পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ) গৃহত্যাগের সময় দেখিয়াছিল আর এই আজ দেখিল— একজন ধনশালী মহাপুরুষ জগতের বেদনায় আহতহৃদয় হইয়া গৃহের বিলাস-সম্ভোগ তুচ্ছ করিয়া গৃহত্যাগ করিয়া আসিয়াছেন ! এই গৃহত্যাগের উত্তেজক কারণ র্তাহার পুত্রেরই বৈষয়িক ব্যবহার । তাহার দ্বিতীয় পুত্রের একটি জমিদারী আছে—আয়বৃদ্ধির জন্য সেখানে করবৃদ্ধি, সস্ত মজুরী ও অদ্যান্ত বৈষয়িক বিধি বিধিমতেই প্রচলিত হইয়াছে । এই সব কাও দেখিয়া কাউন্টের করুণ হৃদয় কতদূর মৰ্ম্মাহত হইয়াছিল তাঙ্কণর পরিচয় তাহার “তিন দিনের পল্লীবাস” নামক পুস্তিকায় প্রকাশিত হইয়াছে। সে পুস্তিক রুষসরকার সত্বর বাজেয়াপ্ত করিয়া প্রচার বন্ধ করিয়াছেন, কারণ টলষ্টয়ের লেখার এমনি একটি মোহিনী আছে যে পড়িলামাত্র হৃদয় অদ্যায়ের বিরুদ্ধে বিদ্রোঙ্গী হইয়া ক্ষেপিয় উঠে। সেই প্রস্তিকায় টলষ্টয় লিথিয়াছেন— সম্প্রতি গ্রামে গিয়া অভিনব অভিজ্ঞতা সঞ্চয় করিয়া আসিলাম যাহা কেহ কখনো দেখে নাই, শুনে নাই। আমাদের গ্রামে ৮• ঘর বাসিন্দী ; সেখানে প্রতাহ দলে দলে শীতাৰ্ত্ত ছিন্নবাস ক্ষুধাৰ্ত্ত নরনারী আসিতেছে। তাহদের কোথাও গৃহ নাই, অtহারের সংস্থান নাই, শীত নিবারণের বঙ্গ নাই । অতি ময়লা ছিন্নবস্ত্রের অন্তরালে কঙ্কালসার দেহে সৰ্ব্বনাশী ক্ষুধ বহন করিয়া তাহারা গ্রামে আসিয়া পড়িতেছে। পুলিশ তাহদের শীত ও অনশনে মৃত্যু নিবারণ করিবার জন্য গ্রামবাসীদের মধ্যে তাহাদিগকে ৰণ্টন করিয়া দিতেছে । গ্রামবাসী অর্থে এখানে কেবল কৃষকদিগকে বুঝিতে হইবে, জমিদার যিনি তিনি গ্রামে থাকিয়াও গ্রামবাসীদের দলভুক্ত নহেন। পুলিশ এইসকল আৰ্ত্ত নরনারীকে জমিদারের আশ্রয়ে লইয়া যায় না, যাহার প্রাসাদে দশটা শয়ন কক্ষ, আরো কত ঘর, আপিস, আস্তাবল, কত কি আশ্রয় আছে ; কিংবা উহাদিগকে পুরোহিত বা শ্রেষ্ঠদের বাড়ীতেও লইয়৷ বায় না, মাহীদের গৃহে স্থান আছে অন্ন আছে। পুলিশ দুঃখীদিগকে লইয়া বায় দুঃখীদেরই ঘরে, যাহার শ্বাশুড়ি স্ত্রী মেয়ে জামাই ছোট বড় ছেলে মেয়ে লইয়া একটিমাত্র ঘরে বাস করে। কিন্তু এই অভাৱগ্রস্ত কৃষক তাহার ক্ষুধাশীতপীড়িত নোংরা দুৰ্গন্ধ অতিথিকে সমাদরে গ্রহণ করিয়া গৃহে স্থান ও অন্ন দিতেছে। শুধু ৰে গৃহহীন ৰেদের দল এমন দুরবস্থাপন্ন তা নয়, গ্রামৰাগীদেরও দুর্দশার অভ নাই। একটি স্ত্রীলোক আমার সাহায্য ভিক্ষা করিতে জাসিল। সরকার তাহার স্বামীকে ধরিয়া সৈন্তভুক্ত করিয়াছে, স্ত্রী cदछांबी अषम cझ्रलभूरण लझेब्रां निब्रांडधग्न अवर श्रव्रांछां८व भब्रिरङ वनिস্বাছে। আমি সরকারের সঙ্গে দেখা করিয়৷ এই দুঃস্থ পরিবারের অন্নদাতা লোকটিকে মুক্ত করিবার চেষ্টায় রওনা হইলাম। পথে একটি জনাখ বালিকার সহিত দেখা হইল, তাহার বয়স মাত্র ১২ বৎসর, কিন্তু তাহার পোষ্য