পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏఎరి প্রবাসী $NరీకS প্রভাব বিশেষ ভাবে জাভা এবং স্বমিত্রায় শ্রীবিজয় শাসনকৰ্ত্তাদের সময়ে মহাযান পোদিত লিপিতে দুষ্ট হয়। এই সব স্থানে মহাযান বৌদ্ধমত ও উত্তর-ভারতীয় অক্ষরমালা উভয়ই পালবঙ্গ ও মগধ হইতে আসে । পেগান-মণিলের ক্ষেঙ্গে। tি, ত্র এখন কিছু বলিবার পর্বে এই "কলসন পোদিত লিপি সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করা প্রয়োজন । বিজুন বাবু তাহার উক্ত পুস্তকের ৫৭ পৃষ্ঠায় এই সম্বন্ধে যাহ উল্লেখ করিয়াছেন তাহা নিম্নে প্রদত্ত হইল । ( ক ) * কেজুতে ( মধ্য-জাভা ) আবিষ্কৃত কাভি থোদিত লিপিতে আমরা সঞ্জয় । চংগাল—Canggal থোদিত লিপির নিৰ্ম্মাণ ৷ হইতে আরম্ভ করিয়া মতরং ( মধ্য-জাভা ) রাজাদের

  • o'omments on the inscriptions of ("anggal. Kedu. Kalasan and Nalanda by Dr. Stutterheim in the Tijdscrift 1927, and in ‘A Javanese l'eriod in Sumattan History'. -1929.

ধারাবাহিক নাম পাই। এই ধারাবাহিক তালিক অনুসারে সঞ্জয়ের উত্তরাধিকারী মহারাজা পনংকরং, যাঁহাকে ডক্টর ষ্টটেরহাইম কলসন খোদিত লিপির মহারাজ পনংকরং-এর সঙ্গে অভিন্ন বলিয়া প্রতিপন্ন করেন। কিন্তু কলসন খোদিত লিপির পনংকরং শ্ৰীবিজয়ের ( সুমাত্র ) রাজবংশোদ্ভূত একজন শৈলেন্দ্র রাজকুমার। জাভায় শৈলেন্দ্র রাজার যে কি ভাবে আসিয়াছিলেন তাহ জান মায়ু নাই এবং তাহার যে যুদ্ধ করিয়া এই রাজ্য জয় করিয়াছিলেন তাহারও প্রমাণ পাওয়া যায় না । কিন্তু ডক্টর ষ্টটেরহাইমের মতে মতরং এর সঞ্জয়, যাহার প্রশংসা চংগাল থোদিত লিপিতে আছে তাহ পাঠ করিয়া দেখা যায় তিনি নিজেই এক জন শৈলেন্দ্র রাজ ছিলেন। মৃতরা তাহার মতে জাভাতেই তাহাদের রাজত্ব প্রতিষ্ঠ হইয়াছিল, ইহা শবিজয়ে নহে। ষ্টুটেরহাট একখানি কাভি পুস্তকের উল্লেখ করিয়াছেন যাহাতে সঞ্চয়, ক্ষের, মালয়, কেলিং দেশে পরাজিত বলিয়। বর্ণিত আছেন কিন্তু সং শ্রবিজয় তাহার নিকট পরাজিত হন এইরূপ দেখিতে পাওয়া যায়। সম্ভবত: চংগাল খোদিত লিপিতে ( ৭৩২ খ্ৰীষ্টাব্দ ) বর্ণিত লিঙ্গ-উৎসর্গের সময় তাহার এই বিজয়লাভ ঘটে । ইহার পরে ডক্টর টেরগষ্টম খুব সাহসের সহিত নূতন ভাবে নালন্দ খোদিত লিপি বিচার করিয়া দেখাইয়াছেন যে, নালন্দা মঠের অর্থদাতা মাত্রার মহারাজ বালপুত্র তাহার পিতামহকে । জাভার রাজা ) উল্লেখ করিতে গিয়া বলিয়াছেন বেরবৈরিমথন’ অর্থাৎ ইহা তাহার পিতামহের নামের অর্থ স্বচিত করে । বালপুত্রের পিতাকে বলা হইয়াছে ‘সমরাগ্র’ এবং তাহার মাতার নাম ‘তারা’ লিখিত আছে । কথিত আছে তার রাজা ধৰ্ম্মসেতুর কন্যা। এখন ডক্টর ষ্টটেরহাইম প্রসিদ্ধ বিজেতা সঞ্চয়কে বালপুত্রের পিতামহ বলিয়া নির্দেশ করেন। ইহা হইলে সঞ্জয়েব উত্তরাধিকারী পণংকরং বালপুত্রের পিতা এবং তারা পনংকরং-এর মহিষী হইবেন । কলসন পোদিত লিপি ( ৭৭৮ খ্ৰীষ্টাব্দ ) আবিষ্কারে ইহার সত্যতা আরও স্পষ্টরূপে নিৰ্দ্ধারিত করে । এই খোদিত লিপিতে দেখিতে পাই পনংকরং তারার নামে একটি মন্দির উৎসর্গ করিয়াছিলেন। রাণীর মৃত্যুর পরে তারাদেবীর মন্দির ( কলসন ) প্রস্তুত হয়। বোধ হয় ইং