পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; Y ংখ্যা ] - • ... ...* -----*"== ه.=****** - নদীর প্রতি অরণ্য তুষ্ট নদী, আমি অরণ্যাণী— তোরে যে আমার বলে’ জানি । আমারি বুকের পাশে, বয়ে যাস কলহাসে তরল রজতধারাখানি ; তোরে যে আমারি বলে’ জানি । তলতল ছলছলছল খেলা করে তোর ক্ষ্যাপা জল ; অামি থাকি চেয়ে চেয়ে, বুঝি না কেমন মেয়ে--- একেবারে আপিন বিহবল ছুটে চলে তোর ক্ষ্যাপী জল । শুষ্ক রুক্ষ্ম কাঠিষ্ঠের সারি- , আমি তোৱে কিবা দিতে পারি ? কুলের সীমাটি রাখি’ রাত্রিদিন চেয়ে থাকি শিরে তোর ছায়াটি বিথারি— কিবা আছে, কিবা দিতে পারি ? পত্ররাজি ফুল ফলহার আছে যাহা, দিই উপহার ; বিহঙ্গের কণ্ঠ দিয়া পাঠায় আকুল হিয়া মরমের মৌন সমাচার— দীন আমি—দীন উপহার। তোর কথা—কি কহিব আর , জানি তুই জীবন আমার, পুষ্প পত্র বিটপী বল্লরী তারি তরে প্রাণে উঠে ভরি’ ধরি নব নব শোভাভার— তোর কথা—কি কব সে আর । নদীর প্রতি অরণ্য • • సిసి) - هی جبهه ۶۰ مه ۰حههای ماده حسیم همه با কিন্তু তোরে বাধি কিসে বল রে চপল, রে চির চঞ্চল ! রাতদিন হেলা ফেলা, একি প্রেম ছেলেথেলা । শুধু মন ভুলাবার ছল ; রে নিলাজ, রে চির চঞ্চল ! দিন যায়, রাত্রি ফিরে” আসে, তাসে চাদ অগাধ আকাশে ; দক্ষিণেব সমীরণ জাগায় পাগল মন শাখায় শাখায় তাহাম্বাসে । কত রাত্রি যায় আfর আসে । প্রাণপণ প্রণয়ে উদাসী--- একি ভালবাসা, সৰ্ব্বনাশি ! আশাহীন শূন্ত প্ৰাণে আমি চেয়ে তোর পানে । চলে যাস তুষ্ট কল হাসি, প্রাণপণ প্রণয়ে উদাসী ! স্বতন্তর-বুৰিন্থ ব্যাভার-— সিন্ধু সেই বাঞ্ছিত তোমার ! তবে হোক, সমাপন, অর্থহীন এ জীবন তোরি সাথে হোক একাকার— ভেঙে যাক স্বপন আমার । কিন্তু নদি, অভিশাপ মোর, এ দিন রবেন কতু তোর ; পরিশুষ্ক পরিক্ষীণ কবি তুই একদিন গলে পরি বন্ধনের ডোর, হেন দিন রবেনাক তোর । অস্থিরূপে বালুকার রাশি বক্ষ ভেদি উঠিবে বিকাশি ;