পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q(?○ নিবেদন অজস্তাগুহা-চিত্র । গিরিগাত্রে প্রস্তবের অক্ষবে বৌদ্ধশিল্লিরা তাঙ্গদের ভাস্কর বিষ্ঠার যে উজ্জ্বল নিদর্শন রাখিয়া গিয়াছেন তাহ দেখিয়া দশকমাত্রেই বিস্ময়াবিষ্ট হইয় থাকে । আজ পর্যান্ত র্তাহদের খোদিত মূৰ্ত্তিগুলি নুতন বলিয়া ভ্রম হইয়া থাকে। গুহার মধ্যে কোথায়ও বুদ্ধদেবের, কোনোথানে শোভাযাত্রার, কোনো স্থানে বা জন্ম মৃত্যু বিবাহ প্রভৃতি গার্হস্থ্য জীবনের, কুত্ৰাপি বা যুদ্ধের আলেখ্য চিত্রিত রহিয়াছে। বোম্বা নগরের পোতাশ্রয়ের নিকটবর্তী ঘরপুরী দ্বীপে হস্তিগু৮শ্রেণী আছে বলিয়া ঐ দ্বীপটির নাম এলিফেণ্ট হইয়াছে । এষ্ট দ্বীপটির দক্ষিণদিকে গুহার সন্নিকটে একটা বিপুলকায় প্রস্তরঙ্কস্তী ছিল। ১৮১৪ খৃষ্টাব্দে এই হাতীর মাথা ও গলা খসিয়া পড়ে, অতঃপর একটু একটু ১ - ম ভাগ, ২য় খণ্ড করিয়া হাতীটা প্রস্তরগুপে পরিণত হইয়াছে। বোম্বাই গবর্ণমেণ্ট সেই ভাঙ্গাচোর পাথরগুলি স্থানান্তরিত করিয়াছেন। এই দ্বীপের গুচার ংথ্যা চার । সৰ্ব্বাপেক্ষ{ বৃহৎ গুহাটি ২৫০ ফুট উন্নত একটি পাহাড়ের উপরে অবস্থিত । কুশলী শিল্পির পাহাড়ের গাত্র খুড়িয়া এই গুহা মিৰ্ম্ম{ণ করিয়াছেন — ইঙ্গর দৈর্ঘ্য ১৩০ ফুট । এষ্ট গুষ্ঠার মধ্যে একটি চমৎকার শিবমুৰ্ত্তি বিরাজিত । বিগ্রহের তিনটি মস্তক যথাক্রমে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা অর্থাৎ ব্ৰহ্মা નિસૂત્ર প্রকাশ করিতেছে । উচ্চতা ১৭ ফুট ১০ ইঞ্চি । চক্ষুর কাছ দিয়া মুখ তিনখানির পরিধি ২২ ফুট ৯ ইঞ্চি। এই মূৰ্ত্তির পুরোভাগে ইষ্টটি প্রকাও খোদিত রক্ষকমূৰ্ত্তি আছে। ১৮৬৫ খৃষ্টাব্দে কোনো ভদ্রবেশী দুৰ্ব্বত এই শিববিগ্রহের নাসিক ছেদন করিয়াছে। দুষ্টলোকদের উৎপীড়ন হইতে এই প্রাচীন শিল্পকীৰ্ত্তি রক্ষা করিবার নিমিত্ত অধুনা সরকার হইতে পুলিশ প্রহরী নিযুক্ত করা চইয়াছে। ভারতবর্ষে এলোর, কারলি, খণ্ডগিরি প্রভৃতি বহুস্থানে অনেক অদ্ভুত ও বিচিত্র গুহ অস্থাপি বর্তমান দেখিতে পাওয়া যায়। কেপকলনি রাজ্যের কঙ্গের গুহাশ্রেণীও শোভনদৃপ্ত বলিয়া প্রসিদ্ধ। এই স্থানের গুহাগুলির ছাদে অতি সুন্ম পরম সুন্দর চৌর্ণ ঝল্লী দৃষ্ট হয় । ১৭৮৪ খৃষ্টাব্দে এই গুহাগুলি আবিষ্কৃত হয়। কিছু দিন এই গুহাগুলির মধ্যে দর্শকদের গতিবিধি অবাধ ছিল । এখন সরকার পক্ষীয় রক্ষকের ও রুদ্রকে এই মূৰ্ত্তির