পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা } - ۰ = -- میم ریه حاجیعیحه حماسی - خصصی - হইয়া উঠিত। এই বাগানের মধ্যে এখন সহরের জলের কলের চৌবাচ্চ ও কারখানা করা হইয়াছে। মুসলমান বাদশাহের নিকট হইতে ইংরেজ কোম্পানি যখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির সনদ লাভ করেন তাহার লেখাপড়া এলাহাবাদ জেলার কাড়া মাণিকপুর নামক স্থানে হয় । ১৭৬৫ খৃষ্টাব্দে ইংরাজের ফৌজ প্রথম এলাহাবাদের কেল্লা দখল করে । তার পর ১৮৫৮ খৃষ্টাব্দে সিপাহী বিদ্রোহের পরে ঐ কেল্লার সম্মুখেই ভারতের প্রথম বড় লাট লর্ড ক্যানিং ভারতেশ্বরী ভিক্টোরিয়ার ঘোষণা পাঠ করেন। সেই স্থানটিকে স্মরণীয় করিবার জন্ত সেষ্ট স্থানে মিণ্টে পার্ক নামক উষ্ঠান রচনা হইবে, এবং তাঙ্গার মধ্যে ঘোষণাস্তম্ভের গাত্রে ভিক্টোরিয়া, এডোয়ার্ড ও জর্জ সম্রাটের অনুশাসন উৎকীর্ণ হইবে। ংরাজের এলাহাবাদকে বলেন The City of Gardens. বস্তৃত এখানে যতগুলি সুনার বাগান আছে এমন আর কোনো সহরে নাই । খসরু বাগের কথা বলিয়াছি। মিণ্টে পার্ক নূতন হইবে। ভূতপূৰ্ব্ব ডিউক অফ এডিনবরার ভারত অগামন উপলক্ষে তাহার নামে এলফ্রেড পার্ক তৈরি হয়। ১৩৩ একর জমি জুড়িয়া প্রকাও বাগান । চহার একাংশে সাধারণ পাঠাগার । মধ্যস্থলে প্রয়াগের খ্যাতনামা বাঙ্গালী পরলোকগত নীলকমল মিত্র মহাশয়ের দত্ত একটি ব্যাণ্ডষ্ট্যাও আছে, তাহার সম্মুখে মহারাণী ভিক্টোরিয়ার মৰ্ম্মর মূৰ্ত্তি । এই স্থান শম্পের হরিতাভ ও বিচিত্র ফুলের কেয়ারিতে নয়নানন্দদায়ক । ইকার দক্ষিণে বিস্তৃত ক্রীড়াক্ষেত্র । এলাহাবাদের পশ্চিমে গঙ্গার ধারে ম্যাকফার্সন পার্ক নামক আর একটি উষ্ঠান আছে এবং তাঙ্গর পশ্চাতে একটি বড় হ্রদ ম্যাকফার্সন লেক আছে। সেখানকার দৃপ্তও খুব সুন্দর। এ সব ছাড়া এলাহাবাদের এক একটি বাংলা এক একটি ছোট খাটো উষ্ঠান । শম্পক্ষেত্র ও ফুলে পাতায় চির অভিরাম । মুসলমান সম্রাট হীনবল হইয়া পড়িলে মহারাষ্ট্র জাতি প্রবল হইয় উঠে। বাজিরাও পেশোয় হিন্দুর তিনটি শ্রেষ্ঠ তীর্থ-প্রয়াগ, বারাণসী ও মথুরা মুসলমানের হস্ত প্রয়াগ বা এলাহাবাদ o - ভক্টোরিয়া-মুক্তি, এলাহাবাদ । হইতে উদ্ধার কারবার সঙ্কল্প করেন। মঙ্গরাষ্ট্রগণ বহুবার এলাহাবাদ আক্রমণ করিয়াছিলেন, কিন্তু বাঞ্জিরাওয়ের সঙ্কল্প পূর্ণ হয় নাচ । এলাগবাদে এখনো মহারাষ্ট্র পভাবের অনেক চিহ্ন বর্তমান আছে । দারাগঞ্জে অহল্য বাঈ এর মন্দির ও ভোসলার বাদা, এবং কোঠাপার্চায় পায়জা বাঈ এব মন্দির মহারাষ্ট্র-স্মৃতি বচন করিতেছে । বায়জা বাঈ মহারাজা দৌলত রা ও সিন্ধিয়ার পত্নী। বিধবা অবস্থায় পেন্সন প্রাপ্ত চচয় তিনি অনেক দিন এলাহাবাদে ছিলেন । বাংলার শ্রেষ্ঠ “রত্ন মহাত্মা চৈতন্তদেবের পদধূলি প্রয়াগকে পবিত্রতর করিয়াছিল । চৈতন্তচরিতামৃত গ্রন্থে ইহার উল্লেখ দেখা যায়। এখানেই চৈতন্যদেব দশদিন দশাশ্বমেধ মন্দিরে অবস্থিতি করিয়া শ্রীরূপ গোস্বামীকে ধৰ্ম্ম