পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] তাহার ব্যবসায়ের উন্নতিকল্পে সচেষ্ট হইয়াছে । সকলই ভগবানের লীলা । মানুষের কি সাধ্য আছে যে র্তাহার বিরুদ্ধে হস্তোত্তোলন করে । এইরূপে ইউরোপীয় খটখটির র্তাতগুলি ভারতীয় তাতের অবনতির সঙ্গে সঙ্গে বিশেষ উন্নত হইয়া উঠিল। তাত এইরূপে উন্নত হইবার পূৰ্ব্বে তত্ত্ববায়গণকে হস্ত দ্বারা “মাকু” টানিতে “তানা” স্বতার মধ্য দিয়া “মাকু” ছুড়িয়া ফেলিয়া অপর হস্ত দ্বারা ঠহাকে থামাক্টতে হয় । এই প্রকার কার্য্য বারংবার করিতে হয়। কাপড় বয়ন শেষ না হওয়া পর্য্যন্ত এইরূপে কাৰ্য্য চালাইতে হইবে । এই প্রথা দ্বারা কার্যা স্বচারুরূপে হয় বটে কিন্তু বয়নকার্য্যে অধিক সময় লাগিয়া যায়। ১৭৩৩ সালে জন কে অপেক্ষাকৃত উন্নত উপায়ে এক তাত প্রস্তুত করিলেন । এই তাতের সঙ্গে একটি হাণ্ডেল আছে তদ্বারা তাত পরিচালন করিতে হয়। ঐ হাণ্ডেলের সঙ্গে যদ্বারা মাকু উভয় দিকে পরিচালিত হইতে পারে এমন দুইটি সুত্রের সংযোগ আছে । স্থতার দুইদিকে দুইখানি চৰ্ম্মের সংযোগ থাকায় উহা ইস্পাত নিৰ্ম্মিত “টাকুর” দ্বয়ের মধ্য দিয়া গমনাগমন করিতে পারে। যখন তত্ত্ববায়ু মাকুটি কোন দিকে লক্টতে ইচ্ছা করে তখন উহা সেই দিকে কিঞ্চিৎ টানিলেই হইল। অথবা মাকুর সন্নিকটবৰ্ত্তী স্বত্রটি ধরিয়া আপনার অভাসিত দিকে সামান্ত টানিলেই কাৰ্য্য সম্পন্ন হয়। এই উপায়ে বয়নকার্য্য শাস্ত্র শীঘ্র হইয়া থাকে । তাতার ফলে স্থতাকাটুনীর আর স্থত যোগাইতে পারে না। এইপ্রকারে স্বতার অভাবে কাপড় বয়নাদি বহু সময় বন্ধ রাখিতে হয় । কে সাহেব এই কার্য্যে কৃতকাৰ্য্য কইয়া আর একটি নুতন ব্যবস্থা করিলেন। তিনি র্তাতের উভয় পাশ্বে মাকুর বাক্স প্রস্তুত করিলেন তন্মধ্যে বহু পরিমাণ খানচা থাকিবে। ঐ খানচ উপযুপিরি সজ্জিত করিয়া রাপিতে হইবে। অভিলাষানুযায়ী যত স্থত এবং যে রংয়ের স্থতার আবশুক হইবে তাহ ঐ বাক্সন্ধয় হইতে প্রাপ্ত হওয়া যাইবে । এবং স্থতার অভাবে আর অসুবিধা ভোগ এবং কাৰ্য্যনাশ হইবে না। কাৰ্য্য আরম্ভ করিবার পূৰ্ব্বে স্বতা সংগ্ৰহ করিয়া তবে কাৰ্য্য আরম্ভ করিলেষ্ট হইল। পূৰ্ব্বকথিত খানচায় স্থত। ওটাইয়া উহার একটি ধার বাহির তহঁত । ভারতে খটখটি-ভঁাত্ত Sbr@. করিয়া