পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাস্তুন পশ্চিমষ ত্রিকী もミA ১১ই সেপ্টেম্বর । সকালবেলা আমরা ভিয়েনা পরিত্যাগ ক'রে ইটালীর উদ্দেশে মাত্রা করলুম। ট্রেন সমস্ত ক্ষণ অষ্টিয়ার আল্পস্-এর ভেতর দিয়ে চলতে লাগল। ট্রেন মাঝে মাঝে টানেলের ভেতর দিয়েও চলছে। সব টানেলের ভেতর কিন্তু অন্ধকার নয় । দু-চারটি টানেলের দেওয়ালের পাথর কেটে থিলেন ও থামের মতন ক'রে দেওয়া হয়েছে। মনে হয় ট্রেন যেন থামওয়ালা দালানের মধ্যে দিয়ে চলছে। পাশেই বালির নদী। জল বিশেয নেই। যেটুকু আছে, তার রং নীল । পাহাড়ের চূড়াগুলি দেখলে মনে হয় যেন বরফ পড়েছে । আসলে তা নয় । চূড়াগুলিতে বরফ নেই, শুধু পাথর ও বালি। তার উপর কয্যের আলো পড়ে ওরকম দেখতে হয়। ট্রেনে এক জন জাপানী ভদ্রলোকের সঙ্গে আলাপ হ’ল ; ইনি ইংরেজী জানেন। মহাত্মা গান্ধী তখন জেলে ছিলেন। শুনি সেই কথা জিজ্ঞাস করতে লাগলেন, ও বললেন, –এ রকম ভাবে আটকে রাখা ভারি অন্যায় ; আমরা ইংরেজদের পছন্দ করি না, ওরা বড় ঠকায় । ו- ۔ ۔ ۔ ۔ ۔ --م ---------------- ---- سس۔ساس- س --سسس۔۔--سببیہم۔۔۔۔۔--

  • *

خانهای که *SSS পোর্টোরসে-টিয়েষ্ট্রগামী এয়ারোপ্লেন আর এক জনের সঙ্গে আলাপ হ’ল । ইনি ইটালীয়ান, *ীক টিয়েটে যাচ্ছিলেন। ইংরেজী খুব সামান্তই জানেন। ধামরা ভেনিস গিয়ে পোর্টোরসো যাব গুলে তিনি বললেন,— তোমরা আত খুরতে যাবে কেন ? তার চাইতে আজ fুয়েষ্টে নেমে ষ্টেশনের কাছে যে হোটেল আছে সেখানে ডজের প্রাসাদ ভেনিস থাক ও পরদিন সকালবেলা ফেরী ষ্টীমার ক’রে দুঘণ্টার জন্য আড্রিয়াটিক সমুদ্র পার হয়ে পোর্টোরসো যেও । আমরা এই ব্যবস্থাই স্থবিধামত হবে জেনে এতে রাজী হয়ে টিয়েষ্টে মামলুম। টিয়েষ্ট আড্রিয়াটিক সমুদ্রের ধারেই। সমুদ্রে মোটে ঢেউ নেই, জল লেকের মত স্থির। জলের রং ঘোর নীল। তখন চাদের আলোতে টিয়েষ্ট বন্দর অতি স্বন্দর দেখাচ্ছিল। ইটালীয়ান লয়েড টি স্টিনো কোম্পানীর বড় বড় জাহাজগুলি সব বেশীর ভাগই এখান থেকে ছাড়ে। আমরা একটি হোটেলে উঠলুম। হোটেলের কত্রী একটি শোবার ঘর ঠিক ক’রে দিলে। তখন ডিনার শেষ হয়ে গেছে । আমরা চা, রুটি মাখন ও জ্যাম দিয়ে রাত্রের খাওয়া শেষ করলুম। সকালে ব্রেকফাষ্ট খেয়ে হোটেলওয়ালীর সঙ্গে গল্প করতে বসলুম। তখনও জাহাজঘাটে যাবার অনেক দেরি ছিল । নানা কথার পর আবার সেই গান্ধীর কথাই উঠল এবং হোটেলওয়ালী শেষে প্রশ্ন ক'রে বসল,—গান্ধী তোমাদের স্বদেশজাত জিনিধ ব্যবহার করতে বলেন ও বিদেশী জিনিধ কিনতে বারণ করেন এতে আর এমন কি দোষ হয়েছে যে সেজন্ত তাকে ও তার ভক্তদের ব্রিটিশ গবর্ণমেণ্ট আটক করেছেন? একাজ ত ভাল কাজ, নিজের দেশের উন্নতি ত সবাই চায়। তোমাদের গবর্ণমেণ্টের ক্ষতিটা কি এতে ? র্তাকে আমরা বললুম—বিলাতের এক পাউণ্ড অর্থাৎ কুড়ি