পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rట్రo প্রবাসী SN98R লটার ক্রনেন পড়লুম, আর এক জন ট্রেনের করিডরের পাচ নামিয়ে ফেলে বড় বড় বাক্সগুলিকে নামিয়ে দিলে । এখানেও ষ্টেশনে হোটেলের লোক ছিল, তার সাহায্যে জিনিষপত্র গুছিয়েগাছিয়ে নিয়ে হেঁটেই আমরা হোটেলে উঠলুম। হোটেলে এসেই দেখি একেবারে লেকের গায়েই হোটেল । বুড়ে ম্যানেজার আমড়াগাছি ক’রে বললে, তোমাদের খুব সস্ত করে লেকের উপরেই ঘর দিয়েছি, যাতে ভাল দৃগু দেখতে পাও। আমি কিন্তু ঘরের বারান্দা দিয়ে দেখলুম হোটেলের যে ঘরের বারান্দাতে দাড়াই না কেন, প্রাকৃতিক সৌন্দর্য্য সকল দিকেই সমান, কমবেশী কোন দিকে নেই। হোটেল চালাতে হ’লে হোটেলের যাত্রীদের খুশী রাখবার জন্য ম্যানেজারকে অমন মনযোগানে কথার অভ্যাস করতে হয়। আমরা এখানে এক রাত্রি রইলুম। শোবার ঘরগুলির বন্দোবস্ত খুব ভাল, লুগানোর হোটেলে আমরা টেরাসে বসে দিনের আলোয় ডিনার খেলুম। ডিনার খাবার পর সন্ধ্যার অন্ধকারে আমরা কাছেপিটে একটু বেড়িয়ে এলুম। বেড়াতে বেড়াতে একটি ছোট্ট মনোহারী দোকানে ঢুকলুম, সেখানে দু-চারটি ছোট জিনিষ কিনেছিলুম। সেখান থেকে রাস্ত একটু নেমে গেছে। ধীরে ধীরে যাচ্ছি, এমন সময় গুনি রাস্তার ধারের বাড়ির জানাল থেকে মেয়ের বলছে, “ইণ্ডিয়ানো"। লুর্গানোর এই হোটেলটির নাম হোটেল উইজা ক্রুজ। এখানে থাকবার সময় হোটেলের ঝি আমাদের জলের গ্যালন-জারটির কল ভেঙে দেওয়ায় ম্যানেজারকে জানাতে ঝি অঙ্গীকার ক'রে বললে সে এটা ভাঙে নি। ম্যানেজারের নিকট মেরামত করতে দেওয় হয়েছিল, সে আমাদের কাছে এর জন্য আলাদা দাম নিলে । সকালবেল প্রাতরাশ শেষ করবার পর ম্যানেজারকে বলা গেল, আমরা একটা চক্র দিতে চাই, বন্দোবস্ত ক’রে দিতে পার ? ম্যানেজার বলে—বেশ, এখানকা: রাস্তা খুব ভাল, তোমরা মোটরে করে লেকে ’ ধার দিয়ে দিয়ে থানিকটা বেড়াও, শেষে মোটর থেকে নে4ে ফিউনিকুলার রেল চড়ে সালভাটোরে বেড়িয়ে এস ; মোটরকার এল। হল পোর্টার আমাদের গাড়ীতে তুলে দিখে আমাদের জিজ্ঞাসা করলে---তোমরা ইটালীয়ানজান ? জবাব না। ফরাসী ত বলতে পার ? জবাব-না, ইংরেং ; জানি । পোর্টার ব'লে--তবেই ত । শেষে বলে—আচ্ছ । সোফারকে সব বলে দিচ্ছি। আমরা মোটরে চড়লুম। মোট : করে লেকের ধার দিয়ে ধার দিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন ।