পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] লঙ্কায় বৌদ্ধ বিহার ৯ উপোষথ-গুহ । তাহার কারণ এই যে এই মূৰ্ত্তি যত বৃহদাকার হইবে স্থাপনকর্তার পুণ্যও তত অধিক বিবেচিত হয়। দণ্ডায়মান, ধ্যানস্থ পা আসনস্থ মূৰ্ত্তি অপেক্ষ শয়িত মূৰ্ত্তি অধিক বড় করা যায়। এই মূৰ্ত্তি যে গৃহে থাকে তাহাকে প্রতিমাগত বলে। এই প্রতিমাগৃহের দেয়ালগুলি অতি মুদৃশু মুরঞ্জিত চিত্রে শোভিত। বিহারের আর একটি অঙ্গ উপোষথ-গৃহ। এটি সাধারণতঃ লোকালয় হইতে দূরে হ্রদমধ্যে নিৰ্ম্মিত হয়। সেখানে ভিক্ষুগণ প্রতিদিন প্রাতে ও সন্ধ্যায় সেই দিনে কৃত পাপকার্য্যের ক্ষালনের জন্ত ধ্যান করেন । তার পর প্রতি অমাবস্তা ও পূর্ণিমা তিথিতে এই উপোষথ-গৃহে সমবেত হইয়া সজঘরাজের নিকট র্তাহাদিগকে নিজ নিজ পাপের উল্লেখ করিয়া অনুতাপ করিতে হয়। সজঘরাজ সমবেত ভিক্ষুগণকে প্রত্যেক প্রকার নিষিদ্ধ কার্য্যের উল্লেখ করিয়া জিজ্ঞাসা করেন কেহ ঐ কাৰ্য্য করিয়াছেন কি না। কেহ করিয়া থাকিলে উত্তরে তাহ স্বীকার করিতে হয়। উপোষথ-গৃহ অতি নির্জন স্থানে অবস্থিত। হ্রদের মধ্যে উচ্চ স্তম্ভের উপর স্থাপিত । চারিদিকে তাল ও নারিকেলের গাছের সারি रे ইহাকে লোকচক্ষুর অন্তরালে রাখিয়াছে। ভিক্ষুগণ ভিন্ন অপর কাহারও এই হ্রদে নৌকা চালনের অধিকার নাই। বিশেষতঃ ভিক্ষুগণের বিচারের সময় চারিদিকে পাহার থাকে। প্রশান্ত হ্রদের মধ্যে জলের ধারে বারান্দায় বসিয়া পূর্ণিমা ও অমাবস্তা নিশিতে শত শত ভিক্ষু যখন ভগবানের আরাধনা করেন তখন কি এক মধুর পবিত্র ভাবের উদয় হয় তাহা সহজেক্ট কল্পনা করা যায়। পর্ণশালা বা ছাত্রদের থাকিবার ছোট ছোট কুটারগুলি বিহারের আর এক অঙ্গ। এতদ্ভিন্ন প্রত্যেক বিচারে প্রধান পুরোহিতের একটি কক্ষ এবং একটি পুস্তকাগার আছে । পৃথিবীর মধ্যে আর কোন দেশে লাইব্রেরীর এত আদর নাই । পুস্তকগুলি অধিকাংশই হস্তলিখিত । সেগুলি এমন সুন্দর ভাবে সাজানে যে নাম করিবামাত্র সেই বষ্ট বাহির করা যায়। এরূপ সুন্দর সাজানোর, এবং সংখ্যা, বিভাগ প্রভৃতির প্রণালী অন্ত কোন ভাষার গ্রন্থের নাই । ভিক্ষুদের নিয়ম বড় কঠোর। লাভ বা অলাভ, স্বথ বা দুঃখ, প্রশংসা বা নিন্দ, যশ বা অযশ ভক্টতে পারে