পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা | শ্ৰযুক্ত উঠলিয়ম বদেনষ্টাইন। সেখানকার রাজা জীবের অনন্ত তৃপ্তির হেতু,~তিনি মুন্দরম্। এই মধুবাণী দুঃখজালাপূর্ণ সংসারে জীবের কর্ণকুহুরে কে ঢালিয়া দেয় ?--তাঙ্গ এই স্বকুমার-কলা ! স্বন্দরষ্ট আনন্দের আকর। এবং আনন্দই জীবের জীবনের উৎস। এই চির আনন্দ এবং অনন্ত তৃপ্তির বার্তা মুকুমার-কলা জগতে অনিয়ন করিয়া মানবের জীবন আবিষ্কার করিয়াছে। এই জন্য মুথার সাহেব বলিয়াছেন ‘Painting discovered life.' এই ভবজলধিতে ভপের কাণ্ডারীর লীলা-তরঙ্গের যে অসংখ্য লহরী দিবানিশি অবিশ্রান্ত ভাবে প্রেম-কিরণে ঝল'সত হইতেছে, প্রেমময়ের এই যে রূপলহরীমালা— স্নিগ্ধ মলয়ান্দোলিত অতি ক্ষুদ্র বৃক্ষপত্র হইতে প্রাতঃস্বৰ্য্যকিরণমণ্ডিত-মুবর্ণমুকুট-পরিহিত উৎঙ্গ গিরিশৃঙ্গ অবধি এবং বাণৱিদ্ধ মৃগের বেদন ক্লিষ্ট দৃষ্টি হইতে প্রেমিক চিত্র-কলাবিদ্যা ও মিঃ উইলিয়াম রদেনষ্টাইনের চিত্রাবলী >br○ পর্য্যস্ত, জগতের অসংখ্য বাহ্যিক ও আভ্যন্তরিক ব্যাপারে গঙ্গরঙ্গ সাধারণ লোকচক্ষুর অন্তরালে খেলা করিতেছে, স্বকুমার-কলা সেই লগুরীমালার এক একটকে ধরিয়া রাখিয়া সংসারান্ধ মানবেব জঙ্গ অপুৰ্ব্ব স্বধাভাও রচনা ক'ব পাব প্রয়াস পাঠয়াছে । এই লিষ্ঠা সামান্ত নকে । গভীর প্ৰেম ভক্তির সঙ্গে শিল্প-কুশল (Technical) দক্ষতা সন্মিলিত হয় এই অপুৰ্ব্ব সম্পদের স্বষ্টি করিয়া থাকে । একথানা যথার্থ চিত্র বা ভাস্কর-মুঠি (Sculpture) বহু সাধনাব ধন ; কোন প্রকার কায়ক্লেশে গুটিকতক শস্ব যোজনা করিতে পাfরলেই যেমন কাব্য হয় না, তেমনি কোন প্রকাবে একটী চিত্র বর্ণভুলিকার সাহায্যে অঙ্কিত করিয়া তুলিলেই তাই যথার্থ চিত্র-কলা হয় না কিম্বা পাথরের একটা অবয়ব গড়িয়া তুলিলেই তাঙ্গাকে একটা উচ্চ শ্রেণীর মূৰ্ত্তি-কলা বলিয়া স্বীকার করা যায় না । এষ্ট বিদ্যয় সার্থকতা লাভ কবিতে কষ্টলে শিল্পাংশে যতদূর নৈপূণ্য লাভ করা প্রয়োজন তাঙ্গ করিতে হঠবেই। একটা সুন্দর ফুল কিম্বা মানুষেব একখানি চাদমুখ গড়িয়া তুলিতে স্বয়ং বিশ্বশিল্পীকে কতটা সময়ক্ষেপ ও অধ্যবসায় লিয়োগ করিতে হয় আমবা কি দিবানিশি তাঙ্গার অজস্র নিদর্শন দেখিতে পাই না ? আজকাল ইয়োরোপে দ্রুত চিত্রাঙ্কণও একটা বিশেষ গুণ বলিয়া গুঙ্গীত ষ্টষ্টয়া থাকে। অবশুষ্ট কেহ যদি দণ্ডে একখানা চিত্র অঙ্কিত করিয়া ফেলিতে পারেন তাতালে কাহার ৪ আপত্তির কারণ নাই. কিন্তু এষ্ট সমস্ত অপাস্তুর বিষয়ে অত্যধিক মনোযোগ দেওয়ার ফলেক্ট বর্তমান যুগে ইয়োরোপে চিত্র পা মুর্টিকলা ভাবসম্পদে স্নান হইয় পড়িতেছে । বাহিক কারুকার্য্যে সম্পূর্ণভ লাভ করাষ্ট যেন প্রধান লক্ষ্যস্থল হইয়া দাড়াইয়াছে । ইহার ফলে আজকাল যথার্থ চিত্র বা মূৰ্ত্তিকলার পরিবর্তে বৎসর বৎসর অসংখ্য ছবি এবং প্রস্তরমূর্তির স্বষ্টি হইতেছে। এই শুধু বাহিক আড়ম্বব ও শিল্পকুশলতার দিনে মিঃ রদেনষ্টাইনের ভাবময় চিত্রাবলী যে জগতে প্রতিষ্ঠা লাভ করিবে তাঙ্গতে আর বিচিত্রতা কি ? এই উদীয়মান সরলচিত্ত প্রতিভাসম্পন্ন চিত্রবিৎ অতি অল্প সময়ের মধ্যেই পুথিবীর দৃষ্টি আকর্ষণ করিয়াছেন। তাঙ্গর চিত্রাবলী ইংলও, –והשואהלafa fה:6frre erf יצחfל זואי לשיחי אדיfייף