পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ):ՏԵր چه حمام مهر - * ج- *** می মতামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী । ১৩১৭ সাল। ডবল ফুলস্ক্যাপ ষোড়শাংশিত ৪৮ পৃষ্ঠা । মুল্য অজ্ঞাত। সম্মিলনীর নৰ পৰ্য্যায় প্রথম বর্ষ হইতে তৃতীয় ৰব পৰ্য্যস্ত যতগুলি কবিতা পুরস্কৃত ও ‘সম্মানের সহিত উল্লিখিত কষ্টয়াছে, এই পুস্তকে তাহ সমস্তই একত্র প্রকাশিত হইয়াছে। কবিতাগুলির অধিকাংশষ্ট ভাবে-রসে-সৌন্দর্য্যে বিশেষত্ববর্জিত। হিমাদির প্রতি’ ও ‘অভিনন্দন' শীৰ্ষক কবিতা দুইটির প্রায় সৰ্ব্বাঙ্গেই স্থাৰ আঁটা-ঠিক যেন একজোড় ৰিলাতী carpct knight ! উহাদের ‘বৃষস্কন্ধ আবুত ও ‘বাহুবল গুপ্ত রাখিয়৷ সম্পাদক দূরদর্শিতার প্রমাণ দিয়াছেন। ইডেন চিন্‌ষ্ট্রোষ্টেল কবি সন্মিলনীর প্রতিষ্ঠার সাহিত্য চর্চার ষে উর্বর-ক্ষেত্র প্রস্তুত করিয়াছিলেন, তাছ৷ দিন দিন আগাছার পূর্ণ হইতেছে. ইহা বড়ই দুঃখের বিষয় । শ্ৰীমন্ত সওদাগর-ত্রযোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায় প্রণীত । ২৯নং কর্ণওয়ালিস ষ্ট্রট, হরিমোহন লাইব্রেরী কর্তৃক প্রকাশিত। হিতবাদী প্রেসে মুদ্রিত। দুই খণ্ডে সমাপ্ত। ডবল ক্রাউন ষোড়শাংশিত ১৭• + ভূমিকা w• পৃষ্ঠা । মূল্য অনুল্লিখিত। প্রসিদ্ধ কবিকঙ্কণ-চণ্ডীর শ্ৰীমন্ত-চরিত্র-অবলম্বনে এই গ্রন্থ লিখিত হইয়াছে। গ্রন্থকারের ভাষা সরল স্বন্দর, বর্ণনাভঙ্গী চিত্তহারী। আমরা এই পুস্তকের বহুল প্রচার কামনা করি । খাতির-নদারত। লেখকগণের প্রতি নিবেদন প্রবাসীতে র্যাঙ্গারা অনুগ্ৰছ করিয়া রচনা প্রেরণ করেন, তাহাব নিম্নলিপিত কথাগুলি স্মরণ রাথিয়া কাৰ্য্য করিলে বাধিত হৃষ্টব । রিপ্লাষ্ট কার্ড অথবা টিকিট না পাঠাইলে সাধারণতঃ কোনো চিঠির জলাল দেওয়া যায় না । টিকিট ও ঠিকানা দেওয়া থাকিলে অমনোনীত রচনা ফেরত দেওয়া হয় । মনোনীত হইলে লেখককে সংবাদ দেওয়া হয়। রচনা কেন অমনোনীত হইল, তৎসম্বন্ধে সম্পাদক কোনো উত্তর দিতে অসমর্থ। রচনা মনোনীত না হইলে ফেরত চাই কি না, তাহ রচনা পাঠাইবার সময়ই লিখিতে হুইবে ; নতুবা অমনোনীত রচনা ছিড়িয়া ফেলা হয়। রচনা পৌছা সম্বন্ধে আমরা দায়ী নহি । কোনো লেখা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ছাপিতে সম্পাদক অঙ্গীকার করিড়ে অসমথ। প্রবাসী—পৌষ, ১৩১৭ ১০ম ভাগ, ২য় খণ্ড কোনো রচনা প্রবাসীতে পাঠাইয়া তাহার সম্বন্ধে সম্পাদকীয় অভিমত না জানা পর্য্যন্ত লেখক সে প্রবন্ধ যেন অন্ত কোনো পত্রিকায় না দেন। রচনা অমনোনীত হষ্টলে লেখক সে রচনা যথেচ্ছ প্রেরণ করিতে পারেন। কিন্তু মনোনীত রচনা প্রকাশ করিতে বিলম্ব হওয়ার জন্য প্রবাসীকে না জানাষ্টয়া সেই রচনা অন্ত পত্রিকায় প্রেরণ করা লেখকের পক্ষে ভদ্ররীতি-সঙ্গত কাৰ্য্য নহে। বিলম্বে অধৈর্য্য হইলে লেখক প্রবাসীতে প্রেরিত ' রচনা ফেরত লক্টতে পারেন, অথবা পত্র লিথিয়া ঐ রচনা প্রকাশ করিতে বারণ কবিতে পারেন । এরূপ না করিলে অনেক সময় একই রচনা দুষ্ট পত্রিকায় প্রকাশিত হয় ; ইহা পত্রিকা ও লেখক উভয়েরই লজ্জার কারণ, এবং লেখকের ভদ্ররীতির উল্লঙ্ঘন । রচনা কাগজের এক পৃষ্ঠায়, যথেষ্ট মার্জিন রাখিয়া লিখিলে মুবিধা হয়। নাম ও অপ্রচলিত শব্দ খুব স্পষ্ট করিয়া লেখা উচিত, কারণ অন্ত শব্দের দ্যায় উক্তাদের স্বরূপ উদ্ধার করা সহজ নয়। - প্রবাসী-সম্পাদক । গিরিডি উচ্চশ্রেণীবলিক-বিদ্যালয় কোন স্বাস্থ্যকর স্থানে বালিকাদের উচ্চ শিক্ষার উপযোগী বিদ্যালয়ের অভাব অনেকেই দীর্ঘকাল হইতে অনুভব করিতেছেন। বড় বড় সহরে বালিকাদের যে কয়েকটা বোর্ডিং স্কুল আছে, তাহাতে বালিকাদের স্বাস্থ্যের অবনতি হইতেছে সকলেই লক্ষ্য করিতেছেন। গিরিডির মত স্বাস্থ্যকর স্থানে বালিকার থাকিলে মুক্ত বায়ু সেবন করিয়া এবং স্বাস্থ্যকর অকৃত্রিম খাদ্য পাইয়া শরীর সুস্থ ও সবল রাখিতে পারিবে এবং সেই সঙ্গে উচ্চশিক্ষাও প্রাপ্ত হুইবে । এজন্য স্থিরীকৃত হইয়াছে যে আগামী ১৯১১ সালের । জানুয়ারী মাসে গিরিডিতে বালিকাদের জন্ত একটী উচ্চশ্রেণীর বালিকা-বিদ্যালয় প্রতিষ্ঠিত হইবে এবং স্থানান্তর হইতে যে সমুদায় বালিকা আসিবে তাহাদের জন্ত একটী ছাত্রী-আবাস খোলা হইবে। এই বিদ্যালয়ে প্রথম চারি শ্রেণী থাকিবে ; নিম্ন শ্রেণীগুলি থাকিবে না। সচ্চরিত্র উপযুক্ত শিক্ষকগণের হস্তে শিক্ষার ভার দেওয়া হইবে এবং