পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাটিতে-আলোতে রবীন্দ্রনাথ ঠাকুর আরবার কোলে এল শরতের শুভ্র দেবশিশু, মরতের সবুজ কুটীরে। আরবার বুঝিতেছি মনে— বৈকুণ্ঠের স্বর যবে বেজে ওঠে মৰ্ত্তোর গগনে মাটির বঁাশিতে, চিরন্তন রচে খেলাঘর অনিত্যের প্রাঙ্গণের পর, সম্মিলিত লীলারস তারি ভীরে নিই যতটুকু পারি আমার বাণীর পাত্রে, ছন্দের আনন্দে তারে ব’হে নিই চেতনার শেষপারে, বাক্য আর বাক্যহীন সত্যে আর স্বপ্নে হয় লীন । ছালোকে ভূলোকে মিলে আমলে সোনায় মন্ত্র রেখে দিয়ে গেছে বর্ষে বর্ষে আঁখির কোণায়,