পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] বিশ্বাস “শবৗবরাতের” রাত্রিতে, আগামী বৎসরে যাহারা জন্মিবে ও মরিবে বিধাত তাতাদের নাম লিপিবদ্ধ করেন । বলা বাহুল্য যে এই সকল মুসলমান আপনাদের ধৰ্ম্মমত সম্বন্ধে নিতান্তই অজ্ঞ । শব্দ ছাড়া ধৰ্ম্ম সম্বন্ধে তাঙ্গদের আর কোন বোধই নাই । আসাম উপত্যকায় কৃষকগণের মধ্যে এই অজ্ঞতা চূড়ান্ত সীমায় পৌছিয়াছে। মহম্মদের নাম পর্য্যস্ত কখনো শুনে নাই এবং কেহ কেহ মনে করে তিনি মুসলমানধৰ্ম্মতন্ত্রে রাম লক্ষ্মণের স্থানীয় । তাঙ্গদের মধ্যে অপেক্ষাকৃত শিক্ষিতের মহম্মদকে আপনাদের প্রধান পীর মনে করে, এবং “হোঞ্জা” “থোজী” আউলিয়া ও আম্বিয়াকে ছোট ছোট পীর বলিয়া থাকে । খাটি মুসলমানগণ র্তাঙ্গদের সম্প্রদায়ের মধ্যে এই সকল পৌত্তলিক আচারের প্রাদুর্ভাবকে নিয়তই নিন্দ করিয়া থাকেন এবং উৎসাহী মোল্লারা প্রায়ই এই সকল বিরুদ্ধ'চার দূর করিবার জন্য প্রচারে বাচির হন। চীন ব্যবসায়ী, পতিত, ও অশিক্ষিত গ্রামবাসী মুসলমানদের ক্ষুদ্র ক্ষুদ্র দলের মধ্যেই এই সকল আচার অনুষ্ঠানের প্রচলন দেথা যায় । ইউরোপের খ্ৰীষ্টান সম্প্রদায়েও ঠতাদেরষ্ঠ অনুরূপ শ্রেণীর লোকদের মধ্যে সন্ধান করিলে পাওয়া যাক্টতে পারে যায় । অনেক স্থলে নমাজের কয়েকটী তাস্তাদের অনেকে প্রাচীনতর ধৰ্ম্ম তন্ত্রের অবশেষ, এরূপ আশা করা

  • হেমলতা দেবী ।

প্রয়াগ বা এলাহ বাদ প্রয়াগ বা এলাহাবাদ হিন্দুর নিকট তীর্থরাজ । ভক্ত হিন্দুর বিশ্বাস “প্রয়াগে মুড়িয়ে মাথা, মরগে পাপী যথাতথা ।” সেই মহাতীর্থ প্রয়াগ এ বৎসর নানাবিধ মেলার সম্মিলনে সকলের বিশেষ মনোযোগ আকর্ষণ করিয়াছে, সকলের মুথেই আলোচনা প্রয়াগ বা এলাগবাদেব । এবার প্রয়াগে কংগ্রেস, জাতীয় সমাজসংস্কার সভা, একেশ্বরবাদীদিগের সন্মিলনী, প্রভৃতির অধিবেশন হইবে। এ সকল তো লোকের চিত্ত আকর্ষণ করিতেছেষ্ট, কিন্তু সৰ্ব্বশ্রেষ্ঠ আকর্ষণ প্রয়াগের প্রদর্শনী । লক্ষ লক্ষ টাকা প্রয়াগ বা এলাহাবাদ «$(*ა) খরচ করিয়া প্রয়াগের কেল্লার ধারে পিস্তৃত ক্ষেত্রে যাহার গৃহ নিৰ্ম্মাণ গুইয়াছে, দিগেদশ হইতে যেখানে মুন্দর অদ্ভূত ও চিতকারী দ্রব্যসমূহ সমাহৃত হইতেছে, যেখানে উড়ো জাঙ্গজের সঠিত চক্ষুধ পৰিচয় হইবে, সে স্থান যে সকলের নিকট আলোচ্য তহঁয়| উঠিলে তাঙ্গাতে আর আশ্চর্য্য কি । এই উপলক্ষে অনেকেই প্রয়াগে পদার্পণ করিবেন। সেথানকার এই সব সাময়িক দর্শনীয় ছাড়া চিরন্তন পুরাতন যে সব দর্শনীয় ও জ্ঞা তলা স্থান ও বিষয় আছে, তাহাও গন্তকামদিগেব জান দক কবি । এজন্য আমরা নিম্নে এলাহাবাদের একটি সংক্ষিপ্ত বিপরণ দিলাম । বাংল। দেশ হইতে প্রয়াগে যাইহে কইলে ষ্টষ্ট ইণ্ডিয়া রেলে যাইতে হয়। কলিকাতা হইতে এলাহাবাদ ৫১৪ মাঙ্গল । যাত্রীদের সুবিধার জন্য রেল কোম্পানী তৃতীয় শ্রেণীর যাতায়াতের ভাড়া মাত্র ৪ টাকা নির্দেশ করিয়াছেন । রেলগাড়ীতে থাকিয়া যমুনার এপার হইতে এলাকাপাদের দৃপ্ত অত্যন্ত মনোবম । যমুনার উপব একটি চুতলা পুল আছে, তাঙ্গর উপর গুণা দিয়া ট্রেন ও নীচের তলা দিয়া মানুষ গাড়ী ঘোড়া প্রভূতি যাতায়াত করে । এলাহাবাদের দক্ষিণে যমুনা, পশ্চিমে, উত্তরে ও পূৰ্ব্বে গঙ্গা । গঙ্গার উপবেও উত্তরদিকে একটি ছতলা পুল আছে, তাঙ্গার উপবে চলে মানুষ, নীচে চলে ট্রেন। গঙ্গার উপর পূর্বদিকে আর একটি পুল তৈরি হইতেছে। এলাহাবাদ অাও অযোধ্যা যুক্ত প্রদেশের রাজধানী। সেখানকার ছোট লাটের প্রধান আডড এলাহাবাদ । কৰ্ম্ম উপলক্ষে এখানে নানা ভিন্ন প্রদেশের লোক বাস করিতেছে ; তন্মধ্যে বাঙালীই প্রধান । ১৯০১ সালের লোকগণনা অনুসারে মোট জনসংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৩২ ৷ সুতরাং এখানে আপিস আদালত সমস্তই । এথানকার এলtঙ্গাবাদ প্রকাও সঙ্গর কিন্তু বিরললসতি । বাড়ীর মধ্যই প্রশস্তু ব্যবধান, পাড়ায় পাড়ায় তো কথাষ্ট নাই ; সঙ্গরের পুরাতন অংশ অপশু ঘিঞ্জি । যুক্ত প্রদেশের মধ্যে এলাঙ্গাবাদ জনসংখ্যার অনুপাতে চতুর্থ–লল্পেী, বারাণসী, কানপুর ও আগ্রা সঙ্গরেব জনসংখ্যা ইচ অপেক্ষ অধিক । জনসংখ্যার হিসাবে ভারত সাম্রাজ্যে_ এক এক