পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত রামচন্দ্ৰ শৰ্ম্মা রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ-ঘাতকের খড়েগ করিতে ধিক্কার হে মহাত্মা, প্রাণ দিতে চাও আপনার, তোমারে জানাই নমস্কার । হিংসারে ভক্তির বেশে দেবালয়ে আনে, রক্তাক্ত করিতে পূজা সঙ্কোচ না মানে। সপিয়া পবিত্র প্রাণ, অপবিত্রতার ক্ষালন করিবে তুমি সঙ্কল্প তোমার, তোমারে জানাই নমস্কার ॥ মাতৃস্তনচু্যত ভীত পশুর ক্ৰন্দন মুখরিত করে মাতৃ-মন্দির প্রাঙ্গণ । অবলের হত্যা অর্ঘ্যে পূজা-উপচার— এ কলঙ্ক ঘুচাইবে স্বদেশ মাতার, তোমারে জানাই নমস্কার ॥ নিঃসহায়, আত্মরক্ষণ-অক্ষম যে প্রাণী নিষ্ঠুর পুণ্যের আশা সে জীবেরে হানি, তারে তুমি প্রাণমূলা দিয়ে আপনার ধৰ্ম্মলোভী হাত হ’তে করিবে উদ্ধার— তোমারে জানাই নমস্কার ॥ ১৫ ভাদ্র, ১৩৪২ শান্তিনিকেতন