পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«ዬo স্বৰ্গীয় বিপিনবিহারী গুপ্ত বিপিনবাবুর জীবনের মান দিক সম্বন্ধে আলোচনা করেন । অবশেষে প্রীবিমলচন্দ্র গঙ্গোপাধ্যায়, এম-এ, বি-এল মহাশয় যে-প্রবন্ধটি পাঠ করেন তাহার অংশবিশেষ নিয়ে উদ্ধত হইল ঃ “অসামান্ত প্রতিভাবলে বিশ্ববিদ্যালয়ের সমুদয় পরীক্ষা বিশেষ কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয় প্রায় পঞ্চাশ বৎসর পূৰ্ব্বে প্রেসিডেন্সি কলেজের গণিতের অধ্যাপকের কাধ্যে তিনি ব্ৰতী হন । তখনকার সময়ে ভারতীয় বিশ্ববিদ্যালয় হইতে উত্তীর্ণ যুবকের পক্ষে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হওয়া সহজ কথা ছিল না। কেবল মাত্র আপনার প্রতিভাবলেই তিনি এই উচ্চ সন্মান লাভ করিয়াছিলেন। দীর্ঘ ১৮ বৎসর প্রেসিডেন্সি কলেজে কুতিত্বের সহিত অধ্যাপনা করিয়া তিনি ছোটনাগপুরের ইনস্পেক্টর অব স্কুলস হন এবং তথা হইতে ১৯০১ সালে কটক কলেজের অধ্যক্ষ হইয়া ৮ বৎসর তথtয় অবস্থান করেন। র্তাহার ঐকান্তিক চেষ্টার ফলে কটক কলেজের সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয় । উড়িষ্যার ইতিহালে তাহার নাম উজ্জ্বল অক্ষরে লিখিত থাকিবে। উড়িষ্কার বিশ্ববিদ্যালয়-পরিকল্পনার বীজ তিনি বপন করেন। নবজাগরিত উড়িষ্ট তাছার নিকট চিরকৃতজ্ঞ। কটক কলেজ হইতে তিনি হুগলী কলেজে স্থানান্তরিত হন। হুগলী কলেজে যে যুবক একদিন বিদ্যার্থী হইয়। প্রবেশ করিয়াছিল, কে ভাবিয়াছিল একদিন তিনিই এই কলেজের অধ্যক্ষ হইয়া আসিবেন। প্তাহারই চেষ্টার ফলে সরকারী কলেজে কর্তৃপক্ষ নিদিষ্টসংখ্যক দরিদ্র ছাত্রদিগকে বিন-বেতনে পড়াইবার ব্যবস্থা করিয়াছেন। প্রবাসী SN28、 আপন শক্তির উপর তাহার অগাধ বিশ্বাস ছিল এবং এই বিশ্বাসের বaে, তিনি জীবনে বহু প্রতিকুল ঘটনার বিরুদ্ধে সংগ্রাম করির উন্নতির আসনে সমাসীন হইতে সমর্থ হইয়াছিলেন। তাছার স্তায় অকপা, সরল, শিষ্টাচারী, বিনীত, স্নেহপ্রবণ ব্যক্তি বাঙালীর মধ্যে কেন, যে-কোন সমাজে বিরল।” স্বৰ্গীয় ডাক্তার নরেন্দ্রনাথ বন্ধ সুপ্রসিদ্ধ ধাত্রীবিদ্যবিশারদ ডাক্তার নরেন্দ্রনাথ বসু সম্প্রতি ডাঃ নরেন্দ্রনাথ বসু পরলোকগমন করিয়াছেন। ডাঃ বসু দরিত্রের বন্ধু ছিলেন, চিকিৎসকে মহৎ জীবিকাকে তিনি কেবলমাত্র অর্থাগমের উপায় বলিয়াই গ্রহ'. করেন নাই, ব্ৰত বলিয়া জানিয়াছিলেন । আসাম-বঙ্গীয়-সারস্বত-মঠের প্রতিষ্ঠাতা শ্ৰীমৎ স্বামী নিগমানন সরস্বতী দেব পরমহংস পরিব্রাজকাচাৰ্য্য স্বামী নিগমাননা বিগত ১৩ই অগ্রহাঃ , ৫৭ বৎসর বয়সে দেহরক্ষা করিয়াছেন । মাত্র ২৩ বৎসর বয়সে তিনি সংস ত্যাগ পূৰ্ব্বক সন্ন্যাস অবলম্বন করেন । তিনি আসাম প্রদেশে একটি বাংলা প্রদেশের পাচ বিভাগে পাচটি সারস্বত আশ্রম প্রতিষ্ঠা করিয়াছেন এবং উহার জন্মস্থান নদীয় কুতুবপুরে একটি উচ্চ-ইংরেজী-বিদ্যালয় । একটি দাতব্য চিকিৎসালয় ও রোগীনিবাস স্থাপন করিয়াছেন। প্ররি