পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

位b〜● প্রবাসী ১৩৪২ কাছে গবষ্মেণ্টের চেয়ে বেশী অম্বুরাগভাজন না হইয়া পড়ে তাহার চেষ্টা! গবয়েণ্ট যে নানা স্থানে বেতারবার্তার কেন্দ্র স্থাপন করিতেছেন, সে সম্বন্ধেও বেসরকারী মন সন্দেহ করে, যে, সেগুলির দ্বারা গবষ্মেণ্ট নিজ পক্ষের ওকালতী কথা লিখন-পঠনক্ষম ও নিরক্ষর সকল লোককে শুনাইবেন । স্বতরাং সন্দেহ করাটা কোন পক্ষেরই একচেটিয়া নহে। সরকারী লোকদের একটা কথা মনে রাখা দরকার। র্তাহারা মনে করেন, বেসরকারী লোকদের রাজনৈতিক প্রচেষ্টাই রাজনৈতিক। বস্তুত, তাহা নহে। গবন্মেণ্ট ও গবয়েণ্ট-পক্ষীয় লোকের ভারতবর্ষে ব্রিটিশ প্রভুত্ব অক্ষুণ্ণ রাখিবার জন্য এবং তাহ বাড়াইবার জন্য সাক্ষাৎ ও পরোক্ষ ভাবে যাহা-কিছু করেন, তাহা একটি বৃহৎ রাজনৈতিক প্রচেষ্টার অঙ্গীভূত। তেমনই ভারতবর্ষের লোকেরা ভারতে ভারতীয় প্রভূত্ব স্থাপন করিবার জন্য সাক্ষাৎ ও পরোক্ষ ভাবে যাহ-কিছু করেন, তাহাও জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত একটি বিশাল রাজনৈতিক প্রচেষ্টার অঙ্গীভূত । সুতরাং সরকারী কর্মচারীদের আচরণ সম্বন্ধীয় আগেকার ও সংশোধিত আধুনিক নিয়মাবলীতে যে আছে, যে, তাহার কোন রাজনৈতিক প্রচেষ্টায় যোগ দিতে পারিবেন না, তাহার অর্থ, তাহারা ভারতবর্ষে ভারতীয় প্রভুত্ব স্থাপনার্থ কোন প্রচেষ্টায় যোগ দিতে পরিবেন না, কিন্তু ব্রিটিশ প্রভুত্ব অক্ষুণ্ণ রাখিবার ও তাহা বাড়াইবার চেষ্টা তাহারা যে স্বচ্ছন্দে করিতে পরিবেন শুধু তাঁহাই নহে, সে-রকম চেষ্টা করা তাহদের একটা কৰ্ত্তব্য । সুতরাং ভারতবর্ষের সরকারী অভিধানে ব্রিটিশ প্রভুত্বের অমুকুল প্রচেষ্টা রাজনৈতিক প্রচেষ্টা নহে, ভারতীয় প্রভুত্বের অমুকুল প্রচেষ্টাই রাজনৈতিক প্রচেষ্টা । কোন প্রকার প্রচেষ্টা বা সংস্কারকার্য্যই অন্ত কোন প্রকার সংস্কারকার্যের সহিত নিঃসম্পর্ক নহে ; যেমন মানবজীবনের কোন বিভাগই অন্য কোন বিভাগের সহিত সম্বন্ধহীন . নহে, এবং যেমন মানব-মনও সম্পূর্ণ পৃথক পৃথক খোপে বিভক্ত নহে। ধৰ্ম্মসংস্কার, সমাজসংস্কার, শিক্ষার সংস্কার ও উন্নতি, কৃষি শিল্প বাণিজ্যের দ্বারা আর্থিক উন্নতি, স্বাস্থ্যের উন্নতি প্রভৃতি প্রত্যেকের সহিত রাজনৈতিক সংস্কারের সম্বন্ধ আছে। মানুষ যেদিকেই উন্নত ও অগ্রসর হউক না কেন, সেই উন্নতি ও প্রগতির দ্বারা রাজনৈতিক প্রচেষ্টাতে শক্তির সঞ্চার হয়। স্বতরাং অরাজনৈতিক কোন প্রচেষ্টা দ্বারা রাজনৈতিক কোন উদ্দেশ্য সিদ্ধির কোন অভিপ্রায় না থাকিলেও, সেই প্রচেষ্টা যতটুকু সফল হইবে তাহার দ্বারা রাজনৈতিক উদ্দেশুও অন্তত: কিয়ৎপরিমাণ সিদ্ধ হইবে । বিলাতী ডেলী হেৱাল্ডের একটি প্রশ্ন পণ্ডিত জৱাহরলাল নেহরুর যে সরকারী নিন্দ প্রত্যাহৃত হইয়াছে, তাহাকে উপলক্ষ্য করিয়া বিলাতের শ্রমিক দলের দৈনিক পত্র ডেলী হেরাল্ড প্রশ্ন করিয়াছেন, যেরূপ প্রমাণে বঙ্গীয় শাসন-বিবরণের লেখক পণ্ডিত জৱাহরলালকে সন্দেহ করিয়া তাহার নিন্দ করিয়াছিলেন, সেইরূপ প্রমাণেই কি বিস্তর লোককে সন্দেহ করিয়া বিনা-বিচারে বন্দী করা হইয়াছে ? - ঝোলা গুড় জমীর উৎকৃষ্ট সার এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের রসায়নী-বিদ্যার অধ্যাপক ডক্টর নীলরতন ধর ডক্টর নীলরতন ধর নানা রাসায়নিক গবেষণার দ্বারা প্রসিদ্ধি লাভ করিয়াছেন। - ষে জাতীয় বিজ্ঞান-পরিষদের ( ন্যাশন্য