পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૧8 করা মনে করে । এই রকম অবস্থা যতদিন না পরিবর্তিত হইবে ততদিন কোনো দেশের আর্টের যথার্থ উন্নতির আশা নাই। উপকরণ ত আমাদের আশে পাশে চতুর্দিকে বিক্ষিপ্ত আছে, চাই শুধু সেই অমৃতকুণ্ডের জল যাহার স্পর্শে বিক্ষিপ্ত অস্থিকঙ্কাল একত্র হইয়া জোড়া লাগিবে এবং চাই সেই সোনার কাঠি যাহার স্পশে সুপ্ত রাজকন্তা জাগিয়া উঠিবে। আমরা ছিন্নমস্তার মতো নিজেদের সৌন্দর্য্যলক্ষ্মীর শিরশ্চেদ করিয়া তাঙ্কার রুধিরধারা পান করিতেছি। সে দিন কি দুৰ্দ্দিন যে দিন আমরা সৰ্ব্বস্ব থোয়াইয়া জানিব আমরা কি অমূল্য নিধি হেলায় হারাষ্টয়াছি। লক্ষ্মীদেবীর পুজা ত আমরা ঘরে ঘরে করি —কিন্তু কৈ সে আমাদের প্রাণ, কৈ সে আমাদের দৃষ্টি, যাহাতে আমরা লক্ষ্মীকে চিনিয়া লক্ষ্মীছাড়া ন হই । শ্রী যে আমাদের মন্দিরে দেউলে, ঘাটে পথে, মাঠের কৃষাণের কৰ্ম্মে, মজুরণীর গতিলীলাতে, ধ্বংসাবশেষে এখনো মামাদের জষ্ঠ অপেক্ষ করিয়া আছেন। কেবল নাই তিনি এই আমাদের মতন শিক্ষিত উন্নতিকামী সম্প্রদায়ের মধ্যে । আমরা কলালক্ষ্মীর প্রতি অন্ধ এবং বিশেষ ভাবে অন্ধ আমাদের অন্ধতার প্রতিই । ইহার অর্থ কি এবং ইহার অবসান কবে এবং কিরূপে কে বলিবে ? প্রবাসী—চৈত্র, ১৩১৭ SAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS [ ১০ম ভাগ, ২য় খণ্ড SAASASAAAAAS AAASASAAAAASA SAASAAAS ১০ম চিত্র কিন্নর—মঙ্গ সান পে কৃত । মৌর্য্য সাম্রাজ্যের লোপ • অশোকের এত বড় সাম্রাজ্য কেমন করিয়া ধ্বংস হুইয়া । গেল ভিনসেন্ট স্মিথ তাহার কোন কারণ নির্ণয় করিতে •ison ato I Štěth Early History 9f Indiar's তিনি লিখিয়াছেন যে সৰ্ব্বপ্রথমে কলিঙ্গ এই সাম্রাজ্য হইতে স্বতন্ত্র হইয়া যায়, তৎপরে বিদৰ্ভ, অন্ধ প্রভৃতি প্রদেশও

  • এসিয়াটিক সোসাইটির পত্রিকায় মহামহোপাধ্যায় স্ত্রীযুক্ত झब्रथनीन *ांशी-ब्लक्लिष्ठ rवक झहे८ड न१कणिऊ ।