পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v总8 প্রবাসী S\లి$S్న রৌদ্রস্নান করতে দেখেছি। আমাদের চোখে এ জিনিষটা কতটা ঘুরতে হত। মে লোকটি আমাদের বিদেশী লে বিসদৃশ ঠেকৃতে পারে, কিন্তু ওদের দেশে স্বাস্থ্যরক্ষার খাতিরে কেউ লঙ্গাসরমের ধার ধারে না। বাড়ির কাছেই এক কেকওয়ালার দোকান ছিল । এর দোকান থেকে কেক ও রাস্তার অপর মোড়ের এক ফলওয়ালীর দোকান থেকে ভাল পিচ প্রায়ই কিনতুম। এক দিন রাস্তায় বেরিয়ে আমরা রাস্তা হারিয়ে ফেলি। পথে এক জন লোককে জিজ্ঞাসা করলুম— কোন ট্রাম ধরলে আমাদের হোটেলের রাস্তায় পৌছতে পারব ? সে লোকটি আমাদের বিদেশী লোক দেখে বললে – তোমরা বুঝি নতুন এসেছ, এখানকার কিছু জান না। ট্রামে না গিয়ে তোমরা আণ্ডারগ্রাউণ্ড রেল দিয়ে যাও, খুব চটু ক'রে পৌছতে পারবে। আমরা বায়না ধ'রে বসলুম, ষ্টিফান গীর্জ!—ভিয়েন। কোথায় আবার মাটির নীচে ষ্টেশন খুজতে যাব, তুমি এসে দেখিয়ে দাও। সে লোকটি আমাদের নিয়ে আণ্ডারগ্রাউণ্ড রেলে চড়িয়ে নিয়ে চলল। শুনলুম তার এই ট্রেনের মাসিক টিকিটের বন্দোবস্ত আছে। ট্রেন যখন থামল, উপরে উঠে দেখি আমাদের হোটেলের সামনে ড্যানিয়ুব ক্যানালের পাশের পার্কের উপরে এসে পড়েছি । বাড়ির এত কাছে মাটির নীচে দিয়ে যাতায়াতের ব্যবস্থা আছে, আমাদের জানা না থাকায় দেখে এই সাহায্য ক’রে যা উপকার করলে তা বিশেষ করে উল্লেখযোগ্য। বেলভিডিয়র প্রাসাদ—ভিয়েন। ভিয়েন ছাড়বার দিন দুই আগে মিস ফ্রয়েড ভিস্বা৬েল থেকে এসে পড়লেন ও আমাদের দু-জনকে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন । তিনি আমাদের টেলিফোন ক’রে জানালেন যে তিনি নিজে গাড়ী করে আমাদের খাওয়াতে নিয়ে যাবেন । আমরা নির্দিষ্ট দিনে তার সঙ্গে তার বন্ধু ডাক্তার রুথ ব্রুনসভিকের বাড়িতে উঠলুম। মিস্ অ্যান ফ্রয়েড জানালেন যে র্তার নিজের বাড়িতে তেমন স্ববিধা না থাকাতে তিনি তার বন্ধুর বাড়িতেই খাওয়ানোর ব্যবস্থা করেছেন। বন্ধু ডাক্তার রূ" ক্ৰনসভিকও মনস্তত্ত্ববিং, অধ্যাপক ফ্রয়েডের শিষ্য । উনি ডাক্তারী করেন। এর স্বামী সঙ্গীত-শিক্ষক। সমস্ত ক্ষণ পিয়ানোয় টুংটং করেন। এদের একটি ছোট ফুটফুটে মঃে আছে। খাওয়া-দাওয়া হয়ে গেলে মিস ফ্রয়েড ও ডাগর রথ ব্রুনসভিক দু-জনে আমাকে নিয়ে গল্প করতে বসলেন। পাচ রকম গল্পের মধ্যে প্রধান আলোচ্য বিষয় ছিল, ভ তবর্ষীয় মেয়েদের শাড়ী। এই শাড়ী-পরা ওঁদের বড়ই গল লেগেছিল। আমার পরনে একখানি কাবেরী নীল ? জরিপাড় শাড়ী ছিল, তাই দেখেই দু-জনের এত পান । মিস ফ্রয়েড জানতে চাইলেন, “এ রকম পোষাক দর্জি উ তৈরি করে দেয় ? কিন্তু তার পর কি ক’রে প’র ? বধি দিয়ে গলাও, না পা ঢুকিয়ে পর ? তাকে বললুম যে উত্স আমাদের দর্জিকে পরবার মত তৈরি করতে হয় ন '