পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8之 প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩১৭ SAASASASAS SSAS SSASAS SSASAS SS SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAASAAAA [ ১০ম ভাগ, ২য় খণ্ড SS SSAAAASA SAASAASAASAASAASAASAASAASAAAS می -- ۶ ه . » ه مه ۶۰۰. - هیپه"عمیم **. কুমারদের আঙ্গার দান । আহারের সময়ে বড়ষ্ট কৌতুক হয়। কুমীরের দাতের গঠন এরূপ যে তাহারা কোনো জিনিষ চিবাইয়া থাইতে পারে ন—একেবারে গিলিয়া আহার করে। সেইজন্ত খুব বড় একটুকরা মাংস দিলে তাঙ্গর বড়ই মুসকিলে পড়ে ; অত্যন্ত বড় বলিয়া গিলিতে পারে না ; দুইটিতে মিলিয়া ভাগাভাগি করিয়৷ তবে আহার করিতে পারে । এই প্রাণীকে পোষ মানানো অধিক কষ্টকর নঙ্গে, কিন্তু তাহাদিগকে জীবন্ত রাখিয়া পালন করা অত্যন্ত কষ্টকর । প্যর্ণলে নিজে অতিশয় যত্নের সহিত র্তাহার পোষ কুমীরগুলিকে রক্ষা করেন,—নতুবা য়ুরোপের দ্যায় শীতপ্রধান স্থানে এই গ্রীষ্ম প্রধান দেশের প্রাণী রক্ষা করা একেবারে অসম্ভব হইত। শ্ৰীপ্রভাতকুমার মুখোপাধ্যায় ক্ষমা (গল্প) (Charles Foleyz Fatst zēts) বৈঠকখানা ঘরে, ডাক্তার ছলছল-চোথে, ফ্রেডেরিকের হাত চাপিয়া ধরিলেন এবং নিৰ্ব্বন্ধীতিশয় সহকারে ও অনুনয়ের স্বরে এই কথাগুলি বলিলেন – —ভাই, এইবার সব শেষ । ধীরে ধীরে এক্টৰাঁর তার প্রাণটি বেরিয়ে যাবে এই অন্তিমকালে তুমি সাধ তাকে কোন কষ্ট দিও না, কোনো-রকমে তাকে উদ্বিগ্ন কোরো না । , , ডাক্তার চলিয়া গেলেন । ফ্রেডেরিক আবার ঘরের কোঁচে চেলান দিয়া বসিয়া পড়িল । তাঙ্গর মনে একটা তীব্র দুঃখের জোয়ার-ভাটা চলিতেছিল ; এক্ট কষ্টের মধ্যে, ফ্রেডেরিক ভাবিতে লাগিল, ডাক্তাবের ঐ কথাগুলির অর্থ কি ;–“এই অস্তিমকালে তুমি আর তাকে কষ্ট দিও ন!—কোনরকমে তাকে উদ্বিগ্ন কোরে না”।.দুই বৎসর হইল আমাদের বিবাহ হইয়াছে, এই সময়ের মধ্যে আমাৰ লুসিলকে যতদূর ভালবাসিবার বাসিয়াছি, যতদূৰ যত্ন করিবার করিয়াছি, আমার মত ভাল স্বামী খুব কমই দেখা যায়। আর লুসিলের মত সতীসাধবী স্ত্রীও প্রায় দেখা যায় না—লুসিলও আমাকে প্রাণের সহিত ভালবাসে । তবে, ডাক্তারের ওকথা বলিবার অভিপ্রায় কি ? ঘরের একটা দ্বার খুলিল। যুবক শিহরিয়া উঠিল। তাহার কষ্টজনিত জড়তা অন্তর্চিত হইল। এই সময়ে পাপ-খ্যাপন (confession) করাইয়া পাদ্রি, লুসিলের কাম্রা হইতে বাহির হইয়া আসিলেন । পাদ্রি বাস্পার্জনেত্রে ফ্রেডেরিকের পানে চাহিলেন, ডাক্তারের মত তিনিও তাহার দুই হাত চাপিয়া ধরিয়া, আমুনয়ের স্বরে এই কথাগুলি বলিলেন – ঈশ্বরের সহিত তাহার মিটমাট হয়ে গেছে