পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89e SAASA SAAAAS AAASASAAAAASA SAASAASSAAAAAAeeeeSAAAAAAAS কেন বাটির অভিপ্রায় তাহাদের বিবাহ না হয় ? কেন, কেন ? কি তাহার স্বাৰ্থ ? কি তাঙ্গার উদ্দেশ্য ? সে কে ? তাটতো সে কে ? ইভা যেন স্বপ্ন ভাঙিয়া জাগিয়া উঠিয় জিজ্ঞাসা করিলেন —"ফ্র্যাঙ্ক ! কে সে ? বাটি কে ? কেন তার কোনো পরিচয় আমার কাছে তুমি বল না ?” ফ্র্যাঙ্ক থতমত খাষ্টয়া গেলেন । একটা অনুশোচনা তাহার বুকে বিধিতে লাগিল। কেন তিনি ইভার কাছে বাটির পরিচয় দেন নাই—কেন তিনি বলেন নাই সে কপর্দকহীন পথের ভিক্ষুক—তাতারই অল্পে পালিত । “র্তাহারই অন্নে পালিত !” তাই তো হঠাৎ তাহার মনের উপর দিয়া সত্যের একটা আভাস বিদ্যুৎগতিতে থেলিয়া গেল । তিনি বলিলেন—“ষ্টভা ! আমি চলুম—বার্টির কাছে।” “বার্টির কাছে ?” ষ্টভ চীৎকার করিয়া বলিয়া উঠিলেন—“বাটির কাছে ? সে কি এখানে ?” “ặt t” “সে এখানে ! তা তো আমি জানতুম না। আমি ভেবেছিলুম সে বুঝি নেই—সে এখন বহু দূরে—হয় ত সে মৃত ! হা ভগবান ! সে এখানে ! ফ্র্যাঙ্ক ! যেয়োন— আমি মিনতি করি তুমি তার কাছে আর যেয়োনা, যেয়োন * —“কিন্তু তাকে সব কথা একবার জিজ্ঞাসা করতে হবে ত !”

  • না—না—ফ্র্যাঙ্ক যেয়োনা । আমার বড় ভয় করে তাকে—তার কাছে তুমি যেয়ে না।”

ফ্র্যাঙ্ক কিছু বলিলেন না, তাহার দিকে শুধু সপ্রেম নয়নে একবার চাহিলেন—সে চাহনিতে কত আশ্বাস । তারপর ফ্র্যাঙ্ক বলিলেন--”ইভ, কোনো ভয় নেই— স্থির হও । তাকে আমায় সব কথা জিজ্ঞাসা করতেই হবে। কিছু ভেবো না—আমি রাগব না—শান্ত থাকব ।” ---“রাগবে না ? পারবে শাস্ত থাকতে ? না, না। যেয়ে না ।” g “আমি তোমায় বলচি ইভা —রাগবে না। কোনো ভয় নেই। সন্ধ্যার সময় আবার তোমার সঙ্গে দেখা হবে।” বলিয়া ফ্র্যাঙ্ক ইভাকে বাহপাশে আবদ্ধ করি?লন । প্রবাসী—মাঘ, ১৩১৭ .............---عم...----۔ ۔۔۔۔ [*** ভাগ, ২য় খণ্ড SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS —“ইভ ! তবে তুমি আমার ?” ইভা চক্ষু নত করিয়া বলিলেন—“হা, আমি তোমারই । ফ্রাঙ্ক চলিয়া গেলেন। ইভা একলা বসিয়া রছিলেন। একটা ভীষণ আতঙ্গ তাঙ্গাকে আচ্ছন্ন করিয়া ফেলিতে লাগিল । মনে হইল চারিদিক হইতে যেন একটা বিপদ ঘনাইয়া আসিতেছে । তাহার অত্যন্ত ভয় করিতে লাগিল—র্তাহার নিজের জন্ত তার চেয়ে বেশি ফ্র্যাঙ্কের জন্য ভাবন হইতে লাগিল । ' কি করেন খুজিয়া পাইলেন না, অস্থির হইয়া উঠিলেন । এমন সময় দূরে পিতার পদশক শোনা গেল, এ অবস্থায় বাপের সঙ্গে দেখা হইলে বিপদ ! ইভ তাড়াতাড়ি একটা বড় কোর্তা উঠাষ্টয়া লষ্টয়া বাড়ির বাহির হইয়া পড়িলেন । তথন অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে ! ( ক্রমশঃ ) শ্রমণিলাল গঙ্গোপাধ্যায় । இ. মণি ( একটি শিশুর প্রতি ) Y হে সুন্দর । বল বল, কোন স্বপ্ন-লোকে, নাগিনী-অলকে, ' হাসিয়া উজ্জ্বল ছাপি, ছড়ায়ে চঞ্জিকারাশি, ছিলি তোর নিজেরি ঝলকে ? কোন নীল অম্বরেতে, নীহারিকা-ঝালরেতে, ছিল তুই লগ্ন ? উজলিয়া বিভাবরী, সারা বিশ্ব আলো করি’, আপন আনন্দে আহ। আপনি নিমগ্ন ! কোন নব অলকাতে, বাসস্তী উষাতে, ফুটেছিলি তারারত্ব ! ভুবন ভুলাতে ? ૨ তোরে হেরি’, একি হেরি ? রঙ্গিনী পাৰ্ব্বতী, বাসন্তভূষণা ! অঙ্গে অঙ্গে ফুল ফোটে, অলি ঝঙ্কারিয়া ছোটে, লীলাময়ী, ললিতগমন ।