পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৮ প্রবাসী SNS8ー。 দিকে। সে আমায়ু পাশেই একটি ফটক দেখিয়ে দিলে। ঢুকেই দেখি ফটকের সামনেই ফুলের ঘড়িটি রয়েছে। মাটির ওপর একটু সামান্য উচু জায়গায় নানান রকম ফুল ৪ ফুলের ছোট ছোট্ট পাতাওয়াল গাছ বসিয়ে ঘড়ির হরফ তৈরি করা হয়েছে। ঘড়ির পেণ্ডুলাম ও র্কাট কোন ধাতুর তৈরি, ঘড়ির মাথার ওপর ছুটি শাদ দাড়াওয়াল কাঠের বুড়ে বসে আছে । আমার কপাল ভাল, সেখানে দেখতে দেখতেই ১১ টার পণ্ট। পড়ল । আমনি ছোট বুড়োটা দেখলুম তার হাতের ছোট হাতুড়ীটি দিয়ে তার ঢাকের ওপর ধী ক'রে একটি ঘা বসিয়ে দিলে। বড়টা কিছু করলে না। আমি আন্দাজে বুঝলুম ছোটটা আধ ঘণ্টায় ঘা দেয় ও বড়টা পুরো ঘণ্টায় কাজ করে। বাগানে আরও অনেক দেখবার জিনিষ ছিল, কিন্তু সময়াভাবে কোন দিকে নজর না দিয়ে হোটেলে এসে জিনিষপত্র নিয়ে বেরিয়ে পড়লুম। ষ্টেশনে পৌছে প্যারিস যাবার ট্রেনে উঠে পড়া গেল । শ্রেষ্ঠ মহন্ত বাঙ্গালী সন্তদাস বাবাজী শ্ৰীমুন্দরীমোহন দাস ত্ৰিমূৰ্ত্তির দুই গিয়া রহিলাম এক আমি । ছাত্রাবাসে বিপিনচন্দ্র পাল, তারকিশোর চৌধুরী এবং আমি, এই ব্রজৰি."ী সস্তদাস ব্যবtঞ্জী তিন জনকে বলিত ব্রহ্মের ত্রিমূৰ্ত্তি। আমরা তিন জনই ছিলাম ব্রাহ্ম। সেকালে এক এক জেলার লোক লইয়া গঠিত হইত ছাত্রাবাস। আমরা শ্রীহট্টবাসী। আমি তখন থাকিতাম নিমুখানসামার গলিতে। এই গলি এখন ইডেন হাসপাতাল ষ্ট্রীটের অন্তর্গত। বিপিনচন্দ্র পাল প্রভৃতি সকলে আমরা প্রাতে হালুয়া পূরী ভোজনে প্রবৃত্ত, এমন সময় আসিলেন খৰ্ব্বকায়, উপবীতধারী ব্রাহ্মণ তারকিশোর চৌধুরী ক্যানহাস ব্যাগ হস্তে। পরম নিষ্ঠাবান , শূদ্রের অন্ন গ্রহণ করেন না ; ত্রিসন্ধ্যা গায়ত্ৰী জপ না করিয়া জল পান করেন না । তখন vস্বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজের অধ্যাপক। সেহ কলেজে ভৰ্ত্তি হইয় তাহারই সংস্পর্শ ও উপদেশ ঘর্ষণে তারাকিশোরের ব্রহ্মণ্যের বন্ধুরতা ক্ষম হইতে লাগিল। স্বরেন্দ্রনাথ তখন অগষ্ট কমূটু মন্থে দীক্ষিত। তারাকিশোর চৌধুরীও বলিতেন, ঈশ্বরের আবার পুঞ্জ কি ? মানুষকেই পূজা করা উচিত। ছিলেন নিরামিষাশী । প্রচার করিতে লাগিলেন মুরগীর হাড়ের মহিমা । হাঙে ফসফারাস আছে । স্বরেন্দ্র নাথের প্রভাবে তিনি রাজনৈতিক কাৰ্য্যে যোগ দিতেন। ১৮৭৬ সালে কলিকাতা মিউনিসিপালিটি নিৰ্ব্বাচন