পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা দুরূহ ব্যাপার। ইহা যদি শুধু ভাবেরই খেলা হষ্টত তবে আর কথা ছিল না; শুধু স্বপ্ন দেখায়ই চয়ত পর্যাবসান হইত। কিন্তু তাঙ্গ ত না । ইহা ভাব এবং শিল্পকুশলতার এক মহা সমন্বয়ক্ষেত্র । কলা-বিদ্যা দেহময়-ভাব । চিত্র ভাবের জীবন্ত মূৰ্ত্তি সুতরাং ইহাকে শুধু ভাব বলাও যা শুধু শিল্প বলাও ঠিক তাই, শিল্প ষ্টতার দেঙ্গ, ভাব ই হার প্রাণ । উভয়ই ভ্ৰমাত্মক। ইহা ভাব এবং শিল্পের সংযোগ, দৃশুকাব্য । মিঃ রদেনষ্টাইনের চিত্রাবলী দেখিলেই বেথা জ্ঞানের গভীরতা ও ভাব প্রকাশের একটা সঙ্গজ সরল অথচ স্বাধীন পন্থার প্রতি দৃষ্টি পড়ে। চিত্রবিদের পক্ষে এই দুটা জিনিযই অতি প্রয়োজনীয়। এই দুটা ভালষ্ট উন্নত ব্রি-সম্পাদনে ভিত্তি-স্বরূপ । এই সরল এবং প্রেমিক চিত্রপিদের নিকট আমাদের অনেক বিষয় শিক্ষা করিবার অাছে । তিনি ভারতের সাধনা, ভারতেব ভাবের প্রতি বড় অসুবক্ত । f5ţa grffa afe(vfştea “Your art and literature to me are inspirations” osts “ototows সাঙ্গিতা এবং মুকুমার কলা যেন আমার প্রাণে প্রেরণা আনিয়া দেয়” । তিনি আপাততঃ ভারতযাত্রা করিস্নাছেন । বোধ হয় নবেম্বরের প্রথম সপ্তাহে ভারতে পৌছিলেন। তিনি অজণ্টাগুহা, আবু পাহাড়, বেনারস প্রভৃতি স্থান দেখিয়া পরে বাঙ্গালায় যাইবেন । বিশ্বাস প্রতেক শিক্ষিত বঙ্গবাসী এই সরলচিত্ত ও শ্রদ্ধালান পর্যাটকের সাক্ষাৎলাভে পরমাহলাদিত হইবেন । ইউনিভার্সিট কলেজ, লগুন। শ্ৰীঅশ্বিনীকুমার বর্মণ । অামার রাখীবন্ধন গত ৩০শে আশ্বিন বাঙ্গালীর রাখীবন্ধনের দিন ছিল । ইন্দ্রদেব ও সার এড়ওয়ার্ড বেকার উভয়েই প্রতিকূলতা করিয়াছিলেন । কিন্তু তাছা সত্ত্বেও সে দিনকার কার্য্য যে গবে সম্পন্ন হৃষ্টয়াছিল, তাহা অসন্তোষজনক নহে। হগiাহেবের বাজার ছাড়া আর সব বাজার বন্ধ হইয়াছিল। দ্ভিন্ন, কোন কোন মুসলমানের দোকান ছাড়া, আর সমস্ত Iাঙ্গালীর দোকান বন্ধ হইয়াছিল । পুর্ব পূৰ্ব্ব বৎসরের বিদেশে শিক্ষাপ্রাপ্ত ছাত্র sb-૧ শ্ৰীযুক্ত আবদুল রসূল মত অরন্ধন প্রতিপালিত হইয়াছিল । সকলে স্বতঃপ্রবৃত্ত হইয়া পালন করিয়াছিলেন। সন্তোষের বিষয়। " অপরাহের সভায় সভাপতি শ্রীযুক্ত আবদুল রসুল মহাশয় যে বক্তৃতা করিয়াছিলেন, তাহ বেশ সারগর্ভ হষ্টয়া এই সকল নিয়ম ইহা ছিল । পঙ্গবিভাগের দ্বারা বাঙ্গালী মুসলমানদের ও যে ক্ষতি কইয়াছে, তাঙ্ক। তিনি দেখাইয়াছেন । বিদেশে শিক্ষাপ্রাপ্ত ছাত্র আমরা বিদেশে শিক্ষা প্রাপ্ত কতিপয় ছাত্রের সফলতার সংৰাদ সানন্দে পত্রস্ত করিতেছি । তাঙ্গদের দৃষ্টান্ত আমাদেব দেশের যুবকদিগকে উৎসাহিত করুক । o ( > ) শান্তিপুরনিবাসী শ্ৰীযুক্ত প্রভাসচন্দ্র প্রামাণিক শিল্পবিজ্ঞানশিক্ষাসমিতি কর্তৃক দুই বৎসর পূৰ্ব্বে জাপানে প্রেরিত হইয়াছিলেন। সেখানে তিনি তিনটি প্রধান