পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিস্ময় উৎসর্গ করেছি বারে বারে, সেই উপহারে পেয়েছে আপন অর্ঘ্য ধরণীর সকল সুন্দর। আমার আস্তর রচিয়াছে নিভৃত কুলায় স্বর্গের সোহাগে ধন্ত পবিত্র ধূলায় ॥ ২৫ আগষ্ট, ১৯৩৫ শান্তিনিকেতন বিস্ময় রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে নানা সুখ দুঃখের এলোমেলো ভিড়ের মধ্যে হঠাৎ কখনো এসেছে স্বসম্পূর্ণ সময়ের টুকরো। গিরিপথের নানা পাথর-নুড়ির মধ্যে যেন আচমকা কুড়িয়ে-পাওয়া একটি হীরে। কতবার ভেবেছি গেথে রাখব ভারতীর গলার হারে ; সাহস করি নি, ভয় হয়েছে কুলোবে না ভাষায় । ভয় হয়েছে প্রকাশের ব্যগ্রতায় পাছে সহজের সীমা যায় ছাড়িয়ে । ছিলেম দার্জিলিঙে, সদর রাস্তার নীচে এক প্রচ্ছন্ন বাসায় । সঙ্গীদের উৎসাহ হ’ল রাত কাটাবে সিঞ্চল পাহাড়ে ।