পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্য। ] দুর্ঘটনা [ গল্প ] ( S. Kerval এর ফরাসী হইতে ) Ş উত্তরাধিকারস্বত্রে কতকগুলা “শেয়ারের’ কাগজ আমার হাতে আসিয়া পড়িল । আমি লক্ষপতি হইলাম । লক্ষপতির চালে চলিতে লাগিলাম । কিন্তু এই ধন ঐশ্বৰ্য্য মায়া-মরীচিকার দ্যায় অল্পদিনের মধ্যেই তিরোহিত হইল--- যখন আমার ২৩ বৎসর বয়স, তখন আমার সমস্ত ধন নিঃশেষ হইয়া গিয়াছে—হাতে একটি পয়সা নাই। যত রকম উপায় হইতে পারে, যত রকম ফন্দি হইতে পারে, সব একে একে চেষ্টা করিয়া দেখিলাম, কিছুতেই কিছু হইল না । এখন আমি একেবারে নিঃসম্বল । এখন একটা অসমসাহসিক কাজ, একটা নিতান্ত কঠোর কাজ না করিলে আর চলিতেছে না ঃ —প্যারিস আমার বিলাসের লীলাস্থলী, আমার ক্রীড়া কৌতুকের রঙ্গভূমি—সেই প্যারিস নগরী হইতে আত্মনিৰ্ব্বাসিত হইয়া, একটা সামান্ত জীবিকার উদ্দেশে, এমন একটা অপরিচিত লক্ষ্মীছাড়া দেশে গেলাম যেখানকার খবরাখবর কেহ বড় রাখে না । আবার যদি কখন অদৃষ্ট স্বপ্রসন্ন হয়, তখন আবার প্যারিসের আমোদ আহলাদের মধ্যে ফিরিয়া আসিব । এই আশা-ভরে কোন প্রকারে কাল কাটাইতে লাগিলাম । সেই অপরিচিত দেশটি এসিয়া-মাইনর। সেইখানে একটা রেলগাড়ীর কোম্পানী, নূতন রেল বসাইবার উদ্যোগ করিতেছে। তাহাদেরই অধীনে একটা সামান্ত কাজে নিযুক্ত হইলাম। এসিয়া-মাইনরে, অ্যাঙ্গোর বলিয়া একটা স্থান আছে, সেইখানে আমার শিক্ষানবীসি কাজ আরম্ভ হইল । এই অ্যাঙ্গোর, রোমশ আঙ্গোরা'-বিড়ালের জন্ত প্রসিদ্ধ। এইখানে ছুইটী লোকের সঙ্গে আমার পরিচয় হইল । স্বামী স্ত্রী। দুই জনই খুব ভদ্র। জাতিতে গ্ৰীকৃ। ইহঁাদের বেশ স্বচ্ছল অবস্থা। স্ত্রীর বয়স ৪০ বৎসর ; স্বামীর বয়স পঞ্চাশের কাছাকাছি ; ইহার একদিন বসন্তের হইতে পলায়ন করিতে হইবে । দুর্ঘটনা 886. অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে ষ্টেশান পর্য্যন্ত আসিয়াছিলেন , - । আমি কি তাদের কোন মিষ্ট বাক্য বলিয়াছিলাম ? আমি কি আমাদের বাগানের মল্লিকাকুঞ্জে বিশ্রাম করিবার জন্য র্তাহাদিগকে আহবান করিয়াছিলাম ?...আমার মুখখানি ইহঁাদের কি ভাল লাগিয়াছিল ?—ইতিপূৰ্ব্বে কত লোকের ত ভাল লাগে নাই জানি - কিছুষ্ট ত বুঝিতে পারিতেছি না...কি জানি কি জন্ত আমি ইহঁাদের নেকৃনজরে পড়িয়া গিয়াছি, ইহঁার আমার প্রতি সামুভূতি প্রকাশ করেন, খুব যত্ন করেন, যাতে আমার ভাল হয় তার জন্ত সৰ্ব্বতোভালে চেষ্টা করেন । আমি যে তিন মাস অ্যাঙ্গোরায় ছিলাম---প্রতিদিন প্রাতে ইহার আমাকে ডিম, টাটুক মাখন, ভাল-ভাল পার্থী পাঠাইয়া দিতেন...আর, সায়াহ্লে, অবসর পাইলে, প্রায়ই ষ্টেশানে আসিয়া আমাকে জোর করিয়া তাহাদের গৃহে লইয়া যাইতেন এবং আমাকে আমোদ দিবার জন্য ঘরের সমস্ত জিনিসপত্র ওলট পালট্‌ করিয়া ফেলিতেন। ইহঁারা দুজনেই আঙ্গোরার লোক, এসিয়া-মাষ্টনরের বাহিরে কখন যান নাই, জীবনে রেলগাড়ীতে কখন চড়েন নাই...ইহঁার এই ষ্টেশানের আশপাশে কখন কখন বেড়ইতে আসেন এই মাত্র—ইহা অপেক্ষ দূরে আর কোথাও যান নাই । 驗 - বড় একটা বাড়ীর বাহির হন না, আপনাদের ঘরকল্প লষ্টয়াই থাকেন, দুষ্ট লোকের সংস্রবে—স্বার্থপর ধূৰ্ত্ত লোকের সংস্রবে কথন আসেন নাই, এই জন্যই বোধ হয় ইহঁাদের এইরূপ সরল অন্তঃকরণ• • • । ইহঁাদের একটি মাত্র সস্তান ; ১৬ বৎসরের একটি বালক , ছিপছিপে লম্বা, পাতল, স্বত্র, নিরীহ শাস্ত, তরল স্বচ্ছ নীল চোখৃ. । এই পুত্ৰটিষ্ট তাহাদের দিগন্ত-সীমা, তাহাদের মুখ সৰ্ব্বস্ব, র্তাহাদের প্রাণ, র্তাহাদের প্রাণাধিক ! একদিন তাহারা একটা গোপনীয় কথা—র্তাহাদের মস্ত একটা গোপনীয় কথা-বিশ্বস্তভাবে আমাকে বলিলেন ! পুত্রটি রেলের কোন কাজে ভৰ্ত্তি হয় ইহাই তাছাদের ঐকাত্তিক ইচ্ছা ।