পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কণত্তিক এভারেক্ট-অভিযান ও ভারতীয় শেপ। SRఏ পুনরায় চক্ষুষ্মান হইয়াছেন। এত উচ্চে উঠিবার কালে এক অগ্রসর হইতে আপনাকে সাত-আট বার গভীর ভাবে শ্বাস লইতে হইবে । ধরুন একটি সিগারেট ধরাইতে হইবে । আপনি অতি কষ্টে দিয়াশলাইয়ের কাঠি জালিলেন, কিন্তু সিগারেটে সংযোগ করিয়া টানিতে আর আপনার সামর্থ্য পকিবে না ; ততটা পরিমাণ শ্বাস টানা আপনার পক্ষে অসম্ভব ! যেখানকার জলবায়ু এইরূপ, সেখানে অতি সস্তপণে অগ্রসর হইতে হয়। কিন্তু উপযুক্ত সতর্কত অবলম্বন করিয়াও বিরাট তুষার-স্রোতে প্রথম বারে সাত জন শেপার জীবন বিসর্জন দিতে হইয়াছিল। দ্বিতীয় বারে মেলরি ও আর্ভিন নামে দুই জন বিখ্যাত অভিযানকারী নিরুদ্দেশ হন। গত ১৯৩৩ সনের অভিযান কালে ওয়েজার সাহেব মেলরি কর্তৃক ব্যবহৃত তুষার-কুঠার উদ্ধার করিতে সমর্থ হন ! মেলরি ও সাভিনের সন্ধান এখনও মেলে নাই । Vo উপরে প্রসঙ্গক্রমে শেপাদের কথা উল্লেখ করিয়াছি । ইন্সদের বীরত্ব, সাহস ও কৰ্ম্মতৎপরতার প্রশংসায় অভিযানশরীর পঞ্চমুখ। এভারেষ্ট-অভিযানকারীদের যতগুলি iপকরণ পাঠ করিয়াছি তাহাতে ইহাদের সাহসের বিষয় মুক্তকণ্ঠে স্বীকার করা হইয়াছে । তাহার। ইহাদের নাম নিয়ছেন টাইগাস”—ব্যাঘ্র । শেপাদের আদিভূমি তিব্বত, এপন দাৰ্জিলিং ও নেপাল অঞ্চলের অধিবাসী । ইহারা ভাষাবিৎ। তিব্বতী, নেপালী, ভূটানী, উর্দু ইহার বেশ চীনে। শেপার পাহাড়-অঞ্চলে গমনাগমনে অভ্যস্ত । এভারেষ্ট সঞ্চলের প্রচণ্ড শীতের মধ্যেও বহু রকমের ভারী ভারী লিন্য ইহার ঘাড়ে বহিয়া সানন্দে লইয়া যায়। বন্ধুর পিচ্ছিল "ড়ো পথে ইহারা প্রত্যেকে এক মণ দেড় মুন্ন পৰ্য্যস্ত নিযপত্র বহন করিয়া থাকে। তৃতীয় বারে বহুসংখ্যক শেপ ধভিশনকারীদের অনুগমন করিয়াছিল। এখানে ‘অনুগমন *টি মূল অর্থে ধরিলে বড়ই ভুল করা হইবে। প্রকৃত * ইহার অভিযানকারীদের অগ্রগমনই করিয়া থাকে। ‘’, ক্যাম্প হইতে ষষ্ঠ তাবু পৰ্য্যন্ত পাহাড়ে পিচ্ছিল ঢালু প"াই পথে ভারী ভারী মাল বহিয়া লইয়া যায়, অত > * দুইজন শেপ। ইহার ২৭,৭০%, ফুট উচ্চে ভারী ভারী মালপত্র লইয়৷ ডাঠয়ছিল । অভিধানকারীর। ইহাদিগকে “টাইমস’ ( ব্যাঘ ) অlখা দিয়াছেন । উচ্চে বাসোপযুক্ত তাঁবু খাটায়, পথিমধ্যে দড়ি খাটাইয়৷ ৪ মই বসাইয় বসাইয়া যায়, ঝড়ঝঞ্জ ধুলা তুষার হিম কিছুক্ত তাহাদের গতিরোধ করিতে পারে না। এই সব সত্ত্বেও যদি চহাদিগকে অগ্রগামী না বলি তবে কাহাকে বলিব ? আর একটি লক্ষ্য করিবার বিষয় এই সে, তাহদের এই সব বিপদ-আপদে আদেী ভ্ৰক্ষেপ নাঙ্গ, মনের আনন্দে হাসিয়া খেলিয়া চলিতে থাকে। তৃতীয় বারের অভিযানের নেতা হিউ রাটলেজ তাহার “এভারেষ্ট ১৯৩৩” নামক ইংরেজী পুস্তকে ( পৃঃ ১০৯-১১০ ) শেপাদের সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহ! ভারতীয়দের প্রণিধানলোগ্য । তিনি লিখিয়াছেন,-— “I have never ston a finer hotly of men. As to shelter for the night anything would do. After a merry salute, and with no pulse for rest, they fell to upon the moraine houlders, rolling them into position to make songars—A few outer flies from whymper tents were stretched overhead, and soon the smoke legan to rise from the few sticks of sirewood they had brought