জায় পাঁচটি শিশু, খনিতে তাহার পিতার মৃত্যু হইয়াছে ; মাতা তাহার দারিত্র্যের সঙ্গে সংগ্রাম করিতে গিা মণিাকে, ঋষি টলষ্টয় ASAAAAS AAAAASAAAAeeeSAASAASSAAAAAAS AAAAAeeS AASAASAA AAAS AAAASS 8b^తి SSAAAS S ASAAAAASA SAASAASAASAASAASAASAASAAAS এখন এই শিশু মাতা তাহার সকলের ছোট কচি পোষ্যটিকে কোনো অনাখ-আশ্রমে দিয়া নিজে একটু মুক্ত হইতে চায়। আর এক ফুটারে দেখিলাম আর একজন লোক নিউমোনিয়ায় মল্লিতেছে, কিন্তু তাহার দী আছে কিছু শয্যা, আর লা আছে কোনো আবরণ। আমি বিষন্নচিত্তে চিন্তামৌন হুইয়া গৃহে ফিরিলাম। আমার গৃহদ্বারে কাপেট মোড়া জুড়ি গাড়ী--তাহার মোটাসোটা ভুড়িওগাঁ কোচমান পশমী পোষাকে আসর জাকাইয়। চমৎকার চকচকে আহারপুষ্ট ঘোড়া দুটির রাশ ধরিয়া বসিয়া আছে । আমারই পুত্ররত্ব এই গাড়ীতে করিয়া তাহার জমিদারী হইতে আমাকে দর্শন দিতে আসিয়াছেন। আমরা আহারে বসিলাম । দশজনের খালা পড়িল। একটি আসন শূন্ত রহিল, সেটি আমার পৌত্রীর, সে পীড়িত, আজ তাহার সাগু পথ্য সে নিজের ঘরেই ধাত্রীর হাতে খাইৰে । আমাদের খুব গুরুভোজনই হইল, কারণ খাদ্য বিবিধ, পানীয় প্রচুর, দুজন খানসাম খাবার যোগাইতে হিমসিম খাইতেছে, টেৰিলে ফুল, মুখে আলাপের ফোয়ার । আমার পুত্র প্রশ্ন করিলেন-—এমন সুন্দর অরকিড কোথা হইতে আসিল ? আমার গৃহিণী উত্তর করিলেন সেন্ট পিটার্সবর্গ হইতে কোনো মহিলা নিজের নাম গোপন রাখিয়া ইহা পাঠাইয়াছেন। আমার পুত্র বলিলেন-এ সব অর্কিড এক একটা দেড় ফৰল দামে বিক্ৰী হয়। তারপর তিনি গল্প জুড়িয়া দিলেন কোথাকার কোন থিয়েটার একদিন এমনি সব দামি অকিড দিয়া ষ্টেজ ভারাক্রাস্তু করিয়া দম বন্ধ করিবার উপক্রম করিয়া তুলিয়াছিল। এই সব অসামঞ্জস্ত হক্টতেই টলষ্টয় পলায়ন করিয়াছিলেন । অনেকে তাহার এই আচরণ ভাবুকতার খেয়াল বলিয়া লঘু করিয়া ফেলিতে চান ; তাহারা বলেন যে যদিও টলষ্টয় দারিদ্রোর মধ্যেই নিজেকে রাখিয়াছিলেন, দরিদ্রের বেশ ও আঙ্গারক্ট তাহার জীবনযাত্রার সম্বল ছিল, তথাপি দরিদ্রের যে নিরস্তর অভাবের বিভীষিকা তাহা তিনি জানিতেন না, কল্যকার ভাবনা ভাবিয়া তাহাকে কখনো ব্যাকুল হইতে হয় নাই ; মৃত্যুতেও তিনি সৰ্ব্বজনপরিত্যক্ত অনাথ হইয়া থাকেন নাই ; রুষিয়ার ধনী-সম্প্রদায় তাহাকে উপেক্ষা করিলেও দরিদ্র কৃষক-সম্প্রদায় তাহাকে মৃত্যুর সময় অসাধারণ সম্মান দেখাইয়াছিল। ইহা একদেশদশীদের কথা। এই আচরণের অপর দিকটি যেমন মহান তেমনি স্বন্দর। র্তাহার এ সব আচরণ জগতের অকল্যাণের দৃঢ় প্রতিবাদ—আজ দেশে দেশে তাহার পুণ্যচরিত্র অকুল্যাণের বিরুদ্ধে বজ্রভীষণ কণ্ঠে যুদ্ধ ঘোষণা করিয়া ফিরিতেছে, কালে কালে তাহার এই পুণ্যকাচিনী সকল অশুভের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করিয়া uB S BBHHHHuBB BBBD u u BBBS BB BBB