পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS S SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS .۔ -- .- - - - --.. ----- ۔ ۔ع۔ "কল - רס"ירי יי י" היינית חי": স্বগীয় শিশিরকুমার ঘোষ। ও কিছু পুরাতন হরপ লষ্টয়া “ অমৃত প্ৰবোধিনী পত্রিকা” নামে বাংলা পাক্ষিক পত্রের প্রতিষ্ঠা করেন । এই পত্রিক সেই সুদুব মফস্বলে অধিকদিন স্থায়ী হইতে পারে নাই। সেই সময় সভ্রা • শিশিরকুমারের উদ্যোগে গ্রামে ভ্রাতৃসভ1, প্রতিষ্ঠিত হয়। এই সভায় তাহারা বক্তৃতা দিতেন এবং দুঃস্থ নরনারীকে সাহায্য করিবার ব্যবস্থা করিতেন । এমন কি তাহারা অস্ত্যজ জাতির শব সৎকার পর্য্যস্ত কবিতে দ্বিধা বোধ করিতেন নী । শিশিরকুমারের পিতা বিশেষ সঙ্গীতজ্ঞ ছিলেন। তাহার সেই গুণ পুত্ৰগণে বৰ্ত্তিয়াছিল, এবং শিশিরকুমারে তাছা সবিশেষ স্ফৰ্ত্তিলাভ করিয়াছিল। তাহারা যাত্রার দল করিয়াছিলেন ; শিশিরকুমার অভিনয়ের পাল ও গান ব্রহ্মসভা ও চরিসভা প্রবাসী—ফাঙ্কন, ১৩১৭ SAASAASAASAASAASAASAASAASAASAASAA AAASAASAASAASAASAASAASAAASAAA Sه -- مهم»...م۔ مهم-مم----------------- --۰۰****************۰۰«ه دهه۰ مه ۰"مدیه-هم-- { ১০ম ভাগ, ২য় খণ্ড রচনা করিতেন ; তাহার রচিত গানগুলির পদ বড় স্বমধুর ও কবিত্বময় হষ্টত। স্বৰ্গীয় দিনবন্ধু মিত্র ইহঁদের ভ্রাতৃপ্রেম দেখিয়া ইহঁদের বলিতেন “মুখী পরিবার” । ইহঁদের সর্বকনিষ্ঠ ভাই হীরালাল ১৬ বৎসর বয়সে জগতের নরনারীর দুঃখে ব্যথিত হইয়া ভাবাবেগে আত্মহত্যা করেন । তিনি বলিয়াছিলেন–জগতের দুঃখ নিবারণে আমি যদি কিছু না করিতে পারি তবে আমার মরণষ্ট মঙ্গল ! শিশিরকুমারের প্রথম পত্নীর মৃত্যুর পর তিনি অবলম্বন স্বরূপ পুনরায় এক সাপ্তাচিক বাংলা সংবাদপত্র প্রচার করেন এবং তাছার নাম রাখেন “অমৃতবাজার পত্রিকা” । অতি অল্প দিনেই ইহার নিভাক উক্তির প্রতি সরকারের নজর পড়ে ; এবং ৫ মাস পূর্ণ না হইতেই অমৃতবাজার পত্রিকার বিরুদ্ধে মোকদ্দমা আরম্ভ হয় । আট মাস মোকদ্দমার পর যদিও শিশিরকুমার অব্যাহতি লাভ করেন তথাপি তাঙ্কণর পরিবার নিঃস্ব হুইয়া পড়েন । এই সময় আবাব যশোহরে ম্যালেরিয়ার ভীষণ প্রাচুর্ভাব হওয়ায় শিশিরকুমার অধিক স্বদে এক শত টাকা কৰ্জ করিয়া সপরিবারে কলকাতায় আসেন । এই সব কারণে দুমাস পত্রিকা বন্ধ ছিল । কলিকাতায় আসিয়া উহা পুন: প্রচরিত হইতে লাগিল এবং উহার অৰ্দ্ধেক ইংরাজি অৰ্দ্ধেক বাংলা হইল । ইংরাজি প্রবন্ধ শিশিরকুমারই মনে মনে রচনা করিয়া একেবারে হরপে কম্পোজ করিতেন, কাগজে লিখিতে হৃষ্টত না । দুই সপ্তাঙ্গের মধ্যেষ্ঠ শিশিরকুমারের তীব্র ব্যঙ্গ বিদ্রুপ ও নিভীক মতপ্রকাশের জন্ত পত্রিক প্রসিদ্ধ হইয়া উঠিল । শিশিরকুমারের দেশভক্তি ও নেশন সংগঠনের চেষ্টা কর্তৃপক্ষেরও সন্মান আদায় করিল। সার এশলি ইডেন, বাংলাব ভূতপূৰ্ব্ব ছোট লাট, অমৃতবাজার পত্রিকাকে সরকারী কাগজ করিবার প্রস্তাব করেন ; কিন্তু শিশিরকুমার বলেন—দেশে অন্তত একখানাও স্বাধীন মতের কাগজ থাকা দরকার। ইহাতে ক্রুদ্ধ হইয়া ছোটলাট দেশীয় ভাষায় পরিচালিত সংবাদ পত্রের পরিচালন সম্বন্ধে এক কঠিন আইন প্রচার করিলেন । অমৃতবাজার পত্রিকা আইন প্রচারের পরদিনই সম্পূর্ণ ইংরাজি হইয়া সেই