পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] হইতে বাধা করিতেছিলেন । নিরাশ হুইবার কারণ কি ? অতীতের সমস্ত দুঃখকে কি তাহারা অতিক্রম করিয়া আসেন নাই ? ফ্র্যাঙ্ক ষে পাপ করিয়াছেন এতদিনের মৰ্ম্মাস্তিক অনুশোচনায় কি তাহার প্রায়শ্চিত্ত হয় নাই ? তবে ভুয় কিসের? এখন যে ফ্র্যাঙ্কেব অবসাদটুকু আছে সে কিছু নয়—নিশ্চয় তাহা শীঘ্ৰ কাটিয়া যাইবে ;–ফ্র্যাঙ্কের হৃদয়ের সকল গ্লানি নিশ্চয় তিনি দূর করিয়া দিতে পারিবেন—সে বিশেষ কিছু নয়। এই বলিয়া ইভা বহুদিন ধরিয়া নিজেকে সাস্তুনা দিয়াছেন, আশা দিয়াছেন— প্রথমে মনকে স্বীকারষ্ট করিতে দিতেন না যে ফ্র্যাঙ্কের চিত্ত দিনের পর দিন ক্রমেই শোচনীয় হইয়া উঠিতেছে—ক্রমেই তিনি বেদনার গুরুভারে অবসাদের অতলে ডুবিয়া যাইতেছেন ; কিন্তু অবশেষে একদিন আর পারিলেন না—আর নিজেকে অন্ধ করিয়া রাথিতে পারিলেন না। র্তাহীর চক্ষু তাঙ্গকে জোর করিয়া দেখাইয়া দিল যে যখন তিনি আশার উৎসাহে কথা কহেন তখন ফ্র্যাঙ্কের হৃদয় হইতে তাহার সমর্থনের জন্য কোন বাণী উঠে না, তিনি চুপ করিয়া থাকেন; শুধু নীরবে শুনিয়া যান তাঙ্গার আশার কথা—মরীচিকার স্বপ্ন ! আর মধ্যে মধ্যে চক্ষু মুদিয়া অতি সন্তপপে রুদ্ধশ্বাস ত্যাগ করেন। ইভা তবে কোন সাহসে কেমন করিয়া আর মনকে বুঝাইবেন । তিনি দেখিতেন তাহার আশার বাণী ফ্র্যাঙ্কের হৃদয় হইতে কেবলই নৈরাতের প্রতিধ্বনি লইয়া ফিরিয়া আসিতেছে ! যখন এ কথা আর মনের কাছে কিছুতেই গোপন রাথিতে পারিলেন না, যখন তাহাকে স্বীকার করিতেষ্ট হইল যে ফ্র্যাঙ্ক কিছুতেই আশান্বিত হইতেছেন না তখন একদিন দেখেন তাহার নিজেরও হৃদয় ভাঙিয়া গেছে—সেখানে আর উৎসাহ নাই, আশা নাই। এতদিন যে আtশার মোহে মুখের কল্পনা করিতেছিলেন তাহা মিথ্যা, স্বপ্ন! তবে তিনি কি করিবেন ? তাহার হৃদয় হইতে নৈরাপ্তের একটা তীব্র যাতনা উঠিয়া তাহাকে আকুল করিয়া তুলিতে লাগিল—তিনি মাটিতে লুটাইয়া পড়িয়া কাদিতে লাগিলেন । { ক্রমশঃ ) শ্ৰীমণিলাল গঙ্গোপাধ্যায়। ভারতীয় সভ্যতার ক্রমবিকাশ

                                • "جيده يوه . ۳۔.ه

১৬৭৯ ভারতীয় সভ্যতার ক্রমবিকাশ (De La Mazeliereর নব প্রকাশিত ফরাসী গ্ৰন্থখ হইতে) ভৌগোলিক ভূমিকা । রুসিয়াকে বাদ দিয়া যুরোপ যত বড়, ভারতবর্ষ সেই যুরোপের মত বড় ; সমুদ্র ও হিমালয়-গিরিমালার দ্বারা ভারতবর্ষ এশিয়া হৃষ্টতে বিচ্ছিন্ন । এই গিরিমাল নীচে নামিয়া আসিয়াছে : পূৰ্ব্ব দিকে, ব্ৰহ্মপুত্রের উপত্যক, তিব্বত ও ভারতের মধ্যে একটা যাতায়াতের পথ খুলিয়া দিয়াছে ; ব্ৰহ্মপুত্রের ব-দ্বীপ, চিন-চীনের সহিত ভারতকে ংযুক্ত করিয়াছে ; পশ্চিম দিকে,—হিমাচল আবার উত্তরাভিমুখে সমুখিত হইয়াছে ; হিমালয়ের যে সকল শাখাগিরি হিমালয়কে সমুদ্রের সহিত মিলিত করিয়াছে, সেই সব গিরিমালার উপর দিয়া কতকগুলি গিরি-পথ গিয়াছে, সেই পথ দিয়া বেলুচিস্থান ও আফগানিস্থানে প্রবেশ করা যায় । গ্রীষ্মমণ্ডলে অবস্থিত, সাগর-ধৌত, উচ্চ পৰ্ব্বতসমূহের দ্বারা শীত-বায়ু হইতে সুরক্ষিত এষ্ট ভারতবর্ষ ; ইহার বায়ু উষ্ণ হইলেও এই উষ্ণতা অসহ নচে । ইহার জীবজন্তু, গ্রীষ্মমণ্ডলস্থ এশিয়াখণ্ডেরই মত। ইঙ্গার উদ্ভিজ্জ, ত্ৰিবিধ : উত্তর পশ্চিম ভাগে?—পশ্চিম এশিয়ার দ্যায় উদ্ভিজ্জের দারিদ্র্যদশা ; পূর্ব ভাগে,—ইহার উদ্ভিজ্জ মালাই-দেশের উদ্ভিজের দ্যায় ; দক্ষিণ পশ্চিম ভাগে—এশিয়া ও আফ্রিকার বৃক্ষাদি দেখিতে পাওয়া যায়। হিমালয়ই একটা অঞ্চল বিশেষ —এই অঞ্চলের যে অংশ নাতিউচ্চ তাহা চীন পৰ্য্যন্ত প্রসারিত ; যে অংশ অপেক্ষাকৃত উচ্চতর তাহ সাইবিরিয়ার সংলগ্ন । এই গোড়ার কথাগুলি হইতে, কতকগুলি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। ভূমির উর্বরতা, শীতোষ্ণতার মৃদুতা, ভারতকে নিকৃষ্ট জাতিদিগের বাসোপযোগী করিয়া তুলিয়াছে ; সামুদ্রিক অঞ্চলাভিমুখে ক্রমশ অগ্রসর হইয়া, এই সকল • এই গ্রন্থের স্থানে স্থানে ভুল-সিদ্ধান্ত থাকিলেও, আলোচনাগুলি কৌতুহলজনৰ ও শিক্ষাপ্রদ ; লিখিবার প্রণালীটিও সুন্দর। অম্বুবাদক । o