পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అసిరి নারীর প্রতি এস্কাটলাসের কেমন একটা তাচ্ছিল্যের ভাল, ঘৃণার ভাব ছিল। এমন কি আন্তিগোনি, ইলেক্ত, ক্যাসাদে প্রভৃতি শুভ্রকুসুমসম কোমলমধুর নারীচিত্রেও তিনি যেন কতক দৌৰ্ব্বল্যের ছায়া ফেলিয়াছেন । এস্কাইলাসের অনেকগুলি নাটক লোপ পাইয়া গিয়াছে । কিন্তু র্তাগর কীৰ্ত্তিমন্দিরের ভগ্নাবশেষস্বরূপ যাচ কিছু কালের করলে কবল ভক্টতে আত্মরক্ষা করিয়া আসিস্থাছে তাহার প্রত্যেকট ন্যায় ও স্বাধীনতার বিজয়বাৰ্ত্ত} পাঠককে জ্ঞাপন করিতেছে । এস্কাইলাসেব বিভীষণ চিত্রের ভিতরে মানবশিক্ষা ও সমাজশিক্ষা ওতোপ্রেতোভাবে সংশ্লিষ্ট রচিয়াছে ; অথচ মনোমদ কাব্যকৌশলে তাঙ্গর সমস্ত রচনা অনন্ত আনন্দ পশ্রবণ স্বরূপ মানবের শ্রদ্ধা ও ভক্তি আকর্ষণ করিতেছে । শ্রীরঞ্জনীরঞ্জন দেব ।

  • ==statíso*=

মিশরের মিশরী " বন্যায়। —পানের জলে দেশ ভেসেছে, রাখাল-ছেলে তুষ্ট কোথা ? _বাঘল-পেয়াল মাছেব সাথে ঘথের মথের কষ্ট কথা ! —সবুজ ঘাসের নেই নিশান, রাখাল-ছেলে কষ্ট বে কষ্ট ? –ভোঁদড় চরাষ্ট ভেড়ার বদল, পিছ-প ছ’লার পাত্র নষ্ট ! —বানের জলে শালতি চলে, রাখাল-ছেলে আয় ঘরে । —কোন মুখে আৰ ফিরব ? আমার কুমীর মিতে পায় ধরে। ধান মাড় গাই-বলদে মাড়িয়ে যাও ! ধান থেকে তুষ ছাড়িয়ে দাও ! চাষার লেগে শস্ত রেথে পোয়ালগুলি মুড়িয়ে নাও ; গাই-বঙ্গদে মাড়িয়ে যাও ! অাজকে গরম নেষ্টক মোটে কাজ সেরে না ৪ একটি চোটে ; প্রবাসী—চৈত্র سه*****= دهه "مهه. * ** [ ১০ম ভাগ, ২য় খণ্ড দাড়িয়ে না গো, খুড়িয়ে না গে, । চালগুলি সব কঁাড়িয়ে দাও ! গাই বলদে মাড়িয়ে যাও ! আভাস কুমুম ফুলের রং ধরেছে ধোয়া চাদরে, রঙীন চ’য়ে উঠেছে মন তোমার আদরে! জলের সঙ্গে মিশল স্বরা, হৃদয়খানি হ’ল পূৰ ; অনুবাগের তপ্ত ধুনীয় গন্ধ না ধরে । , ১৩১৭ ঘোড়সওয়ারের সথের ঘোড়া হাওয়ায় ছুটেছে, যেখানটিতে ডঙ্কা বাজে আপনি জুটেছে ! সুপ্ত দীপের সলিতাতে গুপ্ত শিখা লাগল রাতে ; খুলতে অঁাথি শিকারী বাজ শূন্তে লুটেছে ; অভয় মন্ত্র প্ৰপারে অামাব বঁধুব সোতাগ, এপারে রয়েছি আমি ; মাঝখানে নদী, নদীতে ভাঙর, তব সে নদীতে নামি ! ঝাপ দিয়া তবু পড়ি তরঙ্গে স্মরিয়া তাঙ্গৰ মুখ, বঁধুর প্রেমের র ভসে অামাব দ্বিগুণ বেড়েছে বুক ! তরল সলিলে সোপান মানিয়া অবাধে নামিয়া যাই, বঁধু শিখায়েছে অভয়-মন্ত্র আর কোনো ভয় নাই । শ্ৰীসত্যেন্দ্রনাথ দত্ত।