পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" : "air", "চু

  • ته

...} ভৈরবীদের স্নানযাত্রা (১৯০৬ সালের কুম্ভমেলা, এলাহাবাদ । ) ঘণ্টা বাজাইয়া শ্রেণীবদ্ধভাবে ত্রিবেণীতে স্নানযাত্রা করে। সম্পূর্ণ উলঙ্গ নাগা ; স্ত্রী সন্ন্যাসী ভৈরবীদল ; কম্বলবস্ত ; কেীপীনবস্ত ; কতবিধ সন্ন্যাসী। এই সব মেলা আমাদের দেশী কংগ্রেস ; ধৰ্ম্মক্ষেত্রে ভারতের বিভিন্ন প্রদেশ একাত্মতা অনুভব করে । ১৯৬৬ সালে কুম্ভমেলা হইয়া গিয়াছে। চারু বন্দ্যোপাধ্যায় । কখন কুম্ভমেলা, জনতা । সমগ্র ভারতবর্ষের নরনারী ও সকল সম্প্রদায়ের সন্ন্যাসী ( লাইট ৰিরচিত “এ্যানি"র অনুকরণে । ) একত্র হয় । এই জনতায় কত শিশু হারাইয়া যায়, কত দেখেছি তুহোরে ছোট বালিকাটি 總 রমণী চুরি হয়, কত লোক ভিড়ের চাপে পিষিয়া মারা শৈশবক্রীড়া-রত, পড়ে। লক্ষ লক্ষ সন্ন্যাসী ভিন্ন ভিন্ন সাম্প্রদায়িক দলে স্নিগ্ধ যেমন উষার আলোক, বিভক্ত হইয়া ধ্বজ পতাকা উড়াইয়া, তুরী ভেরী শঙ্খ ফুল্ল ফুলেরি মত ।