পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী-বাঙ্গালী AMMAeMMMeAMAMAMMMMMAMSMAMMSMAMA AMAAA SAAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ----- - - স্বরূপ মামনীয় হাইকোর্ট র্তাহাকে নির্দোষ প্রতিপন্ন করেন । যমুনাদাস বাবু বহুকাল মিউনিসিপাল বোর্ডের মেম্বর থাকিয়া জনসাধারণের অনুকুল কাৰ্য্যসমুছে বিশেষ সহায়তা করিয়াছিলেন। তিনি হিন্দী ও উর্দ, সাহিত্যে স্থলেখক বলিয়া থ্যাতি লাভ করিয়াছিলেন এবং হিনী ভাষায় হিন্দুস্থানী মহিলাবৃন্দের ছিতাৰ্থ “ধাত্রীপ্ৰবোধিনী” নামে একখানি পুস্তক প্রণয়ন করিয়াছিলেন। তাহার প্রণীত সটীক “মজুমুনে জাবতী দিৰাণী” এবং “মঙ্গমুনে জাবত ফৌজদারী” আদালতে ও উকীলমহলে বিশেয আদৃত হইয়াছিল। নলীম আগ্রার সম্পাদন কাৰ্য্যে তিনি এতদঞ্চলে যথেষ্ট খ্যাতি ও প্রতিপত্তি লাভ করিয়াছিলেন এবং অসীম শ্রম ও ধৈর্য্য সহকারে এই পত্র পরিচালিত করিয়া লোকের বিশ্বাস ও সন্মান অর্জন করিয়াছিলেন। তিনি স্বয়ং দারিদ্র্যের কঠোরতার মধ্যে মানুষ হইয়৷ উত্তরকালে প্রভূত অর্থ উপার্জন করিয়াছিলেন এবং আজীবন দরিদ্র নরনারীর সহিত আন্তরিক সহানুভূতিবশে প্রকৃত অভাবগ্রস্তকে মুক্তহস্তে সাহায্য দান করিয়া গিয়াছেন । বহু দরিদ্র বালক র্তাহার অর্থে শিক্ষালাভ করিয়া জীবনে প্রতিষ্ঠিত হষ্টয়াছে। বহু বিধবা নারী তাহার অর্থসাহায্য প্রাপ্ত হওয়ায় ধৰ্ম্মপথ হইতে বিচলিত হন নাই। তাহাদিগকে উপযুক্ত শিক্ষা দিয়া স্থানীয় ফিমেল মেডিকেল স্কুলে ভৰ্ত্তি করিয়া দিয়া ধন্যবাদাহ হইয়াছেন। এই সকল মহিলার অনেকে Female Hospital Assistant of atāī-yoto প্রভূত হিতসাধন করিতেছেন। ১৯০০ অব্দে ১৮ই ফেব্রুয়ারী তাহার জন্মস্থান জাগ্রাতেই মৃত্যু হয়। হিন্দু মুসলমান সকলেই তাহার মৃত্যুতে শোকসত্তপ্ত হইয়াছিলেন। কথিত আছে বাৰু যমুনাদাস বিশ্বাস হিন্দুস্থানী পোষাক পরিধান করিয়া উর্দ ভাষার কথোপকথন করিলে বাঙ্গালী বলিয়া পরিচয় দিলেও কেহ তাহ সহসা বিশ্বাস করিতেন না এবং বিশ্বাস করিলেও তাহার উর্দ ভাষা ও পারস্ত জ্ঞান দেখিয়া বিস্মিত হইতেন। র্তাহার প্রতিষ্ঠিত ও পরিচালিত নলীম আগ্রা” এক্ষণে আগ্রা প্রবাসী উকীল তীযুক্ত বীরেশ্বর সার্যাল মহাশয় কর্তৃক সম্পাদিত হইতেছে। হিন্দুস্থানী পোষাকে বাবু যমুনা দাস । দারিদ্র্যের তীব্র জালায় জর্জরিত হইয়া অনেকেই যে সাধু পথ হইতে বিচ্যুত, সত্যভ্রষ্ট এবং মনুষ্যত্ববিহীন হইয় পড়ে, তাহাতে বৈচিত্র্য নাই, কিন্তু র্যাঙ্গাদের অস্তরে ভস্মাচ্ছাদিত অগ্নিবৎ প্রতিভার অনল লুক্কারিত থাকে, সাধুতার সহিত অধ্যবসায়,একাগ্রতা, স্বাবলম্বন, উচ্চাভিলাষ যাহাদের অস্তরে ধূমায়িত হইতে থাকে, তাহারা ভাগ্য বিপৰ্য্যয়ের মধ্যে আপনার উন্নতিপথ অন্বেষণ করিতে থাকেন, দারিদ্র্যের তীব্রতা তাঙ্কাদের নিকট উপকসিত হয় এবং তাহার অদৃষ্টকে জয় করিয়া আপনাকে প্রতিষ্ঠিত