পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী - ՏՀ)8Հ তাই প্রিয় মুখে চক্ষু যে পরশটুকু পায়, তার দুঃখে মুখে লাগে সুধা, লাগে স্বর, তার মাঝে সে রহস্য সুমধুর অনুভব করি যাহা সুগভীর আছে ভরি’ কচি পান ক্ষেতে ; রিক্ত প্রাস্তরের শেষে অরণ্যের নীলিম সঙ্কেতে ; আমলকী পল্লবের পেলব উল্লাসে ; মঞ্জরিত কাশে ; অপরাতু কাল, তুলিয়া গেরুয়াবর্ণ পাল পাণ্ডুপীত বালুতট বেয়ে বেয়ে যায় ধেয়ে তন্ত্রী তরী গতির বিদ্যুতে, হেলে পড়ে যে রহস্য সে ভঙ্গীটুকুতে ; চটুল দোয়েল পাখী সবুজেতে চমক ঘটায় কালো আর সাদার ছটায় অকস্মাৎ ধায় দ্রুত শিরীষের উচ্চ শাখাপানে চকিত সে ওড়াটিতে যে রহস্য বিজড়িত গানে । হে প্রেয়সী এ জীবনে তোমারে হেরিয়াছিমু যে-নয়নে সে নহে কেবলমাত্র দেখার ইন্দ্ৰিয়, সেখানে জেলেছে দীপ বিশ্বের অন্তরতম প্রিয়। আঁখিতারা সুন্দরের পরশমণির মায়াভরা, দৃষ্টি মোর সে তো সৃষ্টি-করা। তোমার যে সত্তাখানি প্রকাশিল মোর বেদনায় কিছু জানা কিছু না-জানায়, যারে ল’য়ে আলো আর মাটিতে মিতালি, আমার ছন্দের ডালি