পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిసి తి সাধারণতঃ লেবুর রস প্রভৃতি অন্নবর্গের দ্বারা শোধিত হয়, পরে মৃদু উত্তাপে অন্ধমু্যায় ভস্মীভূত হঠয় থাকে । শোধনকালে আম্নবর্গের রসের দ্বারা ঐ সকল দ্রব্যের #so into (colouring matter) qārge to ass vērā ņēto Eto (calcium oxidea) ofHess =3 | কপর্দক—“তক্র, আমরুলরস ও জম্বীর রস দ্বারা অথবা অন্তান্ত অল্পদ্রব্য দ্বারা যতক্ষণ পৰ্য্যন্ত পীতবর্ণতা দূর না হইবে, ততক্ষণ পর্য্যন্ত ভাবন দিলে কড়ি শোধিত হইবে।” এইরূপে বর্ণহীন কপৰ্দককে “মুষার মধ্যে পুরিয়া একটি গর্তে তুষ-মধ্যগত করতঃ ঘুটের আগুনে জাল দিবে। ইহাতে কড়ি ভস্ম হইবে” ।* প্রবাল—উঠার মারণ মুক্তাব দ্যায় । বিধ উপায়ও আছে । শঙ্খ—“জম্বীর রসে স্থৰ্য্যতাপে সাতদিন ভাবনা দিয়া ঈষদুষ্ণ জলে ধুইয়া লইণে, উগ শোধিত হয়।" এইরূপে বিশাধিত শঙ্খ অন্ধমূষায় পাক করিলে ভস্মীভূত হয় ৷ + শুক্তি- শঙ্খ, কপর্দকের মত শোধিত ও জারিত झग्न । # মতাস্তরে অত্য রাসায়নিক পরীক্ষা । মুক্তাভষ্মের পরীক্ষা পুৰ্ব্বেষ্ট লেখা হইয়াছে। (১) প্রবালভন্ম। দেখিতে শ্বেতবর্ণ, ঈষৎ লাল আভা আছে । চুণ এবং কেলসিয়াম কাৰ্ব্বনেটের মিশ্রণ। অতি সামান্ত লৌহ আছে । (২) শঙ্খভন্ম। প্রথম নমুনা । দেখিতে ধবধবে সাদা । ডাইলিউট্র হাইড্রোক্লোৱিক cafīG (dilute hydrochloric acid) দিলে সবটা দ্রবীভূত হয় না । ইঙ্গ হইতে বুঝা যায় সমস্ত শঙ্খ ভস্মীভূত হয় নাই। অদ্রবণীয় অংশটুকু ভিন্ন বাকি অংশ কেলসিয়াম্ কাৰ্ব্বনেটু ও চুণের সংমিশ্রণ । দ্বিতীয় নমুনা । দেখিতে ধবধবে সাদা । ইঙ্গাতে অদ্রবণীয় অংশ নাই। কেলসিয়াম কাব্বনেট ও চুণের সংমিশ্রণ। সমস্ত শঙ্খ কপর্দক প্রভৃতি ভস্মীভূত হইল প্রবাসী—পৌষ, ১৩১৭ AMMAMAMMAMMeMeeA MA MMMAMAMMASAM MAMMMAMAMAS AMeeeSASAASAAAS s সেন্ত্রসারসংগ্রহ-৪২ পৃঃ । + রসেন্দ্রসার-সংগ্ৰহ–৪৯ পৃঃ । } রসেক্সসার-সংগ্রহ–৪৮ পূঃ। [ ১০ম ভাগ, ২য় খণ্ড AASAASAASAASAASAA AAAASAAAAMS MAAAASASASS কি না তাঙ্ক পরীক্ষা সহজেক্ট করা যায়—জলমিশ্রিত হাইড্রোক্লোরিক এসিড দিলে গ্যাস বাড়ির তটবে এবং সমস্তটা দ্রবীভূত হইয়া যাইলে । ৩) কপর্দক ভস্ম । SAeAAASAASAASAASAASAAeSAeeSAASAASAAAS দেখিতে শ্বেতবর্ণ, অল্প ময়লাটে । কেলসিয়াম্ কাৰ্ব্বনেট ও চূণের সংমিশ্রণ। স্মরণ রাপিতে হইবে যে এই সকল ভস্ম হয়ত প্রস্তুত কালে চূণে পরিণত হয়, পরে বায়ুব কাৰ্ব্বনিক এসিডের সঙ্গিত সংযুক্ত হইয়া কাৰ্ব্বনেটে পরিণত হয় । কবিরাজ মহাশয়ের কাগজের ' পুরিয়া করিয়া সকল ঔষধ বিক্রয় করেন । এইরূপ পুরিএই সকল ভস্ম থাকিলে সম্পূর্ণরূপে কাৰ্ব্বনেটে পরিণত হইয়। যাইলে । শোধিত তুতে । তুতের বৈজ্ঞানিক নাম কপার সালফেট (copper sulphate)– stria a rf, cîfft | তুতে শোধন করিতে হইলে “সম পরিমাণ বিড়ালের পিষ্ঠ ও পায়রার বিষ্ঠ সঙ্গ তুতে মৰ্দ্দন পূৰ্ব্বক দশাংশ সোহাগ সঙ্গ মিশ্রিত করিয়া মুদ্র পুটে পাক করতঃ পুনরায় চতুর্থাংশ সৈন্ধব ও কিঞ্চিৎ মধু সহ মদন পূৰ্ব্বক পুটপাক করিয়া লইলে উহ বিশোধিত হয় ।” * বিড়ালের “বিষ্ঠা” ও পায়রার “বিষ্ঠা” দ্বারা তুতেকে “শোধিত” করার ব্যবস্থা দেখিয়া পাঠকবর্গ হয়ত কখনও শোধিত তুতে ঔষধরূপে সেবন করিয়াছেন কি না স্মরণ করিতেছেন ও বিষ্ঠা-ভক্ষণ-জনিত প্রায়শ্চিত্ত করিবেন কি না বলিয়া মনে মনে তর্ক করিতেছেন, কিন্তু আমি তাহাদিগকে অভয় দিয়া জানাইতেছি সে তুতে অবিকৃত অবস্থায় সেবন করিলে তাহাদিগকে বমি করিতে করিতে এতক্ষণ “প্রবাসী” পাঠ করা বন্ধ করিতে হইত। তুতে বমিকারক একটি বিষ পদার্থ, অতএব অবিকৃত অবস্থায় বিষের ক্রিয়া করিবে । আমি পরীক্ষার জন্ত দুষ্ট স্থান হইতে শোধিত তুতে আনাষ্টয়াছিলাম। কলিকাতার একজন বিখ্যাত কবিরাজ অবিকৃত তুতে গুড়া করিয়া শোধিত তুতে বলিয়া আমাকে দিয়াছেন । র্তাহার নমুনা ও ছাপা লেবেল আমার নিকট আছে । য়াতে দিনকতক

  • রসেন্দ্রসার-সংগ্রহ–৩৯পূঃ ।