাকেন না। লঙ্কায় প্রচুর পরিমাণে নানা প্রকার ফল পাওয়া যায়। তন্মধ্যে নারিকেল, কমলা ও আনারস প্রধান । কমলা এক একটি এত বড় হয় যে দুইজনে খাইয়া শেষ করা যায় না । ভিক্টোরিয়া পার্ক ও বাজার আমাদের বাসার নিকটে । প্রথমে মনে ভয় ছিল লঙ্কায় গিয়া না জানি কত অসুবিধাই , ভোগ করিতে হইবে, কিন্তু তত্রত্য বিদ্যোদয় বিহারের অধ্যক্ষ মহাস্থবির সুমঙ্গলের কৃপায় কোন অসুবিধাই ঘটে নাই। বিশেষতঃ অনাগারিক ধৰ্ম্মপাল তথন লঙ্কায় ছিলেন । তিনি ৪ তাহার আত্মীয়গণ আমাদের বিশেষ সহায়তা করেন । যে দিন গিয়া পৌছিলাম সেদিন বিহারের অধ্যক্ষের সহিত সাক্ষাৎ করিতে যাইবন। মনে করিয়াছিলাম কিন্তু তিনি বিশেষ ঔৎসুক্য প্রকাশ করিয়াছেন শুনিয়া সন্ধ্যার পর তাঙ্গর নিকট গেলাম। বিহারটি আমাদের বাসার ঠিক সম্মুথে । আমার বিশ্বাস ছিল সিংহলে পালি বা সংস্কৃতের সেরূপ চর্চা নাই, কিন্তু সুমঙ্গল মহাশয়ের উভয় ভাষায় পাণ্ডিত্য দেখিয়া ভ্রম দূর হইল। প্রত্যেক বিহারেই সংস্কৃত ও পালি বিশেষ ভাবে অধ্যয়ন করা হয়। সংস্কৃত কাব্য ও ব্যাকরণে ভিক্ষুগণ স্বপণ্ডিত। স্বমঙ্গলের সহিত আমার সংস্কৃত ও পালি ভাষার সাহায্যে কথোপকথন হইল। আমার নাম পূৰ্ব্বেই তাহাদের জানা ছিল । আমার কলম্বো পৌছিবার অল্প পরেই অনেক লোক আমাকে দেখিতে আসিলেন। বিহারটি আমাদের বাসার নিকটে হওয়ায় তথায় ভিক্ষুদের আচার ব্যবহার পর্য্যবেক্ষণ করিবার খুব সুবিধা হইয়াছিল । - ভিক্ষুগণ খুব ভোরে শয্যাত্যাগ করেন। আমি ৫টার সময় উঠিয়াও দেখি তাহারা পূৰ্ব্বেই উঠিয়াছেন।