পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOHතු, প্রবাসী ১৩৪ই অবনত শ্রেণীর অধিকাংশ নেতা ডাঃ আম্বেদকরের ভয়প্রদর্শন নীতির সমর্থন করেন নাই । কিন্তু তিনি এখনও নাকি বলিতেছেন, হিন্দু মহাসভার পুনায় আগামী অধিবেশনে যদি জাতিভেদ উঠাইয়া দিবার প্রস্তাব উপস্থাপিত ও গৃহীত না হয়, তাহা হইলে তিনি সদলে হিন্দুধৰ্ম্ম ত্যাগ করিবেন। এরূপ ধমকও ব্যর্থ। যদি হিন্দু মহাসভা সেরূপ প্রস্তাব গ্রহণ করেন, তাহা হইলেও হিন্দু সমাজ অবিলম্বে তদনুসারে কাজ করিবে, মনে করি না । এরূপ পরিবর্তন সময়সাপেক্ষ । তাত বলিয়া আমরা ইহা বলি না, যে, সময়েই সব হইবে । মানুষকে চেষ্টা করিতে হইবে, তবে ফল ফলিলে । এখন আগেকার চেয়ে অনেক বেশী হিন্দু অস্পৃশ্যতার ও বংশগত অসাম্যমূলক জাতিভেদের অপকারিত বুঝিয়াছেন। এখন সমগ্র হিন্দু সমাজকে দ্রুত শুভ পরিবর্তন খুব ব্যাপকভাবে ঘটাইবার জন্য অবিরত সচেষ্ট থাকিতে হইবে । প্রবাসী-বঙ্গসাহিত্য-সম্মেলন সম্বন্ধে সংবাদ আমরা মনে করিয়াছিলাম, যে, যাহাকে যে পদ গ্রহণ করিবার জন্য অনুরোধ করা হইয়াছে, তাহার তাহা গ্রহণে সম্মতি অসম্মতি জানিয়া তবে আমরা তদ্বিষয়ক ংবাদগুলি প্রকাশ করিব । কিন্তু তাহার পর দেখিতেছি, কোন কোন সংবাদ খবরের কাগজে ইতিমধ্যেই বাহির হইয়া গিয়াছে। সেই জন্য আমরা আরও ৪ তকগুলি সংবাদ নীচে দিলাম। কিন্তু সম্মেলনের সাধারণ সভাপতি ও ভিন্ন ভিন্ন শাখার সভাপতি হইবার জন্য কাহাকে কাহাকে অনুরোধ করা হইয়াছে তাহা আমাদের জান থাকিলেও এখন ছাপিলাম না। অভ্যর্থনী-সমিতির সভাপতি সৰ্ব নৃপেন্দ্রনাথ সরকার হইয়াছেন । ডাঃ জ্ঞানদাকান্ত সেন, রায় বাহাদুর নিশিকান্ত সেন, রায় বাহাদুর দেবপতি দত্ত, রায় বাহাদুর সন্তোষকুমার মুখোপাধ্যায় প্রভৃতি ১৫ জন সহকারী সভাপতি মনোনীত হইয়াছেন। কৰ্ম্মসংঘের অধিনায়ক হইয়াছেন রায় বাহাদুর, অমৃতলাল মুখোপাধ্যায় এবং সহকারী সভানায়ক শ্ৰীযুক্ত মোহিতকুমার সেনগুপ্ত ; প্রধান অভ্যর্থনা-সমিতির সভাপতি শ্রীযুক্ত নুপেন্দ্রনাথ সরকার কৰ্ম্মসচিব মেজর অনিলচন্দ্র চট্টোপাধ্যায়, আই-এমএস ; প্রচার-বিভাগের অধিনায়ক এসোসিয়েটেড, প্রেসের শ্ৰযুক্ত উযানাথ সেন । ইহা ছাড়া কাজের মুবিধার জর্থ এবং বহু ব্যক্তির সহযোগিতা পাইবার জন্য আটটি স্বকমিটি গঠিত হইয়াছে । আমরা সম্মলনের সম্পূর্ণ সফল আশা করিতেছি । অধ্যাপক সিলভ;া লেভী গত মাসে পারিস বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক সিল; f ভেীর মুতু্য হইয়াছে। ভারতবর্ষীয়, তিব্বতীয় ও চৈনিক প্রাচীন সাহিত্য ও প্রস্তুত বিষয়ে তাহার গভীর জ্ঞান ছিল। এই সকল বিষয়ে তাহার সমকক্ষ তাহার সমসাময়িক কই