পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] তারপর, গঙ্গা ও ব্রহ্মপুত্রের সাধারণ ব-দ্বীপ—বঙ্গদেশ ; তাঙ্গর সহিত মহানদীর ব-দ্বীপ উড়িষ্যাকে যুড়িয়া * দেওয়া ষাঠতে পারে । এই দুই নদীকর্তৃক কর্দম আনীত হওয়ায়, এই প্রদেশের ভূমি যার-পর-নাই উৰ্ব্বর হইয়াছে। গ্রীষ্মদেশমুলভ অরণ্য —বটবৃক্ষ যাহার শাখা হইতে শিকড় নামে, বাশগাছ, ঝাল মস্লার গাছ, বিবিধ লতা। বানর, টিয়া, ব্যাঘ্ৰ, অজাগর সপ, গণ্ডার, হাতী । পর-পর বিদেশীয় শত্রুর আক্রমণে পরাভূত হইয়া কতকগুলি জাতি এই বাঙ্গালায় আসিয়া আশ্রয় লক্টবে, সমুদ্র তাকাদের পলায়নের পথ রুদ্ধ করিবে, অরণ্য তাহাদিগকে আশ্রয় দিবে। আবার বিজয়ীদিগেরও যোদ্ধ স্থলভ গুণগুলি শাস্ত্র নষ্ট হইবে, কেবলমাত্র বেঙ্কারের হীনবীৰ্য্য লোকেরাই তাহাদের প্রতিবেশী হইবে ; তাহাদের পরিশ্রম করিবার * আগ্রহ ও চলিয়া যাইবে ; যে ভূমি অতিমাত্র উর্বর সেখানে কর্ষণ অনাবশুক ; এবং জঙ্গল নদীর বন্ত, শঙ্কটাবক সাগর-কুল—এই সমস্ত বাণিজ্যের বিঘ্ন উৎপাদন করিবে । কিন্তু লোকের অলস জীবন, কতকগুলি মনোবৃত্তিকে পরিস্ফুট করিয়া তুলিবে। যথা –কল্পনা, বাগিতা, স্মৃতি, এরূপ বুদ্ধি যাহার গভীরতা নাই, এবং পরে কতকগুলি নৈতিক গুণও স্ফৰ্ত্তি পাইবে ; যথা সৌম্যতা, নম্যতা ও চতুরতা । অন্তর্মধ্যবৰ্ত্তা-ভারতের অন্তর্গত প্রথমে সেই ত্রৈকোণিক মালভূমি—সেই বিন্ধাচল : ইংরাজের টঙ্গকে মধ্য ভারত বলিয়া অভিহিত করে । এই মালভূমি বন্ত জাতিদিগের আশ্রয়-স্থল হইবে। ইহার স্বাস্থ্যকর জলবায়ু, ও জীবিকার কঠোরত নিবন্ধন, বিজয়ী মেষপালক ও যোদ্ধগণ এখানে আসিয়া উপস্থিত হইবে। সামন্ত-তন্ত্র স্থাপনের পক্ষে পৰ্ব্বতাদি বড়ই অমুকুল, তাই আভিজাতবর্গ রাজস্থানের বালুকাময় ছোট ছোট পাহাড়ের উপরে আপনাদিগকে প্রতিষ্ঠিত কুরিবে। 髒 鬱 舉 তা ছাড়া, গুজরাটও অন্তর্মধ্যবর্তী ভারতের অন্তৰ্ভুত, এই প্রদেশটি সমুদ্রকুলের মধ্য-মালভূমি ও কাথেওয়ারের উপদ্বীপ—এই দুইয়ের মধ্যে অবস্থিত । এই প্রদেশের Ye ভারতীয় সভ্যতার ক্রমবিকাশ لا سواران ভূমি বেশ উর্ধ্বর, সাগর-বায়ুর প্রভাবে ইহার আবৃ-হাওয়া নাতিশীতোষ্ণ, ইঙ্গার উপকূলে কতকগুলি ভাল ভাল, বন্দর আছে ; সুতরাং এখানকার লোকেরা কৃষক, নাবিক ও বণিক ইছলে । * - (عي ভারতবর্ষ একটি ত্রৈকোণিক উপদ্বীপ, ইঙ্গ দক্ষিণভারতে গিয়া শেষ হইয়াছে । এঙ্গ দক্ষিণ-ভারত দাক্ষিণাত্য বলিয়া অভিহিত হয়ে থাকে এই দক্ষিণ-ভারত একটি মালভূমি, ইহার উত্তরে বন্ধ্যাচগ ; উত্তর ও পশ্চিমে ঘাট পৰ্ব্বতশ্রেণী । এই মালভূমি অত্যন্ত শুষ্ক ও উষ্ণ, কেবল যেখান দিয়া গোদাবরী ও কৃষ্ণা নদী প্রবাহিত—সেই পূৰ্ব্বদিকভাগে এরূপ নহে ; এখানকার দরিদ্র অধিবাসার দম্য কিংবা সৈনিক হইবে । 粥 橡 寝 ঘাট পৰ্ব্বত ও সমুদ্ৰ—এই দুয়ের মধ্যে, দীর্ঘ উপকূলের রেখা চলিয়া গিয়াছে। পূৰ্ব্ব উপকুলটি বেশী বিস্তৃত ও বেশ উৰ্ব্বর ; বিশেষত দক্ষিণ উপকুলটি কৃষকদিগের বাসযোগ্য স্থান ; সুতরাং এই উপকূলে একটি গৌরবোজ্জল সভ্যতার উদয় হইবে ; কিন্তু এই সভ্যতা, আল-হাওয়ার উপর, ও বাহপ্রকৃতির উপর নির্ভর করিবে । এখানকার আব-হাওয়া ও বাহপ্রকৃতি, নিরক্ষ-অঞ্চলের আব-হাওয়া ও বাহ প্রকৃতির দ্যায়। 龜 পশ্চিম উপকুলটি অতি সংকীর্ণ। অনেক জায়গায়, খাড়া-পৰ্ব্বত সকল সমুদ্রের মধ্যে গিয়া পড়িয়াছে এবং এই অঞ্চলটি খণ্ড খণ্ড হইয়। এক একটি স্বতন্ত্র জনপদ হইয়া দাড়াইয়াছে। ভাল ভাল বন্দরগুলির মুখ পশ্চিমাভিমুখে ; মৌসম-বায়ু নিয়মিত রূপে প্রবাহিত হওয়ায়, বৎসরের কিয়দংশ সময়, নৌ-চালনের বেশ সুবিধা হয় । সুতরাং পূৰ্ব্ববৰ্ত্তী এশিয়া, আফ্রিকা ও যুরোপের জাহাজ-সকল এই সব বন্দরে আসিয়া উপস্থিত হইবে । 藝 穆 • বর্ষীর (Continental) ভারত, বিন্ধ্যাচলের দ্বারা পৃথকৃত্বীকৃত হইয়াছে,মুতরাং ū’īrātā (Peninsular) ভারতে ষে জাতি ও যে সভ্যত্নার উদয় হইবে তাহা একটু বিশেষধরণের। যেমন একদিকে বহির্জগতের সহিত সংস্রব না