পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ASAAAAS AAASASAMeAASAAASAAASAAA SAS AA SAAAAA সঙ্গেও তার আনন্দ সাড়া দিচ্চে, তরুলতার সঙ্গেও তার আনন্দ মৰ্ম্মরিত হয়ে উঠচে, পশু পক্ষীর সঙ্গেও তার আনন্দের স্বর মিলচে, মানুষের মধ্যেও তার আনন্দ কোনো জায়গায় প্রতিহত হচ্চে না ; সকল জাতির মধ্যে, সকত্বে সেবার মধ্যে, সকল জ্ঞানে সকল ধৰ্ম্মে তার উদার আত্মবিস্তৃত আনন্দ, হুর্য্যের সহস্র কিরণের মত অনায়াসে পরিব্যাপ্ত হয়ে পড়চে । সৰ্ব্বত্রই সে জাগ্ৰত, সে সচেতন, সে উন্মুখ ; প্রস্তুত তার দেহ মন, উন্মুক্ত তার দ্বার বাতায়ন, উচ্ছসিত তার আহবানধ্বনি। সে সকলের, এবং সেই বিশ্বরাজপথ দিয়েই সে তার যিনি সকলেরই। হে অমৃত আনন্দময়, আমার এই ক্ষুদ্র আমিটুকুর মধ্যে তোমার অনন্ত অমৃত আননারূপ দেখবার জন্তে অপেক্ষা করে আছি । কতকাল ধরে যে, তা আমি নিজেও জানিনে, কিন্তু অপেক্ষা করে আছি। যত দিন নিজেকে ক্ষুদ্র বলে জান্‌চি, ছোট চিন্তায় ছোট বাসনায় মৃত্যুর বেষ্টনের মধ্যে আবদ্ধ হয়ে আছি ততদিন তোমার অমৃতরূপ আমার মধ্যে প্রত্যক্ষ হচ্চে না । ততদিন আমার দেহে দীপ্তি নেই, মনে নিষ্ঠা নেই, কৰ্ম্মে ব্যবস্থা নেই, চরিত্রে শক্তি নেই, চারিদিকে ঐ নেই, ততদিন তোমার জগদ্ব্যাপী নিয়মের সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে, সৌন্দর্ঘ্যের সঙ্গে আমার মিল কচ্চে না । যতদিন আমার এই আমিটুকুর মধ্যে তোমার অনন্ত অমৃতরূপ আনন্দরূপ না উপলব্ধি করচি ততদিন আমার ভয়ের অন্ত নেই, শোকের অবসান নেই, ততদিন মৃত্যুকেই চরম ভয় বলে মনে করি, ক্ষতিকেই চরম বিপদ বলে গণ্য করি, ততদিন সত্যের জন্তে সংগ্রাম করতে পারিনে, মঙ্গলের জন্তে প্রাণ দিতে কুষ্ঠিত হই, ততদিন আত্মাকে ক্ষুদ্র মনে করি বলেই কৃপণের মত আপনাকে কেবলি পায়ে পায়ে বঁচিয়ে বঁচিয়ে চলতে চাই; শ্রম বাচিয়ে চলি, কষ্ট বাচিয়ে চলি, নিন্দ বাচিয়ে চলি, কিন্তু সত্য বঁচিয়ে চলিনে, ধৰ্ম্ম বাচিয়ে চলিনে, আত্মার সন্মান বঁাচিয়ে চলিনে। যতদিন আমার এই আমিটুকুর মধ্যে তোমার অনন্ত অমৃতরূপ আনন্দরূপ না দেথি ততদিন চারিদিকের অনিয়ম, অস্বাস্থ্য, অজ্ঞান, অপূর্ণতা, অসৌন্দৰ্য্য, অপমান আমার জড়চিত্তকে আঘাতমাত্র করে না—চতুর্দিকের প্রতি আমার هم - ۰ مهم دی ماه مه ۰۰" ه - জাগরণ SS SSAAAASA SAASAASAASAASAASAAASSS S

