পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ; শকুন, গঙ্গর প্রভৃতি জন্তুগুলি পেটুকের দলে । ইঙ্গরা যে কত খাইতে পারে তাহার পরিমাণ নিৰ্দ্ধারণ করা কঠিন । কিন্তু পেটুক মানুষের সঙ্গে ইহাদের এক বিষয়ে পার্থক্য আছে । হাঙ্গর, ছু চা, শকুন প্রভৃতির অতিভোজনের একটু রিশেষ কারণও আছে। ইহাদিগকে একদিন আহারের পর হয় ত সপ্তাহ কাল অনাতারেক্ট থাকিতে তয় । কখন যে তাঙ্গদের সম্মুখে আঙ্গার উপস্থিত হইবে তাঙ্গার ও কোনো নিশ্চয়ত থাকে না । শকুনের খাদ্য পচা মাংস । কিন্তু এরূপ মাংস সকল সময়েষ্ট পাওয়া কখনো সম্ভবপর কাজেক্ট কখন আবার থাষ্টতে পাইলে সে-সম্বন্ধে নিশ্চয়তার অভাবে প্রচুর খাদ্যদ্রব্য সম্মুখে উপস্থিত হইলেষ্ট শকুন একদিনেষ্ট সপ্তান্তকালের মত কােজ সারিয়া লয় । কিন্তু মানুষের সেরূপ কোনো অসুবিধা নাই । তাহণদের আকারের জন্ত নির্দিষ্ট সময় আছে ; ভবিষ্যতের জন্ত আtহাৰ্য্য সংগ্ৰহ করিয়া রাখিবারও তাচাদের সুবিধা আছে। সুতরাং একবারে একরাশি আকার করিয়া সপ্তাহকালের জন্য নিশ্চিন্তু হুইবার তাতাদের কোনো প্রয়োজন নাই । ছু চাকে সমস্তদিন জমি খুড়িয়া খাদ্য-দ্রব্য সংগ্ৰহ করিতে হয় ; চ:ঙ্গরকে খাদ্যাম্বেষণের জন্য সমুদ্রময় ঘুরিয়া বেড়াইতে হয় । সুতরাং তাঙ্গাদেব পরিশ্রম অনুসারে কিছু অতিরিক্ত আঙ্কারেরও প্রয়োজন চক্টয়া থাকে । नश्नं । জীব-জন্তুর অতিভোজনের সম্বন্ধে আরো অনেক কথা বিচার করিয়া দেখিবার আছে । বড় বড় অজগর ( python ) ও সপদের অনেক সময় বাধ্য হইয়া অতিরিক্ত ভোজন করিতে হয়। ইক্তাদের দন্ত-পঙক্তি মুখের ভিতরে এরূপভাবে অবস্থিত ষে একবার শিকারকে কামড়াষ্টয়া ধরিলে তীক্ষাকে আর ছাড়িয়া দিতে পারে না—ধীরে ধীবে আস্ত শিকারটিকেই গ্রাস করিতে বাধ্য হয় । অনেক সময় এমনও দেখা যায় যে একটি স্বপতাকারষ্ট স্বজাতীয় একটিকে আস্ত গিলিয়া ফেলিয়াছে । কিন্তু সেজন্ত সে বেচারাকে দোষ দেওয়া eযায় না । কারণ এরূপ কাজ অনেক সময়েষ্ট ,তাঙ্গাদের ইচ্ছাকৃত নহে। মনে করা যাক তুষ্টটি সাপ দুই দিক হক্টতে একটি ইঁদুরকে কামড়াইয়া ধরিয়াছে । তখন একটি সাপ অদ্যটিকে গ্রাস করিতে বাধ্য হুইবে । সাপের পক্ষে কোনে কিছুকে একবার কামড়াষ্টয়া ধরিয়া ইতর জীব কি মানুষ অপেক্ষাও পেটুক ჯხy-ჯა সেটাকে ছাড়িয়া দেওয়া যখন সম্ভব নহে তখন অন্ত উপায় আর কি আছে ? পূৰ্ব্বেষ্ট বলিয়াছি কতকগুলি প্রাণী খাদ্যাখাঙ্গ বিচ র করে। জিরাফ, পিপীলিকাভুক, ছোট cHfð sIeí, stfss ef N ( Humming bird ), calAffE s বোলতা প্রভৃতি এই দলে । ছোট ছোট সাপগুলির মত এমন ‘বাবু’ প্রাণী চিড়িয়াখানায় খুব অল্পষ্ট আছে। ইহাদের আচারের ব্যবস্থা করিতে কর্তৃপক্ষদের অস্থির হইতে হয়। ইহাদের কোনোট ছয় ত শুধু পাখীর ডিম থায়, কোনো কোনোটার খাদ্য শুধু গিরগিটি, কোনো কোনোটার ইদুর ভিন্ন অঙ্গ কিছু মুথে খোচে না । মনোমত খাবার না পাইলে ইঙ্গারা নারাজ নয়। সৌভাগ্যের বিষয় অনেক দিন অনাহারে থাকিলেও ইহাদের বিশেষ কিছু অনিষ্ট হয় না। এমনও দুই একটি “পাইথনের” কথা শুনা গিয়াছে যে দুষ্ট বৎসর পৰ্য্যন্ত সম্পূর্ণ অনাহারে থাকিয়াও বেশ মুস্তকায় অবস্থায় জীবিত ছিল । স্থানভেদে গিরগিটির মধ্যে আহারের বৈলক্ষণ্য দেখা যায়। পৃথিবীর পুৰ্ব্বাংশের গিরগিটির খাদ্য মাংস, কিন্তু পশ্চিমাংশের গিরগিটি নিরামিষাশী । ze ooit (Chameleon) sfers খুব খাষ্টতে পারে কিন্তু অন্ত প্রকার কাঁটাদশ তাঙ্গার মুখে দেয় না, মাকড়সা দেখিলে পলাইয়াই যায় । উপবাস করিতেও একজন ভদ্রলোক বস্তৃরূপীর জষ্ঠ মক্ষিক সংগ্ৰহ করিবার একটি সুন্দর উপায় আবিষ্কার করিয়াছেন । সেই ভদ্রলোকের একটি পোষ। বহুরূপী ছিল । বহুরূপী যেস্থানে বসিয়া থাকিত তিনি তাহার সম্মুখে একটুকরা মিষ্ট পদার্থ ঝুলাইয়। রাখিতেন । মক্ষিকার দল যখন তাঙ্কার উপর আসিয়া বসিত বহুরূপীটি তাঙ্কার স্বস্থানে বসিয়া, সুদীর্ঘ রসনাটি প্রসারিত করিয়া এক একটি করিয়া মক্ষিক ধরিয়া ভক্ষণ করিত । উচ্চ শ্রেণীর জীব জস্তুদের খাদ্যাথাষ্ঠের বিচার খুব অল্পই দেখা যায়। চতুষ্পদ জন্তুদের মধ্যে জিরাফ ও পক্ষীদের মধ্যে “হামিং বার্ডের” এ বিষয়ে বেশ একটু দৃষ্টি আছে । বুনে অবস্থায় একপ্রকার গাছের কোকড়ানো পাতা জিরাফের অত্যন্ত প্রিয়খাদ্য । সেই গাছের অভাবে কোনো কোনো, স্থানের জিরাফবংশ লোপ পাষ্টবার উপক্রম চটয়াছে ।