পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○や বীহটায় আবিষ্কৃত প্রাচীন নগরের ধ্বংসাবশেষ। তাহার বিচারে সে রাজ্যে দুপয়সা সের তরকারী এবং খাজাও দুপল্পস সের। সেখানে মুড়ি মুড়কির এক দর। হিন্দি কবি হরিশ্চন্দ্রের অন্ধের নগরী নামক প্রহসন অতি স্বন্দর। প্রতিষ্ঠানের রাজার -নিৰ্ব্বদ্ধিতার ভবা পূর্ণ হইলে নগর উণ্টাইরা যায় এবং তখনও যা কিছু বাকি ছিল পুড়িয়া শেষ হয়। দহনার্থক “ঝেীস্না” ক্রিয় হইতে ঝু সি নামের উৎপত্তি । বুলিতে ফকিরের সমাধির কাছে একটি গাছ আছে, তেমন গাছ এদেশে আর দেখা যায় না। এজন্ত সে গাছের প্রবাসী—পৌষ, ১৩১৭ ১০ম ভাগ, ২য় খণ্ড নাম একেলা পেড় । এরূপ গাছ আফ্রিকায় জন্মে ; সেদেশী নাম বেয়োবাব। যমুনার দক্ষিণ পারে কেল্লার সম্মুখেই আরাইল গ্রাম । ইহাও প্রাচীন অলৰ্ক নামক নগরের অবশেষ। এলাহাবাদের নিকটে জব্বলপুর লাইনে জশর ষ্টেসনের ধারে নীহটা গ্রামে খুড়িয়া প্রাচীন এক নগরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হইতেছে। এলাহাবাদের আশে পাশে আরো প্রাচীন কীৰ্ত্তি থাকিতে পারে, তাহারা অনুসন্ধিৎসুর পর্য্যবেক্ষণের অপেক্ষা করিতেছে। এলাহাবাদে হিন্দুদের ধৰ্ম্মমন্দির ভিন্ন, আর্য্যসমাজের উপাসনামন্দির, রাধাস্বামী-সম্প্রদায়ের সৎসঙ্গ, মুসলমানের মসজিদ ও খৃষ্টানের বহু সাম্প্রদায়িক গির্জা আছে। এখানকার মসজিদগুলির কোনোটিষ্ট পশ্চিমের অপর সহরের মসজিদের মতো প্রসিদ্ধ বা সুন্দর নহে। এলাহাবাদ ষ্টেসনে পৌছিবার পূৰ্ব্বে ট্রেণ হইতে ইদগার বিস্তৃত উপাসনাক্ষেত্র দেখা যায় । প্রয়াগে তীর্থযাত্রার পক্ষে মাঘ মাস প্রশস্ত । এই সময় বহু তীর্থযাত্রীর সমাগম হয় বলিয়া যাত্রী সমাগমকে মাঘমেলা বলে । মকর সংক্রান্তি হক্টতে মাঘমেলা আরম্ভ হয়। অনেক তীর্থযাত্রী “সঙ্কল্প” করিয়া সমস্ত মাঘমাস ত্রিবেণীর চড়ায় কুঁড়ে ঘরে বাস করেন। ইহাকে কল্পবাস বলে। মাঘের দারুণ শীতে কুঁড়ে ঘরে নদীর ধারে বাস করা শুধু ধৰ্ম্মবিশ্বাসীদেরই সাধ্যায়ত্ত । এই কৃচ্ছসাধনব্রত পালন করিতে গিয়া অনেকের প্রাণাস্ত অগ্নিদাঙ্গে কুটারপল্লী প্রায়ই ধ্বংস হয় এবং আবার পর বৎসর কল্পবাসীদের ঘটে । অনেকের প্রাণও যায় । যে ভিড় সেই ভিড়ই । মেলার মধ্যে মকর সংক্রান্তি, মাঘী অমাবস্তা ও পূর্ণিমা এবং বসন্ত পঞ্চমী শুভলগ্ন । প্রতি বারো বৎসর অস্তুর কুম্ভমেলা হয়। এবং ছয় বৎসর অন্তর অৰ্দ্ধকুম্ভ হয়। কুম্ভরাশির সময় মেলা হয় বলিয়া ইহার ঐ নাম। কুম্ভমেলায় অসম্ভব জনতা হয় ;