পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমার প্রণতি গ্রহণ কৰুে,"ধ্নিীছ শেষ নমস্কারে অবনত দিমাবসানের বেদীতলে। মহাবীৰ্য্যবতী, তুমি বীরভোগ্য, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে ; মানুষের জীবন দোলায়িত করে তুমি দুঃসহ দ্বন্দ্বে । ডান হাতে পূর্ণ করে মুধা বাম হাতে চূর্ণ করে পাত্র, তোমার লীলাক্ষেত্র মুখরিত করে অট্রবিদ্রুপে ; দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎজীবনে যার অধিকার । শ্রেয়কে করে হর্মুল্য, কৃপা করো না কৃপাপাত্রকে । তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতিমুহূর্তের সংগ্রাম, ফলে শস্তে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বাৰ্ত্ত । তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তোরণ, তার ক্রটির পূর্ণ মূল্য শোধ হয়েছে বিনাশে।