পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిy: যে লোকট, যার নাম রমণচন্দ্র ঘোষ, বাড়ীর পানে ই করে তাকিয়েছিল—সে ত নয় ?” “কি জানি বাবু। এখন কর্তা মহাশয়ের কাছে খবর ত দিতে হয় ।” “তা দিতে হবে বই কি । বাৰু যদি তোমায় জিজ্ঞাসা করেন কারু উপর তোমার সন্দেহ হয় কি না, তুমি সাফ বলে দিও, হুজুর কাল বৈকালে একজন আধবয়সী লোক, গায়ে হাতকাটা পিরান, গলায় চাদর জড়ানো, বগলে ছাতি, বাগানে দাড়িয়ে একদৃষ্টে বাড়ীর পানে চেয়ে ছিল, নাম জিজ্ঞাসা করলাম, বল্পে রমণচন্দ্র ঘোষ—তারষ্ট উপর আমার সন্দেহ হয়। তা না বল্পে বাবু হয়ত মনে করতে পারেন, তুমিই টাকা থেয়ে গঙ্গামণিকে ছেড়ে দিয়েছ।” মালী বলিল—“আমি হলে তাল ভাঙ্গিব কেন ? চাবি ত, আমারই কাছে ছিল।”—বলিয়া মালী ভাঙ্গ তালাটি দেখাইল । মালীর বুদ্ধি দেখিয়া গদাই মনে মনে হাস্ত করিল। ৰলিল-“ঠিক কথাই ত। আচ্ছা, তা আমি গিয়ে দেখি, বাবু কি করছেন কোথায় আছেন। তারপর তোমায় নিয়ে যাব । একটু নিরিবিলি না হলে ত বলা যাবে না । তুমি এইখানে দাড়াও।” মালী বলিল—“বাবু, গরীবের চাকরিটি থাকবে ত ?” “চাকরি ? এ অবস্থায় চাকরি থাকা শক্ত বটে। আমি বলে কয়ে দেখব । আমি তোমার জন্তে বিশেষ করেই বলব। তুমি এথানে দাড়াও—আমি বাবুর সন্ধান করে আসি।” কিয়ৎক্ষণ পরে গদাই ফিরিয়া আসিয়া বলিল—“এস । এইটে বেশ করে মনে করে রেথ–রমণচন্দ্র ঘোষ, আধবয়সী। লোক, গায়ে হাতকটা পিরান, বগলে ছাতি, গলায় চাদর জড়ানো,—বাড়ী কোথায় জিজ্ঞাসা করতে ভুলে গেছ । ভাঙ্গ তালাটা আর চিঠিখানাও বাবুকে দিয়ে এস।” বৈঠকখানার পাশে একটি ক্ষুদ্র শয়নকক্ষে বাবু ছিলেন। গদাষ্ট মালীকে লইয়া গিয়! সেই ঘরে প্রবেশ করাইয়া দিল । নিজে বৈঠকখানার বাহিরে বসিয়া রছিল। দশ মিনিট পরে মালী বাহির হইয়া আসিল । जिखोज कब्रिज-"कि cरु-कि झल ?” “সৰ কথা বল্লাম।” গদাই প্রবাসী—পৌষ, ১৩১৭ [ >०अ छान, २ग्न थe “বাৰু কি খুব রেগেছেন ?” *আজ্ঞে না। বল্পেন—তুই বেটা ভারি অসাবধান— আচ্ছা এখন যা, পরে যা হয় করব।” “তুমি যাও । প্রসাদ পাওগে । যাতে তোমার চাকরি থাকে, বাবুকে বুঝিয়ে মুঝিয়ে আমি সেই বন্দোবস্ত করছি।” মালী চলিয়া গেল। গদাই তখন গোপীকান্ত বাবুর নিকট গিয়া মস্তক অবনত করিয়া দণ্ডায়মান হইল। তাহাকে দেখিয়াই বাবু বলিলেন—“গদাই দুয়ারটা বন্ধ করে দাও।” গদাই দ্বার বন্ধ করিল। বাবুর পানে চাহিয়া দেখিল, র্তাহার মুখ ভয়ে বিবর্ণ হঠয়া গিয়াছে। বলিলেন—“তোমার কথামত, মালীর স্বমুখে কোনও উৎকণ্ঠার ভাব প্রকাশ করলাম না । কিন্তু আমার মন বড় উতলা হয়েছে। কি করি ?” গদাই বলিল—“আজ্ঞা, উতলা হবার ত কথাই বটে। যদি থানায় যায়, তা হলে সঙ্গীন মোকৰ্দমা হয়ে দাড়াবে। একবারে দায়রার মোকৰ্দমা ।” “থানায় যাবে কি ?” “আজ্ঞে—কারা এর ভিতর আছে-—কারণ তাকে নিয়ে গেল, সেটা না জানতে পারলে বলা শক্ত ।”

  • আমি তা জেনেছি । রমণ ঘোষ আর আমার ভাই ।” “আপনার ভাই ? ছোট বাৰু ? আজ্ঞে, তাও কি সম্ভব হয় ?”

“সম্ভব ছেড়ে নিশ্চয় । গঙ্গামণির ঘরে, মোহিতের নামের এই পোষ্টকার্ডখান মালী কুড়িয়ে পেয়েছে। আর, কাল বৈকালে, মালী দেখেছিল, বাগানে রমণ ঘোষ দাড়িয়ে একদৃষ্টে গঙ্গামণির ঘরের পানে চেয়ে রয়েছে।”—বলিয়া বাবু পোষ্টকার্ডখানি গদাধরের হস্তে দিলেন । , গদাধর সেখানি দেখিয়া, বাবুকে ফিরিয়া দিল । বলিল—“তবে এই মতলবেই রমণ ঘোষ ঘন ঘন ছোট বাবুর কাছে আসত। এখন বোঝা গেল।” বাবু বলিলেন—“নিশ্চয় । আর, কাল এমনি সময় মোহিতও বাক্স বিছান বেঁধে কোথায় চলে গেছে—কাউকে বলেও যায় নি ।” ७क नौब्रद थाकिब्र श्रृंनाहे बणिग-“डाहे श्रद्र कि আর ভাইয়ের হাতে দড়ি দেবে ? খানায় বাবে ?”