পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾ অপরিণত মুকুল বলিয়া সেগুলি হইতে অঙ্কুর উৎপন্ন হয় না । যখন চয়ন চলিতে থাকে তখন তরুশ্রেণীর মধ্যবর্তী অবকাশ স্থান দিয়া ভ্রমণ করিলে ভ্রমণকারী ঘনপল্পবিত তরুরাজির মধ্য হইতে অদৃশুকণ্ঠের কাকলি, হাস্ত ও সঙ্গীত শুনিয়া সেই অদৃপ্ত জীবদিগকে উপদেবতা বলিয়া মনে করিবেন। স্ত্রী পুরুষ সকলেষ্ট লবঙ্গচয়ন করিয়া থাকে। চয়নকারী বৃক্ষে আরোহণ করিয়া একখানি মোটা ডালের খাজে পা সংলগ্ন করে ; তৎপরে ছোট ছোট আকুষির সাহায্যে পল্লবগুলি নোয়াইয়া গুচ্ছগুলি ছিড়িয়া লয়, এবং ছিন্নমঞ্জরীগুলি একটা থলিয়ার মধ্যে রাখিয়া দেয়। রাত্রির অন্ধকার দূর হইতে ন হইতে চয়নকারীর তাহাদের কার্য্যে লাগিয়া যায়। অপরাকু দুষ্ট ঘটিকার সময়ে সমাপ্তিস্বচক ঢকাধবনি শুনিবামাত্র সংগৃহীত মঞ্জরীগুলি লইয়া তাহারা ভাণ্ডারগৃহে গমন করে । সেখানে শুষ্ক-শক্ত মাটির তৈয়ারি প্রশস্ত খোলা চত্বরে সেগুলিকে শুকানো হয়। এক-এক জন মজুর এক-একখানি মাদুর বিছাইয় তাহার উপর বেঁাটা হইতে লবঙ্গ খসাইয়া রাখে। হাতের তালুর উপর মঞ্জরীগুলি রাখিয়া অঙ্গুলির দ্বার লবঙ্গ ছাড়ানো হয়। বৃন্তগুলিও একধারে স্ত,পাকার করিয়া রাখা হয়। লবঙ্গের সপ্তাংশ মূল্যে এইগুলি বিক্রীত হইয়া থাকে। বুস্ত হইতে খসানো কঁাচ লবঙ্গগুলিকে পরদিন হইতে প্রত্যহ মাছুরে বিছাইয়া রৌদ্রে শুকাইতে দেওয়া হয়। কাচা লবঙ্গগুলি একটু মাত্র বৃষ্টির জলে ভিজিলে পচিয়া নষ্ট হইয়া যায়, এইজন্ত লবঙ্গ শুকাইতে দিয়া প্রহরীদিগকে সৰ্ব্বদা সতর্ক থাকিতে হয়। রৌদ্রে দিবার কয়েক ঘণ্টা পরেষ্ট কাচা লবঙ্গের গোলাপীবর্ণ বদলাইতে আরম্ভ করে-পাচ ছয় দিন মধ্যে তাঙ্গাদের রং পিঙ্গল হইয় উঠে । কাচা লবঙ্গমঞ্জরীর গন্ধ যুদ্ধমধুর, কিন্তু সেগুলি যতই গুস্ক হইতে থাকে, গন্ধের উগ্রতা ততই বাড়িতে থাকে। শুষ্ক লবঙ্গস্ত,পের পাশ দিয়া চলাফেরা করার কখনো কখনো শিরঃপীড়া জন্মিয় থাকে। কাচ লবঙ্গগুলি যথোপযুক্তরূপ শুকাইল কি না তাহ নির্ণর করিবার নিমিত্ত অভিজ্ঞ পরীক্ষক নিযুক্ত হইয়া থাকে। যদি লৰঙ্গ বাকানো যায় অথচ সেটা অটুট থাকে তাছা প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩১৭ ASAMMAMeMMAMeSAeMMMMAMMeeMASAMMMSASAMAMMS SAAAAAAAS AAAAAS AAASASAAAAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS = • ۔مہ. -s--هے.. -- { >०अ छाश, २ग्न थं७ হইলে সেটা কাচা রহিয়াছে বুঝিতে হইবে। আবার বাকাইবার চেষ্টা মাত্রেই যদি লবঙ্গ মটু করিয়া ভাঙ্গিয়া যায় তাহ হইলে সেটা অতিরিক্ত শুকাইয়াছে। বাকাইবার চেষ্টা করায় যদি লবঙ্গ কতক ভাঙ্গে কতক বাকিয় থাকে তাহা হইলে উঙ্গ যথাযথর্প শুকাইয়াছে বুঝিতে হইবে। শুকানো লবঙ্গগুলি ছালায় পূর্ণ করিয়া মজুরের নিকটবর্তী নৌকা-ঘাটে লইয়া যায়, সেখান হইতে নৌকাযোগে সেগুলিকে। জাঞ্জিবারে চালান করা হয়, তথায় গুৰুগৃহে বস্তাগুলি বিক্রীত হইয়া থাকে। আরবেরা প্রথমে ক্রীতদাসদের দ্বার। এই কৃষিকাৰ্য্য চালাইত—তখন কুলীর অভাব ছিল না । গাছে প্রকাও প্রকাও মই লাগাইয়া কুলীর লবঙ্গমঞ্জরী চয়ন করিত। উক্ত চয়নপ্রণালীতে কাজ বড়ই ধীরে ধীরে অগ্রসর হইত। দাসত্ব প্রথা যখন উঠিয়া যাইবার উপক্রম হয়, তখন আরবেরা বড়ই চিন্তিত হইয়াছিল—তাহাদের আতঙ্ক হইয়াছিল যে কুলীর অভাবে তাছাদের কৃষিকাৰ্য্য বন্ধ হইয়া যাইবে। স্বথের বিষয়, দাসত্ব প্রথা রহিত হইবার পরে তাহাদের ভীতি অলীক বলিয়া প্রমাণিত হইয়াছে। কিন্তু ঐ কৃষিকাৰ্য চালাইবার জন্ত যত মজুরের প্রয়োজন এই ছোট দ্বীপ সকল সময়ে তত লোক যোগাইতে পারে না। ফলে মজুর দুর্ঘট ও দুৰ্ম্মল্য হইল উঠিতেছে। বৈজ্ঞানিক যন্ত্রাদির সাহায্যে মুকুলচয়ন এবং বর্ষ ঋতুতে সেগুলিকে শুকাইবার ব্যবস্থা করিবার কথা উঠিয়াছিল কিন্তু তাহ ব্যয়সাধ্য বলিয়া কার্ষ্যে পরিণত হইতে পারে নাই। জাঞ্জিবার-গবর্ণমেণ্ট এখানকার লবঙ্গকৃষি হইতে বিস্তর রাজস্ব পাইতেছেন ; এইজন্য তাহারা এই কৃষির উন্নতিসাধনে যত্নশীল আছেন । শ্ৰীশরৎকুমার রায়। নভোবিজ্ঞান (Astro-Physics) জ্যোতিষ শাস্ত্রের উৎপত্তি সুদূর অতীতের আঁধার গর্ভে বিলীন । জ্যোতিষ্কমণ্ডলীর অপ্রতিহত নিয়মিত আবির্ভাব এবং তিরোভাব মানবকে দূরাদপিদুর অতীত হইতে দিনের পর দিন, বৎসরের পর বৎসর, ঋতু পরিবর্তনাদি দেখাইয়া আসিতেছে। বস্তুতঃ মানব এইরূপ ধীর নিয়মিত প্রকাশে