  • 8なむ。
  • جمعه تهیه - * های مهم - میوههع دسته =nس ”م۔۔ ہم --a- کسح --- ۔ ~

AASAASAASAASAASAAMMeMMAMS MMAMMMMeS نامهه هواع معياسي ""***** --- ASA SSASASA MMeAeMAAA AAAA AAAAA স্বগভীর আলস্তবিজড়িত অনাদর দূর হয় না, নিখিলের প্রতি আমার আত্মা পরিপূর্ণশক্তিতে প্রসারিত হতে পারে না, ততদিন পাপকে বিমুগ্ধ বিহবলভাবে অন্তরের মধ্যে দিনের পর দিন কেবল লালন করেই চলি এবং পাপকে উদাসীন দুৰ্ব্বলভাবে বাহিরে দিনের পর দিন কেবল প্রশ্রয় দিতেই থাকি—কঠিন এবং প্রবল সঙ্কল্প নিয়ে অকল্যাণের সঙ্গে সংগ্রাম করবার জন্তে বদ্ধপরিকর হয়ে দাড়াতে পারিনে ;—কী অব্যবস্থাকে কী অন্যায়কে আঘাত করার জন্তে প্রস্তুত হইনে পাছে তার লেশমাত্র প্রতিঘাত নিজের উপরে এসে পড়ে। তোমার অনন্ত অমৃতরূপ আনন্দরূপ আমার এই আমিটুকুর মধ্যে বোধ করতে পারিনে বলেই ভীরুতার অধম ভীরুতা এবং দীনতার অধম দীনতার মধ্যে দিনে দিনে তলিয়ে যেতে থাকি, দেহে মনে গৃহে গ্রামে সমাজে • স্বদেশে সৰ্ব্বত্রই নিদারুণ নৈষ্ফল্য মঙ্গলকে পুনঃ পুনঃ বাধা দিতে থাকে, এবং অতি বীভৎস অচল জড়ত্ব ব্যাধিরূপে দুর্ভিক্ষরূপে, অনাচার ও অন্ধ সংস্কাররূপে, শতসহস্ৰ কাল্পনিক বিভীষিকারূপে অকল্যাণ ও শ্ৰীহীনতাকে চারিদিকে স্ত,পাকার করে তোলে । ঙ্গে ভূম, আজকের এই উৎসবের দিন আমাদের জাগরণের দিন হোক—আজ তোমার এই আকাশে আলোকে বাতাসে উদ্বোধনের বিপুলবাণী উদগীত হতে থাকৃ, আমরা অতি দীঘ দীনতার নিশাবসানে নেত্র উন্মীলন করে জ্যোতিৰ্ম্ময় লোকে নিজেকে অমৃতস্ত পুত্রা বলে অনুভব করি, আনন্দ-সঙ্গীতের তালে তালে নিৰ্ভয়ে যাত্রা করি সত্যের পথে, আলোকের পথে, অমৃতের পথে ; আমাদের এই যাত্রার পথে আমাদের মুখে চক্ষে, আমাদের বাক্যে মনে, আমাদের সমস্ত কৰ্ম্মচেষ্টায়, হে রুদ্র ! তোমার প্রসন্নমুখের জ্যোতি উদ্ভাসিত হয়ে উঠুক। আমরা এখানে সকলে যাত্রীর দল—তোমার আশীৰ্ব্বাদে লাভের জন্য দাড়িয়েছি ; সন্মুখে আমাদের পথ, আকাশে নবীন স্বর্ঘ্যের আলোক, जडj३ खळुॉनमनस्छु९ ব্ৰহ্ম, আমাদের মন্ত্র, অস্তরে আমাদের আশার অস্ত নেই, আমরা মানবনা পরাভব, আমরা শনবন। অবসাদ, আমরা করবন! আত্মার অবমাননা, চলৰ দৃঢ়পদে, অসঙ্কুচিত চিত্তে—চলব সমস্ত সুখদুঃখের উপর দিয়ে, সমস্ত