রাখিতে হয়। স্বতার “সের" মধ্যভাগে লিভারের সঙ্গে যোগ থাকে। বয়নকারীর ইচ্ছানুসারে উচ্ছ উচ্চ বা নিম্ন করিয়া রাখা যায় । উহাতে উদ্ধদিকে সামান্ত দৃষ্টিপাত করিলেই কোন বর্ণের স্থতার আবগুক তাঙ্গ বাতির করিয়া লওয়া যাইতে পারে। মাকু পরিচালনের সমভূমিতে স্থত। রাখিবার ব্যবস্থাও তিনি করিয়াছেন । উষ্ঠা দ্বারা বয়নকারীর ইচ্ছানুসারে স্থত। খুলিয়া আসিয়া মাকু পরিচালনের সহায়তা করিয়া থাকে। র্তাতের উন্নতির সঙ্গে সঙ্গে বয়নকারীর ও বসিবার সুব্যবস্থা হইয়াছে । ইহাতে বেশ স্বক্ষ ধুতি প্রস্তুত হইতেছে। বর্তমান সময়ে প্রাচীনকালের প্রথানুসারে বয়নবন্ত্রে দাগ দেওয়া হইয়া থাকে। পুঞ্চে বঁাশ বা বেত্র দ্বারা চিহ্ন প্রদান করিবার যন্ত্র প্রস্তুত হঠত, এক্ষণে আর সেরূপ হয় না। উহার স্থলে ইস্পাত দ্বারা যন্ত্র প্রস্তুত হইয়াছে। রিডগুলি কলের দ্বারাষ্ট সম্পাদিত হয়। উক্ত এত তাড়াতাড়ি নিম্পন্ন কয় যে প্রতি মিনিটে ৩ হইতে ৪ শত দাগ দেওয়া যাক্টতে পারে। ১৬৬১ খ্ৰীষ্টাব্দে সৰ্ব্ব প্রথম “পাওয়ার-লুম” বা কলের তাত প্রস্তুত হয় । মিঃ দশিক তাতার আবিষ্কারক । উহা তত ভাল হয় নাই বলিয়া ১৬৭৮ খ্ৰীষ্টাব্দে ফরাসী নেী বিভাগের জনৈক কৰ্ম্মচারী অপর একখানি কলের তাত প্রস্তুত করেন। ইহাতে যেরূপ ভাবে কার্য্য নিৰ্ব্বাহ হৃষ্টত তদপেক্ষা আরও সুগম উপায়ে কার্যা সম্পাদনের জন্ত নানা দেশের লোকে নব নব কলের আবিষ্কারকল্পে মস্তিষ্ক পরিচালনে বন্ধপরিকল্প হষ্টল। ১৭৮৫ খ্ৰীষ্টাব্দে ডাক্তার কার্টরাইট একথানি চলনসঙ্গি তাত প্রস্তুত করিলেন । তিনি বিলক্ষণ বহুদশী লোক ছিলেন তজ্জন্ত সাধারণের উপযোগী তাতের ব্যবস্থা করিলেন। কারখানায় যাহাতে র্তাতগুলির প্রচলন কক্টতে পারে সেক্টরূপ ব্যবস্থারও ক্রট হইল না । তাতার অর্থের অভাব ছিল না । সেইজন্ত তিনি এইরূপ করিতে পারিয়াছিলেন । তাছার কতিপয় তত্ত্ববায় বন্ধুর পরামর্শে ১৭৮৫ খ্ৰীষ্টাবো তাহার স্বহস্তনিৰ্ম্মিত র্তাত দেশবাসিগণের নিকট প্রচার করিলেন । তাহাও তত কৃতকার্যতার পরিচয় প্রদান করিল না বলিয়া আবার ১৭৮৬ খ্ৰীষ্টাব্দে তাছার দ্বিতীয় প্রণালীর তাত বাড়ির কষ্টল। ইহাতে পূৰ্ব্বাপেক্ষা আরও কৃতকাৰ্য্যতার লক্ষণ দৃষ্ট হটল। ক্রমশ তিনি “মাকু” বিন সাহায্যে