পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত সংখ্যা ) একজন উপযুক্ত মহিলা ছাত্রী-আবাসে থাকিয়! বালিকাদের তত্ত্বাবধান করিবেন। অভিভালকগণের ইচ্ছানুসারে বালিকাদিগকে ম্যাটি কিউলেসন পরীক্ষার জন্ত প্রস্তুত করা হইবে। এবং যে সমুদয় বালিক: পরীক্ষার জন্য প্রস্তুত না হইয়া বালিকাদেব উপযোগী ভাষাশিক্ষণ ও অন্যান্ত শিক্ষা প্রাপ্ত তহঁতে ইচ্ছা করিলে তাঙ্গাদিগের জন্ত সেইরূপ শিক্ষার ব্যবস্থা করা হইবে । ছাত্ৰী-আবাসে যে বালিকার থাকিবে তাহাদের প্রত্যেকের নিকট মাসিক ( সাড়ে দশ টাকা ) লওয়া হইবে। ভৰ্ত্তি হইবার ফি ৫ (পাঁচ টাকা )। যে বালিকার ছাত্রী-আবাসে থাকিবে না তাহীদের প্রত্যেকের স্কুলের বেতন ৩ ও ভর্তি হইবার ফি ২\ লাগিবে । সম্প্রতি কাৰ্য্যারম্ভের জন্ত নিম্নলিখিত মহোদয়গণকে লষ্টয়া অস্থায়ীভাবে একটী কমিটি গঠিত শুষ্টয়াছে :– শ্ৰীযুক্ত S oilo বাবু তিনকড়ি বসু রামলীল বন্দ্যোপাধ্যায় শশিভূষণ বস্থ ভি, রায় 25 לע px לע 23. ডাক্তণর Iম ডি, এন, মল্লিক রজনীকান্ত নিয়োগী আদিনাথ চট্টোপাধ্যায় বামনদাস মজুমদার যোগেন্দ্রনাথ সরকার sp . কুষ্ণ প্রসাদ বসাক বিদ্যালয় প্রতিষ্ঠিত হইলে স্থানীয় উপযুক্ত শ্রদ্ধেয় ব্যক্তিদিগকে লষ্টয়া একটা স্থায়ী কমিটি গঠিত হইলে । যে সমুদয় পিতামাতা ও অভিভাবকগণ র্তাহাদের বালিকাদিগকে প্রস্তাবিত বোর্ডিং স্কুলে প্রেরণ করিতে ইচ্ছা করেন তাহারা অনুগ্রহ পূৰ্ব্বক নিম্নলিখিত ফারমে আপনাদের অভিমত জানাইবেন । ১ লা ডিসেম্বর ১৯১• । } শ্ৰীযুক্ত পাবু 3 35 22 33 শ্ৰীতিনকড়ি বস্ত্র, গিরিডি । সভাপতি । শ্রীরামলাল বন্দ্যোপাধ্যায় । ! সম্পাদক । শ্ৰীকৃষ্ণপ্রসাদ বসাক। নর-নারায়ণ రిసిసి শ্ৰীযুক্ত গিরিডি উচ্চশ্রেণী বালিকা-বিদ্যালয়ের সম্পাদক মহাশয়গণ সমীপেযু। সবিনয় নিবেদন, আমার নিম্নলিখিত কল্প বা আত্মীয়াকে আপনাদের ছাত্রী-আবাসে পাঠাইতে মনস্থ করিয়াছি। ছাত্রী আবাস কোন তারিখে খোলা হইবে জানাইলেই আমি ইহাকে গিরিডি পাঠাইলার ব্যবস্থা করিব। ইতি নাম শ্রেণী বশম্বদ নাম শ্ৰী ধাম তারিখ নর-নারায়ণ ভারতের ধৰ্ম্ম প্রাণ সমাজ শরীরে পাপ যবে প্রবেশিল ধীরে অগোচরে আপন অমিত তেজে কলিবারে স্নান কতশত বরষের সাধন সম্মান--- সে প্রদীপ্ত প্রতিমার পুণ্য জ্যোতি-শিখা, বৰেণ্য বিধাতৃদত্ত রাজহস্তটীকা ;--- যবে দৃপ্ত স্বার্থবৃদ্ধি ব্রাহ্মণকুমার আপন অখণ্ড শক্তি করিতে প্রচার ভারতের রাজাসন করিল ওঙ্গেণ দেবতার পুণ্য নামে—উঠিলে তপন হে যুগল কৰ্ম্মবীর, ভারত-গগনে প্রখর রক্তিম রাগে,—মেঘ-আবরণে আপন কিরণপাতে ছিন্ন করি দিতে । দ্যায় ধৰ্ম্ম সত্য জ্ঞানে দেখালে জগতে অমৃতের পুত্র মোরা—সম অধিকারী এ নিখিল বিশ্বমাঝে ; কেন তবে ফিরি জাগ্রত বিবেক-কণ্ঠ রুদ্ধ করিবারে অসত্যের উদ্বোধনে ? আজ দেখি দূবে কল্পনায় ঋষিমূৰ্ত্তি ; শুনি সিংহনাদ ভেঙ্গে দিতে ভারতের জড় অবসাদ, তুচ্ছ আত্ম-অবিশ্বাস, পরনির্ভরতা । হে অতীত ! আন তুমি সে শুভ বারত যেদিন এ উদ্ভাসিত নীলাকাশতলে কি অনিন্য গৌরকাস্তি উঠেছিল জলে