পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা] জিনি রক্ত পদ্মরাগ, তমুতে অশোক-রাগ, যায় গিরিকল্প,— মুন্দরীর পদম্পর্শে, র্কাপিয়া রাঙিয়া হর্ষে, গিরি-অশোকের শাখা হইল সুধন্ত ! জিনি সেই পদ্মরাগ, জিনি সে অশোক, রে সুন্দর ! তোর ওই রঙ্গিন আলোক ! 9 হেরি ও চিকণ হাসি, অনিন্দ্য বদন, ওরে মনোহর । ভেদি এ পাষাণ প্রাণ, ঝঙ্কারি ললিত তান, ছুটে মোর কবিতা-নিঝর ! দিব্য নেত্রে হেরি আমি, মোহিতে দিল্লির স্বামী, সাজিছে সুন্দরী ! মুকুরে হেরিয়া মুখ, পাইল অপূৰ্ব্ব মুখ ; জল জল কোহিমুরে ভূষিল কবরী ! মুরজাহানের সেই কোহিমুর মণি জিনি তুই, ওরে মণি । লাবণ্যের খনি ! 8 তোরে হেরি রে সুন্দর । আমার এ প্রাণে বহিল মলয় ! চিম ঋতু অবসান, কোকিল ধরিল গান ; আকালিক বসন্ত উদয় ! হেরিতেছি—দুঃখী যক্ষ, পেয়েছে প্রিয়ার বক্ষ, ফিরিয়া চরষে । জায়াপতি কুতূহলে, হের দেখ গলে গলে ! চঞ্জকান্তমণি গলে চন্দ্রিকা-পরশে ! অলকার জল জল চন্দ্রকান্ত মণি জিনি তুই, ওরে মণি, লাবণ্যের খনি ! 6t কি যাদ্ধ জানিস জাদু ? রে পরশমণি, ও তোর পরশে, হীনকাস্তি লৌহনিভা, ধরিল কাঞ্চন-বিভা, ভাবপন্ন মানস-সরসে ! কোন অজানিত টানে টানিলি আমার প্রাণে, अब्रक्रास्त्र भनि ? ইক্ষুচাষ 8 ○> ঘুচিল কলুষজর, ব্যাধিহীন এ অন্তর, স্পর্শে তোর, ওরে মোর চারু চিন্তামণি ! মুমুঘু কবিতা ছিল নয়ন মুদিয়া : স্পর্শে তোর হর্ষে ধনী উঠিল বসিয়া ! $9 কোন সে বৈকুণ্ঠে ছিলি, বিষ্ণুর উরসে কৌস্তুভ রতন ? তোরে পেয়ে, ওরে মণি, পাইল নয়নমণি আমার এ আঁধার নয়ন ! একি আলোকের বন্ত ! চারিধারে চুনি, পাল্লা হীরক মোহন ! ঘুচিল, ঘুচিল ত্রাস, টুটিল মায়ার ফাস, একি ! একি ! একি ছেরি অপূৰ্ব্ব দর্শন ! প্রাণ-বৃন্দাবনে আহ। হালিছে দুলাল, নীলকান্ত মণি মোর —ননীচের লাল! হুসঙ্গাবাদ । শ্ৰীদেবেন্দ্রনাথ সেন। ইক্ষুচাষ ইক্ষুর জন্ম ভারতে হইলেও, পৃথিবীর সর্বত্রই এখন ইক্ষুর চাষ হইতেছে। বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কৃষিপদ্ধতির উন্নতির ফলে, বিদেশী চিনি সুলভতায় ভারতীয় চিনিকে পরাস্ত করিয়াছে। সুতরাং ভারতের বহু অর্থ বিদেশে চলিয়া যাইতেছে। সম্প্রতি গভমেণ্ট ও নীলকরগণ ইক্ষুচাষের প্রতি মনোযোগ দেওয়ায় ভারতে বিদেশী চিনির আমদানী কিছু কমিয়াছে বটে কিন্তু বিদেশী চিনিকে পরাভূত করিতে ভারতীয় চিনির এখনও বহু বিলম্ব আছে। ইক্ষু ও দুৰ্ব্ব প্রভৃতি তৃণ এক বংশীয়। অনেকে বলেন ইক্ষুর জন্মস্থান ভারতবর্ষ। কিন্তু এ সম্বন্ধে মতভেদ আছে। কেহ চীন, কেহ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ, ইহার জন্মস্থান নির্ণয় করিয়াছেন । পৃথিবীর যে সমস্ত প্রদেশে সম্বৎসরে গড়পড়তা ৬৫ ডিগ্রি হইতে ৮৬ ডিগ্রি পর্য্যন্ত উত্তাপ তাপমান যন্ত্রে দেখা যায়, সে সমস্ত দেশে ইক্ষুচাষ হইতে পারে। সমুদ্রবায়ু ইক্ষুচাষের অনুকূল ; এজন্যই ববৰীপ মরিসিয়স প্রভৃতি দ্বীপসমূহের ইক্ষু অতি উৎকৃষ্ট ।