পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 >。 এবং ইহার সকল স্থান কষ্টতেই কয়লা উঠান হইতেছে। ভারতের ৩৫ হাজার বর্গ মাইল কয়লার জমির মধ্যে কেবল কয়েক হাজার মাষ্টল কষ্টতে তাজ কাল কমলা তোলা হইতেছে । অবশিষ্ট জমি হইতে যে কথনে কয়লা উঠানো হইবে তাহার সম্ভাবনা নাই । স্তর ভূগর্ভের অতি গভীর প্রদেশে অবস্থিত। কাজেই বহুব্যয়ে মাটি পাথর কাটিয়া কয়লা উদ্ধার করিতে গেলে, খরচে পোষায় না । * ঝেরিয়া ও রাণীগঞ্জ প্রভৃতি স্তানের কয়লা নিঃশেষে উঠিয়া গেলে, দেশের কলকারখানার খোরাক যে কোথা হষ্টতে সংগ্ৰহ করা হইবে, তাহা একটা চিন্তার বিষয় হইয়া দাড়াইয়াছে । কাঠও প্রচুর জন্মায় । কয়লা উঠাইবার ব্যয় অপেক্ষা কাষ্ঠ সংগ্রহের খরচ অল্প দেখিয়া কিছু দিন পূৰ্ব্বেও আমেরিকার রেলের ইন্‌জিন এবং কারখানাৰ চুলোতে কাঠষ্ট পোড়ানো হক্টত । আমাদের ভারতবর্ষেও এককালে খুব বড় বড় জঙ্গল ছিল । একে একে সেগুলিও লোপ পাইয়াছে। সুতরাং কোন কালে কাঠ যে কয়লার স্থান অধিকার করিতে পারিবে, তাহারও সম্ভাবনা নাই । শ্রীজগদানন্দ রায় । এ সকল জমিতে কয়লার আমেরিকায় প্রচুর কয়লা পাওয়া যায়, পুষ্পসার পুষ্পসার বাতির করা একটী মিশ্র শিল্প । পুষ্পের ক্ষীণত্ব, গন্ধের দুৰ্ব্বলতা, স্ফুটনের দ্রুততা ও সার পাইবার জন্য অত্যধিক পুষ্পের আবশুকতাই এই শিল্পের কাঠিন্তের বিষয় প্রমাণ করিয়া থাকে। একই গাছের পুষ্পে ফুটবার সময় অনুযায়ী গন্ধের পরিবর্তন হষ্টয়া থাকে ; গরম বাতাস ও অত্যধিক আলো ক্ষণিকের জন্ত গন্ধের প্রখরতা বৃদ্ধি করিয়া দেয়, এবং ইহাদের প্রভাব অধিককাল স্থায়ী হইলে, গন্ধ একেবারে বন্ধ করিয়া ফেলে । প্রখর সুর্য্যতাপে চল্পিত পুষ্প অত্যর মাত্রায় গন্ধ দান করিয়া থাকে, প্রত্যুষে চল্পিত পুষ্প অধিক মাত্রায় গন্ধ দেয়। নিম্ন ও শুষ্ক ভূমি অপেক্ষা উচ্চ ও আর্দ্র ভূমিতে ইহার গন্ধ অতি স্বমিষ্ট হইয়া থাকে। প্রবাসী—মাঘ, ১৩১৭ [ ১০ম ভাগ, ২য় খণ্ড এই সমস্ত কারণে পুষ্পলার প্রস্তুত একটা মিশ্র শিল্পের অন্তর্গত ; অনেক প্রস্তুতকারকের অরদর্শিতা ও নিৰ্ব্বন্ধিতার জন্য অনেক গন্ধ নষ্ট হইয় থাকে, উপযুক্ত সময়ে চয়িত ও উপযুক্ত স্থানে রোপিত পুষ্প হইতে অনেক গন্ধ পাওয়া যায়। বহুদৰ্শিতার অভাবে অনেক সময় পুষ্পচয়নের সময় স্থির করিতে পারে না, এই জন্তও অনেক গন্ধের লোকসান হয় । ফ্রাসের Maritime Alpsষ্ট পৃথিবীর পুষ্পের বাগান, এই স্থানের পুষ্পষ্ট ফরাসী স্বগন্ধকে অবিবাদী শ্রেষ্ঠত্ব প্রদান করিয়াছে, এবং এই স্থানকে সমস্ত বিদেশীয় পুষ্পসারের গোলাঘর বলিলেও অত্যুক্তি হয় না। পৃথিবীন্থ পুষ্পের কেন্দ্রভূমির সুন্দর গ্রাম ও নগর কয়েক শতাব্দী যাবৎ এই আমোদজনক ও মন-প্রফুল্লকারী বাণিজ্যের জষ্ঠ শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হইয়াছে। পুষ্পচয়নকারী স্ত্রীলোক এবং বালক বালিকাগণ অতি প্রত্যুষে স্বর্য্যোদয়ের পূৰ্ব্বে, ফুল গাছের উপর নত হইয়া পড়ে এবং তাহাদের মিশ্র সঙ্গীতধ্বনি দ্বারা উত্তেজিত হইয়া, প্রফুল্লমনে পুষ্পচয়ন করিতে থাকে। ঝড় বৃষ্টির আশঙ্কা থাকিলে কখনও কখনও তাহাদিগকে শিঙ্গাধ্বনির দ্বারা রাত্রিতেও পুষ্পচয়নের জন্য আহবান করা হইয়া থাকে। অনেক স্থানে পুষ্পচয়নের কাৰ্য্য ইটালিয়ানদের দ্বারা সম্পাদিত হয়, কারণ দেশস্থ লোক যথেষ্ট পাওয়া যায় না, প্রায় সমস্ত খন্দের সময় এই সমস্ত ঠিক মজুর ভাড়া করিতে হয়। চল্পিত পুষ্প ছালায় ভরিয়া গর্দভপৃষ্ঠে কারখানায় আন হইয়া থাকে, সেখানে ইহা বাছনী স্ত্রীলোকদের নিকট দেওয়া হয় ; এবং তাহারা ফুলগুলি বাছিয়া পাকা গৃহের ঠাণ্ড মেঝের উপর রাখে। সেখান হইতে প্রস্তুতকারক এইগুলিকে সার বাহির করিবার জন্ত লইয়া যায়। প্রস্তুত করিবার বিবিধ প্রণালী বর্ণনা করিবার প্রয়াস পাইবার পূৰ্ব্বে, পুষ্পের গন্ধ কোথায় অবস্থান করে, এবং কোন কোন অবস্থায় মুক্ত হইয়া থাকে তাহ বলিবার প্রয়াস করা বোধহয় অসঙ্গত হইবে না । গন্ধতৈল পাপড়ির উপরিভাগস্থ কোষে (cells), বাঙ্ক অংশে, প্রধান প্রধান গ্রন্থিতে (gland) এবং ঐ যন্ত্রস্থ (organ)