পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وی اولیه প্রবাসী ఏ)తిes তোমার ইতিহাসের আদিপর্কে দানবের প্রতাপ ছিল তুর্জয় ; , সে পরুষ, সে বৰ্ব্বর, সে মূঢ়। তার অঙ্গুলি ছিল স্কুল, কলাকৌশলবর্জিত ; গদা-হাতে মুষল-হাতে মশাল-হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র-পৰ্ব্বত ; অগ্নিতে বাম্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে । জড় রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা । দেবতা এলেন পর-যুগে মন্ত্র পড়লেন দানব-দমনের, জড়ের ঔদ্ধত্য হ’ল অভিভূত ; জীবধাত্রী বসলেন শু্যামল আস্তরণ পেতে । উষা দাড়ালেন পূৰ্ব্বাচলের শিখরচূড়ায়, পশ্চিম সাগরতীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শাস্তিঘট। নম্ৰ হ’ল শিকলে-বাধা দানব, তবু সেই আদিম বর্বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস । ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা, তোমার স্বভাবের গৰ্ত্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে একেবেঁকে । তোমার নাড়ীতে লেগে আছে তার পাগলামি । দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনেরাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দ্রস্বরে । তবু তোমার বক্ষের পাতাল থেকে আধপোষা নাগ-দানব ক্ষণে ক্ষণে উঠছে ফণা তুলে, তার তাড়নায় তোমার আপন জীবকে করছ আঘাত, ছারখার করছ আপন স্থষ্টিকে । শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশে আজ রেখে যাব আমার ক্ষতচিহ্নগাঞ্ছিত জীবনের প্রণতি । বিরাট প্রাণ, বিরাট মৃত্যুর গুপ্তসঞ্চার তোমার যে-মাটির তলায় তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সবর্ব দেহে মনে ।