পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগ্রহণয়ণ বিবিধ প্রসঙ্গ—বধির-মুক চিত্রকর eصواج to keep out their rivals. Can any honest Congressman say today that the masses are represented in the Congress, or that it is democratic even in the remotest sense of the term when the real power is being concentrated in the hands of a few people whose methods and manners of capturing it would not stand investigation ? Plain-speaking is ... needed to open the eyes of the public and induce Congressmen tô purgc their organizations of office-hunters and publicity-mongers. মান্দ্রাজ প্রদেশে কংগ্রেসের প্রভাব অপ্রতিহত বলা যায় ন। কংগ্রেসের সভাপতি বাবু রাজেন্দ্রপ্রসাদের সেখানে ভ্রমণকালে নানা জায়গায় তাহাকে কৃষ্ণ পতাকা দেখাইয়া ফিরিয়া যাইতে বলা হইয়াছিল। ইহা করা অবহু ঠিক্‌ হয় নাই, বঙ্গের নিন্দায় অবাঙালী অনেক কংগ্রেসওয়ালা পঞ্চমুগ। কিন্তু বাৰু রাজেন্দ্রপ্রসাদ এখানে আসিলে কোন দল দলবদ্ধ ভাবে তাঙ্গকে কৃষ্ণ পতাকা দেখাইবে না । জ্যোতিষিক কনফারেন্স ইন্দোরে একটি সমগ্রভারতীয় জ্যোতির্ষিক কনফারেন্স হইয় গিয়াছে । পণ্ডিত মদনমোহন মালবীয় তাহার সভাপতি ষ্ট্ৰয়াছিলেন। নানা দিক দিয়া প্রসিদ্ধ ও লোকপ্রিয় এইরূপ এক জন মানুষকে সভাপতি করা স্থপরামর্শ বটে ; কিন্তু ভারতবর্ষের সব অংশ হইতে বিশেষজ্ঞদিগের সমাবেশ ন৷ হইলে তিনি কি করিবেন ? এই কনফারেন্সের একটি কাজ গুইবে পঞ্জিকাসংস্কার সম্বন্ধে গবেষণার ব্যবস্থা করা। এ বিষয়ে বাঁকুড়ানিবাসী অধ্যাপক যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি মহাশয়ের বিশেষ জ্ঞান আছে। উদ্যোক্তারা তাহাকে লইয়া যাইতে না-পারুন, তাহার দ্বারা কিছু লিথাইয়া লইতে পারিলে তাহাঁদের কাজের সুবিধা হইবে । গোরক্ষা গত মাসে বেহালায় ভারত গোশালা কমিটির উদ্যোগে "রক্ষা ও গোজাতির উন্নতিকল্পে একটি সভার অধিবেশন ধ। তাঁহাতে কলিকাতায় ও তাহার আশেপাশে গোচারণের 3ধ ইজারা লইয়া গোয়ালা ও অন্য গোরক্ষকদিগকে তাহ শিমূল্য ব্যবহার করিতে দিবার কথা হয়, এবং কলিকাতার ভিন্ন ভিন্ন স্থানে উৎকৃষ্ট জাতের বৃষ রক্ষা করিয়া গোবশের উন্নতি সাধনের প্রসঙ্গ হয় । , দেশের সর্বত্র গোরুর খাদ্য উৎপাদনের বিশেষ চেষ্টা করা উচিত। অনেক জমী আছে যাহাতে ধান কিংবা তদ্রুপ অন্ত কোন ফসল হয় না, কিন্তু গোরুমহিষের স্বখাদ্য নেপিয়ার ঘাস প্রভৃতি ঘাস হইতে পারে। তাহ উৎপাদনের জন্ত জলসেচনাদি বিশেষ কোন যত্বেরও প্রয়োজন নাই । আমাদের দেশে গোজাতির অবনতির একটি কারণ গোচারণের মাঠের ক্রমিক হ্রাস এবং অন্য একটি কারণ গ্রামে গ্রামে পূর্বের ন্যায় ঘানী না-থাকা । আগে খুব ছোট গ্রামেও কোলুর ঘানী দেখিয়াছি। ঘানী থাকায় লোকে কেবল যে টাটকা খাটি তেল পাইয়া উপকৃত হইত তাহা নহে, কোলুর নিকট হইতে খইল কিনিয়া গোরুকে থাইতে দিতে পারায় তাহারাও পুষ্ট হইত। এখন সরিষা, তিল প্রভৃতি তৈলবীজ খুব বেশী পরিমাণে বিদেশে চালান হইতেছে, ঘানী কমিয় গিয়াছে, গ্রামে গ্রামে খইল পাওয়া যায় না । মানুষ ও গবাদি পশু উভয়ের পক্ষে অনিষ্টকর এই অবস্থার সুপরিবর্তন কেমন করিয়া হইতে পারে, তাহার উপায় চিন্তনীয় ও অবলম্বনীয়। মাড়োয়ারীদের মধ্যে পরদার বিরোধিতা , কলিকাতায় মাড়োয়ারীদের একটি পরদাবিরোধী সভা আছে । মূলচাদ আগরওয়াল, বসন্তলাল মুরারক, প্রভুদয়াল হিমৎসিংকা, ভগীরথমল কানোড়িয়া, সীতারাম সেকসরিয়া, মোতিলাল লাঠ, গঙ্গাপ্রসদ ভোটিক প্রভৃতি তাহার নেতা । গত মাসে র্তাহার। “পরদাবিরোধী দিবস’ পালন করেন। অনেক সম্রান্ত মাড়োয়ারী ভদ্রমহিলা এই দিন প্রকাশু সভায় বক্তৃতা করেন। সভায় মাড়োয়াবী ভিন্ন অন্য অনেক লোকও উপস্থিত ছিলেন । বধির-মূক চিত্রকর ঐযুক্ত বিপিনবিহারী চৌধুরী বধির-মুক ; কিন্তু তাহার বুদ্ধি, সাহস ও অধ্যবসায় এরূপ, যে, তিনি চিত্রাঙ্কণ-বিদ্যায় পারদর্শিতা লাভ করিবার জন্ত লণ্ডন গিয়াছিলেন। সেখানে রয়্যাল কলেজ অব আর্টে শিক্ষালাভ করিবার পর এ-আর-সি-এ উপাধি পাইয়া দেশে ফিরিয়া আসিয়াছেন। .

  • - -- ध्__ं) . . . - 5

rسے