পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহণয়ণ - তিনি হয়ত শান্তিনিকেতনের নৃত্যশিক্ষকদিগকে ঘাটশিলায় এই নৃত্য দেখাইবার ব্যবস্থা করিতে পারেন। ডাঃ যতীন্দ্রনাথ মৈত্র ডাক্তার যতীন্দ্রনাথ মৈত্র মুচিকিৎসক ছিলেন । চক্ষুচিকিৎসাক্ষেত্রে তিনি বিশেষ প্রসিদ্ধি লাভ করেন। ঠাগর বাড়িতে রোগীর এরূপ ভীড় দেখিয়ছি, যে, তিনি অপরাঃ তিনটা চারিট পর্যন্ত ও কোন কোন দিন খাইবার যতীন্দ্রনাথ মৈত্র অবসর পইতেন না। রাষ্ট্রনীতিক্ষেত্রে তিনি কংগ্রেসপন্থী ছিলেন এবং দেশের কাজে তাহার বিশেষ উৎসাহ ছিল। ঋলিকাতার নাগরিক রূপে তিনি কলিকাতা মিউনিসিপালিটির অন্যতম কেন্সিলর নির্বাচিত হন। অকালে তাহার মৃত্যু হইলে তিনি কলিকাতার মেয়র হইতে পারিতেন। বলবন জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ক্যাপটেন্‌ জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জননায়ক সৰ্ব ধরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। তিনি বিবিধ প্রসঙ্গ—আনন্দচন্দ্র রীর چسراج ইংলণ্ড গিয়া ব্যারিষ্টার হইয়া আসিয়াছিলেন। ব্যারিষ্টারী র্তাহার বৃত্তি ছিল। কিন্তু তিনি বঙ্গে দৈহিকবলবিশিষ্ট জিতেন্দ্রনাথ বন্দ্যাপাধ্যায় পুরুষ বলিয়ই পরিচিত ছিলেন । আমরা যৌবনকাল হইতে র্তাহার বলশালিতার ও ইংরেজ ঠ্যাঙাইবার অনেক গল্প শুনিয়া আসিয়াছি। ব্যায়াম ও পুরুষোচিত ক্রীড়ায় উৎসাহ দিবার জন্য যপন যেখানে তাহার ডাক পড়িত সেখানেই তিনি উপস্থিত হইয়া উপদেশ দিতেন । র্তাহার চেহার। দেখিলেই লোকের ব্যায়ামে অম্বুরাগী হইবার ইচ্ছা হইত। দৈহিক উন্নতির চেষ্টায় উৎসাহ দিবার জন্য তিনি দেড় লক্ষ টাকা দান করিয়া গিয়ছেন । তিনি চিরকুমার ছিলেন। মৃত্যুকালে তাহার ৭৬ বৎসর বয়স হইয়াছিল। তিনি রিপন কলেজ কমিটির সভাপতি ছিলেন । আনন্দচন্দ্র রায় ঢাকার প্রসিদ্ধ নেতা আনন্দচন্দ্র রায় গত মাসে ৯২ বৎসর বয়সে দেহত্যাগ করিয়ছেন । তিনি অতি বিখ্যাত উকীল ছিলেন । ৪০ বৎসর ওকালতি করিয়া এবং